আন্তর্জাতিক
- মায়ানমারে সেনা প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে গিয়ে নিরাপত্তা বহিনীর গুলিতে মৃত্যু হল ৭ জনের। এই নিয়ে অন্তত ৯০ জন বিক্ষোভকারীর মৃত্যু হল মায়ানমারে। তাঁদের প্রায় সকলেরই বয়স ২৫-এর নিচে। এদিনও ইয়াঙ্গনে সন্ধ্যার পর হাজার-হাজার তরুণ-তরুণী হাতে মোমবাতি নিয়ে শান্তিপূর্ণভাবে সেনা শাসনের বিরুদ্ধে ধরনায় বসলেন।
- মার্কিন যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে হত্যায় অভিযুক্ত শ্বেতাঙ্গ পুলিশ অফিসার ডেরেক শভিনের বিরুদ্ধে থার্ড ডিগ্রি খুনের চার্জ গঠন করা হচ্ছে। এ ক্ষেত্রে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ডও হতে পারে। মিনিয়াপোলিস সিটি কাউন্সিল ২.৭ কোটি ডলার (ভারতীয় টাকায় ১৯৬ কোটি টাকা) ক্ষতিপূরণ দিচ্ছে ফ্লয়েডের পরিবারকে।
জাতীয়
- গত ২৪ ঘণ্টায় দেশে ২৪,৮৮২ জন করোনা ভাইরাসে সংক্রমিত হলেন যা ২০২১ সালে দৈনিক সংক্রমণের হিসাবে সর্বোচ্চ। অন্যদিকে ১৯ জানুয়ারির পর ফের দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ লক্ষ অতিক্রম করল। এদিকে কোনো যাত্রী ঠিকমতো মাস্ক না পরলে তাঁকে বিমান থেকে নামিয়ে দেওয়ার জন্য উড়ান সংস্থাগুলিকে নির্দেশ দিল বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। সংক্রমণ রুখতে নৈশ কারফিউ জারির সিদ্ধান্ত নিল পাঞ্জাব সরকার।
বিবিধ
- আসন্ন বিধানসভা নির্বাচনে অসমের গোলাঘাট জেলা প্রশাসন ভোটের ম্যাসকটের উদ্বোধন করল। কাজিরাঙ্গা অভয়ারণ্যে ২২৪ প্রজাতির প্রজাপতি দেখা যায়। সে কথা স্মরণে রেখে মহিলা ভোটারদের ম্যাসকট করা হল `চুটিবাই’ নামক প্রজাপতিকে। অন্যদিকে বিলুপ্তপ্রায় ইস্টার্ন সোয়াম্প ডিয়ারকে (তিখর) করা হল পুরুষ ভোটারদের ম্যাসকট। ইতিমেধ্য পাকিস্তান ও বাংলাদেশে কিঞ্চিত এই হরিণ কাজিরাঙ্গায় দেখতে পাওয়া যায়।
খেলা
- সপ্তম আইএসএল চ্যাম্পিয়ন হল মুম্বই সিটি এফসি। গোয়ার ফতোরদা স্টেডিয়ামে ফাইনালে তারা ২-১ গোলে পরাস্ত করল এটিকে মোহনবাগানকে। প্রথমবার এই ট্রফি জিতল মুম্বই। প্রতিযোগিতায় এই নিয়ে পর-পর তিন বার মোহনবাগানকে পরাস্ত করল মুম্বই সিটি এফসি। ফাইনালে জয়সূচক গোলটি করলেন বিপিন সিং। চ্যাম্পিয়ন ও রানার্স দলের কোচ হলেন যথাক্রমে সের্খিও লোবেরার এবং আন্তেনিও লোপেস হাবাস। হিরো অব দ্য লিগ ও গোল্ডেন গ্লাভস পুরস্কার পেলেন মোহনবাগানেরই যথাক্রমে রয় কৃষ্ণ এবং অরিন্দম ভট্টাচার্য। গোল্ডেট বুট এবং উইনিং পাস পুরস্কার পেলেন এফসি গোয়ার যথাক্রমে ইগর অ্যাঙ্গোলা ও আলবার্তো নোগুয়েরা। শ্রেষ্ঠ উদীয়মান ফুটবলারের পুরস্কার পেলেন নর্থ ইস্ট ইউনাইটেডের আপুইয়া। প্রসঙ্গত, গত চার মাস ধরে গোয়ার তিন-তিনটি দর্শকহীন স্টেডিয়ামে ১১টি দলের আইএসএলে ১১৫টি ম্যাচ খেলা হয়েছে। পুরো বিষয়টি সম্পন্ন করতে পরিশ্রম করেছেন ১৬০০ কর্মী।
- ওয়ার্ল্ড সিরিজ টি২০ প্রতিযোগিতায় ইন্ডিয়া লেজেন্ডস ৫৬ রানে হারাল দক্ষিণ আফ্রিকা লেজেন্ডসকে।
১২ মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন