কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ মার্চ ২০২১

976
0
Batla house

আন্তর্জাতিক
  • করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গোটা দেশে লকডাউন শুরু হল ইতালিতে। গত বছরও ইউরোপে তারাই প্রথম লকডাউন করেছিল। এদিকে পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রোজেনেকার প্রতিষেধক `চ্যাডক্স-১’ প্রয়োগ সাময়িকভাবে বন্ধ রাখল ইউরোপের ১০টি দেশ।
  • মায়ানমারের ইয়াঙ্গন, বাগো, মান্দালয় প্রভৃতি শহরে জনতার বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে অন্তত ৩৯ জনের মৃত্যু হল। একজন পুলিশ কর্মীরও মৃত্যু হয়েছে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে। লাইংতায়া শহরতলিতে বেশ কয়েকটা চিনা কারখানাতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। সেই ঘটনায় উদ্বেগ জানিয়ে সেনা প্রশাসনকে কড়া হাতে ব্যবস্থা নিতে বলল বেজিং প্রশাসন। প্রসঙ্গত, অধিকাংশ দেশ মায়ানমারে সেনা অভ্যুত্থানের বিরোধিতা করলেও চিন প্রথম থেকেই সেখানকার সেনা সরকারকে সমর্থন জানিয়ে এসেছে।

 

জাতীয়
  • বাটলা এনকাউন্টার মামলার রায় ঘোষণা করল নয়াদিল্লির একটি আদালত। ২০০৮ সালে বাটলা হাউস এনকাউন্টারে দিল্লি পুলিশের সে সময়ের ইনস্পেক্টর মোহন চাঁদ শর্মাকে খুনের অভিযোগে ইন্ডিয়ান মুজাহিদির জঙ্গি আরিজ খান ওরফে জুনেইদকে মৃত্যুদণ্ড দেওয়া হল।
  • নিরাপত্তারক্ষীদের সঙ্গে টানা তিনদিন গুলির লড়াইয়ের পর কাশ্মীরের সোপিয়ানে পাকিস্তানের জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদের স্বঘোষিত কম্যান্ডার সাজাদ আফগানি নিহত।

 

বিবিধ
  • গত ফেব্রুয়ারি মাসে দেশে পাইকারি মূল্যবৃদ্ধির হার ছিল ৪.১৭ শতাংশ।। এই হার গত ২৭ মাসে সর্বোচ্চ। এর মধ্যে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি ছিল ১.৩৬ শতাংশ। মূলত পেট্রোপণ্যের চড়া মূল্যবৃদ্ধির প্রভাবেই খুচরো ও পাইকারি মূল্যবৃদ্ধি হচ্ছে।
  • গত ফেব্রুয়ারিতে দেশে রপ্তানি ০.৬৭ শতাংশ ও আমদানি ৬.৯৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানানো হল। বাণিজ্য ঘাটতি হয়েছে ১২৬১ কোটি টাকা। গত এপ্রিল থেকে ফেব্রুয়ারিতে অর্থাৎ করোনা পর্বে মোট রপ্তানি ১২.২৩ শতাংশ হ্রাস পেয়েছে।

 

খেলা
  • সেরি আ-এর ম্যাচে জুভেন্তাস ৩-১ গোলে পরাস্ত করল ক্যালিয়ারিকে। এই ম্যাচে হ্যাটট্রিক করলেন ক্রিশ্চিয়ানো রোনান্ডো। এর ফলে তাঁর মোট গোল সংখ্যা হল ৭৭০। এদিনই তিনি সরকারিভাবে অতিক্রম করে গেলেন পেলেকে। পেলের গোলসংখ্যা ৭৬৭। এদিন পেলেও অভিনন্দন জানিয়েছেন রোনাল্ডোডোকে।
  • প্রফেশনাল গলফ ট্যুর অব ইন্ডিয়ার বোর্ড সদস্য মনোনীত হলেন কপিল দেব।
  • ভারত একবার মাত্র বিশ্বকাপ হকি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল। সেটা ছিল ১৯৭৫ সালের ১৫ মার্চ। ৪৬তম বার্ষিকীতে সেই ঘটনাকে স্মরণ করলেন ধ্যানচাঁদের পুত্র অশোককুমার। ফাইনালে গোল করেছিলেন তিনি । অজিত পাল সিংয়ের নেতৃত্বে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২-১ গোলে ফাইনালে হারিয়েছিল।

 

১৪ মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন