কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ ডিসেম্বর ২০২৩

274
0
Current Affairs 15th December

আন্তর্জাতিক
  • ইরানে জঙ্গি হানায় নিহত হলেন ১১ জন। দক্ষিণ-পশ্চিম ইরানের সিস্থান বালুচিস্তান অঞ্চলের রাস্ক শহরে গভীর রাতে একটি থানায় আক্রমণ করে একদল সশস্ত্র আততায়ী। এই ঘটনার দায় স্বীকার করেছে কট্টর ইসলামপন্থী সংগঠন জইস আল অদল।
  • ভারতের সঙ্গে মলদ্বীপের যে দ্বিপাক্ষিক জলচুক্তি ছিল তা আর নবীকরণ করবে না সেখানকার নতুন সরকার ২০২৪ সালের ৭ জানুয়ারি পূর্ববর্তী চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এই চুক্তি অনুযায়ী মলদ্বীপের চারপাশে ভারতীয় নৌবাহিনী জল জরিপ করতো। মালদ্বীপ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, অন্য দেশের সঙ্গে এই চুক্তি করলে তা মালদ্বীপের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার জন্য বিপজ্জনক হতে পারে। প্রসঙ্গত মহম্মদ মইজ্জু মলদ্বীপের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে। তিনি নির্বাচনী ঘোষণায় বলেছিলেন যে, তিনি ক্ষমতাসীন হলে ভারতের সঙ্গে করা সব চুক্তিরই পর্যালোচনা করা হবে
  • ৩৩ টি দেশের জন্য ভিসার যাবতীয় শর্ত প্রত্যাহার করে নিল ইরান। মূলত পর্যটনের প্রসারের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হলো। এই ৩৩ টি দেশের মধ্যে ভারতও রয়েছে।
 জাতীয়
  • ওড়িশার বালেশ্বরে বাহানাগা বাজার রেলস্টেশনে গত জুন মাসে রেল দুর্ঘটনায় মৃতদের পরিবার ও আহতদের জন্য মোট ৫১ কোটি ৩৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বলে সংসদে জানালেন রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ওই দুর্ঘটনায় ২৯৬ জন নিহত হয়েছেন এবং ১২০০ জন আহত হয়েছেন।
  • দেশের বিভিন্ন আদালতগুলিতে মোট ৫ কোটি ৮ লক্ষ ৮৫ হাজার ৮৫৬ টি মামলা জমে রয়েছে। দেশের ২৫ টি হাইকোর্টে জমে রয়েছে ৬১ লক্ষ মামলা। দেশের সুপ্রিম কোর্টে  জমে রয়েছে আশি হাজার মামলা। জেলা ও নিম্ন আদালতে জমে রয়েছে ৪ কোটি ৪৬ লক্ষ মামলা। সংসদে এই তথ্য জানালেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল।
  • ভারত সফরে এলেন ওমানের সুলতান হাইতাম বিন তারিক। এই প্রথম তিনি ভারত সফরে এলেন।
  • ২০২২ সালে দেশে মোট এক লক্ষ ৭০ হাজার ৮৯৬ জন আত্মহত্যা করেছেন। তাঁদের মধ্যে ১ লক্ষ ২২ হাজার ৭২৪ জন পুরুষ এবং ৪৮ হাজার ১৭২ জন মহিলা। সব থেকে বেশি মানুষ আত্মহত্যা করেছেন মহারাষ্ট্রে। ২২ হাজার ৭৪৬ জন। এরপরে রয়েছে তামিলনাড়ু (১৯৮৩৪), মধ্যপ্রদেশ (১৫৩৮৬), কর্ণাটক (১৩৬০৬)। এই তালিকায় পশ্চিমবঙ্গ রয়েছে পঞ্চম স্থানে। ২০২২ সালে পশ্চিমবঙ্গে ১২৬৬৯ জন আত্মহত্যা করেছেন। এই সংখ্যা ২০২১ সালের থেকে ৮৮১ কম। জাতীয় ক্রাইম রেকর্ড ব্যুরো প্রকাশিত রিপোর্ট থেকে এই তথ্য জানা গেছে।
খেলা
  • মহিলাদের টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত প্রথম ইনিংসে ৭ উইকেটে ৪১০ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করেছিল। এরপর ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে ইংল্যান্ড ১৩৬ রানে আউট হয়ে গেল। জবাবে ভারত দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট হারিয়ে ১৮৬ রান তুলল।
  • পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক টেস্টে ছয় উইকেট নিলেন পাকিস্তানের আমির জামাল। তিনি পাকিস্তানের চতুর্দশ ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টে ৫ উইকেট বা আর বেশি উইকেট নিলেন। এই টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হলো ৪৮৭ রানে।
  • আইএসএল প্রতিযোগিতায় মোহনবাগান ৩১ গোলে হারিয়ে দিল নর্থ ইস্ট ইউনাইটেডকে।
  • মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কিন্তু ভবিষ্যতে তাঁর ৭ নম্বর জার্সি অন্য কোন ক্রিকেটারকে দেয়া হবে না। ধোনির প্রতি শ্রদ্ধা জানিয়ে তা সংরক্ষিত রাখা হচ্ছে। এই সিদ্ধান্ত জানালো ভারতীয় ক্রিকেট বোর্ড। এর আগে শচীন তেন্ডুলকরকে সম্মান জানিয়ে তাঁর ১০ নম্বর জার্সি সংরক্ষিত রাখা হয়েছে। প্রসঙ্গত, ধোনির নেতৃত্বে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ, একদিনের বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন ট্রফি জিতেছিল। ভারতের অন্য কোন অধিনায়কের এই সাফল্য নেই।
বিবিধ
  • প্রয়াত হলেন সংগীত শিল্পী অনুপ ঘোষাল। ৭৭ বছর বয়স হয়েছিল তাঁর । তিনি ফুসফুসের অসুখে ভুগছিলেন। ‘হীরক রাজার দেশে’, ‘মাসুম’, ‘সাগিনা মাহাতো’ এবং আরো বেশ কিছু চলচ্চিত্রের সংগীত শিল্পী তিনি। ‘গুপী গাইন বাঘা বাইন ‘ ছবিতে গান গেয়ে তিনি সর্বপ্রথম সাধারণ মানুষের নজরে আসেন। তিনি সংগীতে জাতীয় পুরস্কার এবং পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত সংগীত মহাসম্মান পেয়েছিলেন।
  • প্রতিবছরই বিশ্বের শ্রেষ্ঠ ১০ জন বিজ্ঞানীর নাম প্রকাশ করে নেচার পত্রিকা। ২০২৩ সালে তাদের তালিকায় চলে এলেন ভারতীয় বিজ্ঞানী কল্পনা কলাহস্তি। তিনি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার ‘চন্দ্রযান ৩’ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন।
  • পরপর তিনদিন বৃদ্ধি পেল শেয়ার বাজার। তিন দিনে বৃদ্ধি পেল ১৬৫৮.১৫ অঙ্ক । এই তিন দিনে বিনিয়োগকারীদের শেয়ার সম্পদ বেড়েছে ৮.১১ লক্ষ কোটি টাকা। এদিন শেয়ার সূচক সেনসেক্স ওঠে ৭১৪৮৩.৭৫ অঙ্কে , নিফটি উঠেছে ২১৪৫৬.৬৫ অঙ্কে । এই দুইই নতুন রেকর্ড।