কারেন্ট অ্যাফেয়ার্স ১১ মার্চ ২০২১

928
0
daily current affairs
Courtesy: ABP News

আন্তর্জাতিক
  • ঠিক এক বছর আগে ১২ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রথমবার করোনা সংক্রমণের ভয়াবহতার বার্তা শুনিয়েছিল। তখন চিনের বাইরে ১১৪টি দেশে ১ লক্ষ ১৮ হাজার জন সংক্রমিত হয়েছিলেন। প্রাণহানির সংখ্যা ছিল ৪,২৯১। এক বছর পর গোটা বিশ্বের প্রায় সব দেশ মিলিয়ে সংক্রমণের সংখ্যা ১ কোটি ৮৯ লক্ষ, প্রাণহানি হয়েছে ২৬ লক্ষ ৩৬ হাজার ১৮৬ জনের। মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে যথাক্রমে ৫ লক্ষ ৪২ হাজার ও ২ লক্ষ ৭০ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে করোনা সংক্রমণে।
  • মায়ানমারের মায়াং প্রদেশে গণতন্ত্রের দাবিতে জনতার প্রতিবাদ মিছিলে সেনবাহিনীর গুলিতে মৃত্যু হল ৯ জনের। প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থান হয় মায়ানমারে।

জাতীয়
  • নাগপুরে ১৭ মার্চ থেকে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে সাড়ে ১৩ হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। শুধু নাগপুর নয়, রাজ্যের অন্যত্রও কয়েক দিনে কেরল, পাঞ্জাব, কর্নাটক, গুজরাট ও তামিলনাড়ুতে সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে ২২,৮৫৪ জন সংক্রমিত হয়েছেন করোনায় যা গত দুমাসে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ। এর ৮৬ শতাংশই উপরের রাজ্যগুলিতে ঘটেছে।
  • লোকসভায় কংগ্রেসের দলনেতা অর্থাৎ বিরোধী দলনেতা পদে অধীর চৌধুরীর পরিবর্তে পাঞ্জাবের লুধিয়ানার সাংসদ নভনীত সিং বিট্টুকে নিযুক্ত করার সিদ্ধান্ত জানাল ভারতের জাতীয় কংগ্রেস। বলা হচ্ছে, পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভার নির্বাচনের কাজে অধীর চৌধুরীকে বেশি সময় দেওয়ার কারণে  এই ব্যবস্থা।
  • নন্দীগ্রামে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার অভিযোগ নিয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট চেয়ে পাঠাল নির্বাচন কমিশন।

বিবিধ
  • ব্রহ্মপুত্র নদের ওপর পৃথিবীর বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প গড়ার প্রস্তাব অনুমোদন করল চিনের পার্লামেন্ট। প্রসঙ্গত, ভারতে জল সঙ্কটের আশঙ্কায় এই প্রকল্পের বিরোধিতা করেছিল ভারত।
  • ইন্দোনেশিয়ার মাউন্ট সিনাবুং আগ্নেয়গিরি জেগে উঠল। ধোঁয়ার মেঘে ঢেকে গিয়েছে প্রায় ১০০০ মিটার পর্যন্ত আকাশের অংশ।

খেলা
  • আফগানিস্তান এতদিনে মোট ৬টি টেস্ট খেলেছে। তারমধ্যে ষষ্ঠ টেস্টে জিম্বাবোয়ের বিরুদ্ধে একগুচ্ছ নজির তৈরি করল তারা। প্রথম ইনিংসে ৪ উইকেটে ৫৪৫ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করল তারা। যা টেস্টে তাদের সর্বোচ্চ রান। এর আগে ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে ৩৪২ ছিল তাদের সর্বোচ্চ রান। এদিন প্রথম আফগান ক্রিকেটার হিসাবে দ্বিশতরান (২০০) করলেন হশমতুল্লা শাহিদি।
  • চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠল প্যারিস সাঁ জা। দুই পর্বের লড়াইয়ে বার্সেলোনাকে ৫-২ ব্যবধানে হারিয়ে দিল তারা। দুই পর্বে নাইপজিসকে ৪-০ ব্যবধানে হারিয়ে শেষ আটে উঠল লিভারপুল। ১৬ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে থাকছেন না লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
  • বিজয় হাজারে ট্রফি সেমিফাইনালে কর্নাটককে হারিয়ে ফইনালে উঠল মুম্বই। ফাইনালে তাদের প্রতিপক্ষ উত্তরপ্রদেশ।