কারেন্ট অ্যাফেয়ার্স ১০ মার্চ ২০২১

945
0
Courtesy: Zee News

আন্তর্জাতিক
  • মায়ানমারের ব্রিটিশ দূত্কে দেশে ফিরে যওয়ার নির্দেশ দিল সেখানকার সেনা সরকার। ওই দূত আং সাং সুকির মুক্তির দাবি জানিয়েছিলেন। এদিকে সেনা সরকারের বিদেশমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে কার্যত সেনা প্রশাসনকেই সমর্থন জানিয়েছে শ্রীলঙ্কা। অন্যদিকে মায়ানমারে সেনা সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন শুরু করেছেন রেল কর্মীরা। তার জেরে রেলকর্মীদের আবাসনেও অভিযান চালিয়ে ধরপাকড় শুরু করেছে সেনা প্রশাসন। এরই মধ্যে পুলিশি হেফাজতে মৃত্যু হল সুকির দলের এক নেতা জাও মিয়াতের।
  • ব্রিটেনে লেবার পার্টির সাংসদ হলি লিঞ্চ ব্রিটিশ পার্লামেন্টে মেগান মর্কেলের অভিযোগ নিয়ে আলোচনার দাবি জানালেন। তিনি ৭২ জন মহিলা সাংসদের সই সংগ্রহ করেছেন। ব্রিটিশ রাজ পরিবারের অভ্যন্তরে বর্ণবিদ্বেষের অভিযোগ এনেছেন হ্যারি ও মেগান। এক্ষেত্রে মেগানের দাবিকে মিথ্যে বলে বিতর্কে জড়ালেন জনপ্রিয় টিভি শো `গুড মর্নিং ব্রিটেন’-এর সঞ্চালক গিয়ের্স মর্গ্যান। পরে তিনি ইস্তফা দিয়েছেন।

 

জাতীয়
  • উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন তিরথ সিং রাওয়াত। তিনি পাওরি লোকসভা আসনের বিজেপি সাংসদ।
  • ফের নারী নিগ্রহের অভিযোগ উঠল উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশের সাজোতিতে এক নাবালিকার ওপর চূড়ান্ত নির্যাতন ও লাঞ্ছনার অভিযোগ জানানো হয়েছিল। অভিযোগের তির ছিল পুলিশের সাব ইনস্পেক্টরের দুই ছেলের দিকে। এই অভিযোগ জানানোর পরদিনই রহস্যজনকভাবে মৃত্য হল নির্যাতিতার বাবার।

 

বিবিধ
  • ইসরোর প্রাক্তন অধিকর্তা উদুপ্পি রামচন্দ্র রাওয়ের ৮৯ তম জন্মদিনে তাঁর ছবি দিয়ে ডুডল সাজিয়ে প্রয়াত বিজ্ঞানীকে সম্মান জানাল গুগল।
  • চলচ্চিত্রে অমিতাভ বচ্চনের অবদানকে স্বীকৃতি জানাতে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম আর্কাইভস তাদের এ বছরের পুরস্কার অমিতাভের নামাঙ্কিত করার সিদ্ধান্ত জানাল।

 

খেলা
  • চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠল বরুশিয়া ডর্টমুন্ড। দুই পর্ব মিলে তারা ৫-৪ গোলে হারাল সেভিয়াকে। জুভেন্তাস–পোর্তোর মধ্যে দুই পর্বের ম্যাচে গোল হল ৪-৪ । কিন্তু অ্যাওয়ে গোলের বিচারে শেষ আটে গেল পোর্তো। ফলে বিদায় নিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল। অন্যদিকে বরুশিয়ার হয়ে জোড়া গোল করলেন আর্লিং হল্যান্ড। চ্যাম্পিয়ন্স লিগে ১৪ ম্যাচে ২০টি গোল করলেন নরওয়ের ২০ বছরের এই তরুণ। এটি একটি রেকর্ড।
  • ২০৪৮ সালে দিল্লিতে অলিম্পিক আয়োজনের দাবি জানানো হবে বলে সিদ্ধান্ত প্রকাশ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।