কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ অগস্ট ২০২৪

112
0
Current Affairs 15th August

আন্তর্জাতিক
  • মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে তদন্ত করার জন্য রাষ্ট্রসঙ্ঘের একটি প্রতিনিধিদল বাংলাদেশে যাচ্ছে। ১৯৭১ সালের পর এই প্রথমবার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে রাষ্ট্রসঙ্ঘের প্রতিনিধিদল সে দেশে যাচ্ছে। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান মহাম্মদ ইউনুস এই খবর জানিয়েছেন।
  • গাজা ভূখণ্ডে ইজরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৪০ হাজার অতিক্রম করে গেছে। এই তথ্য জানালো গাজার স্বাস্থ্য মন্ত্রক। তাদের দাবি, এই গাজা ভূখণ্ডে ২৩ লক্ষ মানুষের বাস। এই কয়েক মাসে ইজরায়েল সেনার লাগাতার হামলায় রাজার ১.৭ শতাংশ মানুষ নিহত হয়েছেন।
 জাতীয়
  • ৭৮তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই নিয়ে পরপর ১১ বার তিনি লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের প্রভাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। প্রসঙ্গত, দেশের প্রধানমন্ত্রীদের মধ্যে একমাত্র জওহরলাল নেহরু এবং ইন্দিরা গান্ধিই লালকেল্লা থেকে এত বেশি বার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। এক্ষেত্রে সবচেয়ে বেশি, ১৭ বার ভাষণ দিয়েছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। এদিন প্রধানমন্ত্রীর ভাষণে আর জি কর মেডিকেল কলেজে এক চিকিৎসাবিদ্যা ছাত্রীর ভয়ংকর নির্যাতনের কথা সরাসরি উল্লেখ না থাকলেও নারীদের প্রতি নিপীড়ন বন্ধ এবং দোষীদের দ্রুত শাস্তি দেওয়ার কথাটি বলা হয়েছে। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নিপীড়নে দেশের ১৪০ কোটি মানুষ উদ্বিগ্ন বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।
  • আসমে স্বাধীনতা দিবসের দিনই বড়োসড় নাশকতার প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেল। এ দিন অন্তত ২৫ টি জায়গায় বিস্ফোরণের ছক ছিল আলফা স্বাধীন নামক একটি জঙ্গিগোষ্ঠীর। যথাসময়ে সেগুলি বিস্ফোরিত না হওয়ায় আলফা স্বাধীনের পক্ষ থেকেই সেগুলির অবস্থান জানিয়ে তা সরিয়ে নেওয়ার বার্তা দেওয়া হয়। তবে পুলিশের বিশেষজ্ঞদের দাবি, এই বিস্ফোরক গুলিতে আদৌ কোন বিস্ফোরণ ঘটানোর ব্যবস্থা ছিল না। এদিকে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা আলফা স্বাধীনের প্রধান পরেশ বড়ুয়াকে পুনরায় হিংসার পথ ছেড়ে আলোচনার টেবিলে আসার প্রস্তাব দিয়েছেন।
খেলা
  • ভারতের জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হলেন মর্নি মর্কেল। আসন্ন বাংলাদেশ সিরিজে তিনি দায়িত্ব নেবেন। তিনি পরশ মাম্বরের স্থলাভিষিক্ত হবেন। দক্ষিণ আফ্রিকার ৩৯ বছর বয়সি প্রাক্তন পেসারকে প্রধান কোচ গৌতম গম্ভীরের সুপারিশ অনুযায়ী মর্কেলকে বোলিং কোচের দায়িত্ব দিল বিসিসিআই।
  • কর্ণাটককে হারিয়ে মেয়েদের অনূর্ধ্ব ১৭ জাতীয় ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল রাজস্থান।
বিবিধ
  • ভারতের ৭৮তম স্বাধীনতা দিবসে রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে লেখা, ভারতের জাতীয় সংগীত ‘জনগণমন অধিনায়ক জয় হে’ গানটির পান্ডুলিপির ছবি সমাজ মাধ্যমে পোস্ট করে শ্রদ্ধা প্রকাশ করল নোবেল পুরস্কার কমিটি।