কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ মার্চ ২০২১

677
0
Sports
Courtesy: DNA India

আন্তর্জাতিক
  • মায়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হল ২০ জনের। সেনা অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর গুলিতে মোট ১৩৮ জনের মৃত্যু হয়েছে বলে রাষ্ট্র সংঘ জানিয়েছে। এদিনের প্রাণহানি যে কেবল বিক্ষোভকারীদের হয়েছে তাইই নয় ইয়াঙ্গনে বাড়ির ভিতরে থাকা দুই মহিলারও মৃত্যু হয়েছে। এদিকে মায়ানমার থেকে অন্তত ৩৮৩ জন ভারতে অনুপ্রবেশ করেছেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে ৯৮ শতাংশই পুলিশ বা দমকলবাহিনীর সদস্য বলে দাবি করেছেন।
  • বাংলাদেশের প্রবীণ আইনজীবী পুওদুদ আহমেদ (৮১) প্রয়াত হলেন। তিনি বিএনপি-র অন্যতম প্রতিষ্ঠাতা। জিয়ায়ুর রহমানের আমলে তিনি বাংলাদেশের উপপ্রধানমন্ত্রী, এরশাদের আমলে উপরাষ্ট্রপতি এবং খালেদা জিয়ার আমলে সেখানকার বিদেশমন্ত্রী ছিলেন।

 

জাতীয়
  • পুলিশ অফিসার শচীন ওয়াজেকে সাসপেন্ড করল মহারাষ্ট্র সরকার। মুকেশ অম্বানির বাড়ির কাছে বিস্ফোরক ভর্তি গাড়ি রাখার ঘটনায় তিনি অভিযুক্ত। এর আগে ২০০৪ সালে বিস্ফোরণে অভিযুক্ত খাজা ইউনুসের পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনাতেও তাঁকে সাসপেন্ড করা হয়েছিল।
  • নাবালিকা, নির্যাতিতা ও বিশেষভাবে সক্ষম মহিলাদের জন্য বিশেষ ক্ষেত্রে ২৪ সপ্তাহের অন্তঃসত্ত্বার গর্ভপাত সংক্রান্ত বিল পাশ হল রাজ্যসভায়।

 

বিবিধ
  • এখন থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস , কোম্পানি সেক্রেটারি এবং কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্টট্যান্টস উর্ত্তীর্ণ প্রার্থীরা স্নাতকোত্তর ডিগ্রিধারীদের সমতুল হিসাবে বিবেচিত হবেন। এই সিদ্ধান্ত জানাল ইউজিসি।
  • বেসরকারিকরণ উদ্যোগের প্রতিবাদে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির কর্মচারীদের ডাকা ধর্মঘটে পর-পর দ্বিতীয় দিন বন্ধ থাকল ব্যাঙ্কের কাজকর্ম। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন `সব ব্যাঙ্কের বেসরকারিকরণ হচ্ছে না। যেখানে হবে সেখানে কর্মচারীদের স্বার্থ সুরক্ষিত থাকবে।’
খেলা
  • লা লিগায় উয়েস্কাকে ৪-১ গোলে পরাস্ত করল বার্সেলোনা। জোড়া গোল করলেন লিওনেল মেসি। এদিন তিনি বার্সেলোনার হয়ে সর্বোচ্চ সংখ্যক ম্যাচ (৭৬৭) খেলার রেকর্ড স্পর্শ করলেন। বার্সেলোনার হয়ে ৬৬২টি গোল করেছেন মেসি। সেই ২০০৮-০৯ থেকে টানা ১৩টি মরসুমে লা লিগার প্রতি মরসুমে ২০ বা তার বেশি গোলের রেকর্ডও করে ফেললেন তিনি।
  • আমেদাবাদে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে ভারতের বিরুদ্ধে ৮ উইকেটে জয়ী হল ইংল্যান্ড। জস বাটলার অপরাজিত ৮৩ রান করে ম্যান অব দ্য ম্যাচ হলেন।

 

১৫ মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন