কারেন্ট অ্যাফেয়ার্স ৯ মার্চ ২০২১

schedule
2021-03-11 | 13:10h
update
2021-03-11 | 13:10h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Courtesy: Goal.com

আন্তর্জাতিক 
  • করোনা সংক্রমণে গত ২৪ ঘণ্টায় ৭৪৯ জনের প্রাণহানি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এই সংখ্যা গত তিন মাসে সর্বনিম্ন। গত ১২ জানুয়ারি ৪৪৭৩ জনের প্রাণহানি হয়েছিল, সেখানে যা একদিনের হিসেবে সর্বোচ্চ। সব মিলিয়ে মার্কিন মুলুকে করোনা ভাইরাস সংক্রমণে ৫,৪০,৫৭৪ জনের প্রাণহানি হয়েছে। ২৯ কোটি ৮০ লক্ষ মানুষ সংক্রমিত হয়েছেন।
  • হ্যারি মেগান মর্কেল ব্রিটেনের রাজপরিবারে বর্ণবৈষম্য নিয়ে যে অভিযোগ করেছেন তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। ওপারা উইনফ্রের সাক্ষাৎকার অনুষ্ঠানে হ্যারি ও মেগানের বক্তব্য নিয়ে একটি ব্রিটিশ সংবাদপত্র দাবি করল, গত ৮৮ বছরে সব থেকে খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে ব্রিটিশ রাজ পরিবার।

জাতীয়
  • উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত। প্রসঙ্গত, ২০০০ সালে নতুন রাজ্য গঠনের পর থেকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদে নারায়ণ দত্ত তেওয়ারি ছাড়া কেউ মেয়াদ পূর্ণ করতে পারেননি। নিত্যান্দ স্বমী, বি এস কোশিয়ারি, বিসি খাত্তুরি, রমেশ পোখরিয়াল, বিজয় বহুগুণা, হরিশ রাওয়াত এবং ত্রিবেন্দ্র সিং রাওয়াতের মধ্যে কেউই পুরো ৫ বছর মুখ্যমন্ত্রী পদে থাকতে পারেননি। গত ৫ বছরে দু বার রাষ্ট্রপতি শাসনও জারি হয়েছিল সেখানে।
  • ভারত ও বাংলাদেশের মধ্যে `মৈত্রী’ সেতুর উদ্বোধন হল। ফেনি নদীর ওপর ১.৫ কিমি দীর্ঘ সেতুটি ত্রিপুরার সাব্রুম অঞ্চলকে যুক্ত করল বাংলাদেশের রামগড়ের সঙ্গে। ফলে চট্টগ্রাম বন্দরের সঙ্গে সংযোগ তৈরি হল। ভিডিও মাধ্যমে এই সেতুর উদ্বোধন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতীয় সড়ক ও পরিকাঠামো উন্নয়ন পর্যদ  ১৩৩ কোটি টাকা ব্যয়ে এই সেতু নির্মাণ করেছে।
  • কৃষক বিক্ষোভ দমনে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে ব্রিটিশ সংসদে। এই ঘটনায় ক্ষুব্ধ ভারত। বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা নয়াদিল্লির ব্রিটিশ দূতকে তলব করে তাঁর হাতে কূটনৈতিক প্রতিবাদপত্র তুলে দিয়েছেন।
Advertisement

বিবিধ
  • করোনার প্রতিষেধক গ্রহণ করলেন দেশের প্রবীণতম ভোটার শ্যামশরণ নেগি। এদিন হিমাচল প্রদেশের কিন্নরে টিকা নিলেন ১০৩ বছরের নেগি। প্রসঙ্গত, ১৯৫১ সাল থেকে দেশের সব নির্বাচনে অংশ নিয়েছেন তিনি।

খেলা 
  • সপ্তম আইএসএলের ফাইনালে উঠল এটিকে মোহনবাগান। এদিন দ্বিতীয় পর্বের সেমি ফাইনালে তারা ২-১ গোলে হারাল নর্থ ইস্ট ইউনাইটেডকে। দুই পর্ব মিলে ৩-২ গোলে এগিয়ে থেকে ফাইনালে গেল মোহনবাগান।
  • মহিলাদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত ৯ উইকেটে পরাস্ত করল দক্ষিণ আফ্রিকাকে। ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হলেন ঝুলন গোস্বামী।
  • বিজয় হাজারে ট্রফিতে সর্বোচ্চ রানের রেকর্ড করলেন মুম্বইয়ের পৃথ্বী শ। ১২৩ বলে ১৮৫ রান করলেন তিনি। তাঁর দল হরিয়ে দিল সৌরাষ্ট্রকে।

৮ মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন AMP

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.04.2024 - 23:10:23
Privacy-Data & cookie usage: