কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ ফেব্রুয়ারি ২০২৪

schedule
2024-02-16 | 05:15h
update
2024-02-16 | 07:15h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • লেবাননে আকাশ পথে হামলা চালালো ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী। দক্ষিণ লেবাননের এই হামলায় ন’জনের মৃত্যু হয়েছে তার মধ্যে সাতজন অসামরিক ব্যক্তি। অন্যদিকে গাজা ভূখণ্ডেও তাদের হামলা অব্যাহত রয়েছে। এদিন খান ইউনিস নাসের হাসপাতালে হামলা চালায় ইজরায়েলের পদাতিক সেনা।
  • পাকিস্তানে সব মিলিয়ে ছ’টি দল মিলে জোট সরকার গঠন করতে চলেছে। এই নতুন সরকারের প্রধানমন্ত্রী হবেন পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) দলের নেতা শাহবাজ শরিফ এবং দেশের পরবর্তী রাষ্ট্রপতি হবেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান আসিফ আলি জারদারি। এর ফলে সবথেকে বড় দল হলেও সরকার গড়া সম্ভব হচ্ছে না ইমরান খান নেতৃত্বাধীন পিটিআইয়ের। তারা ওমর আয়ুবকে প্রধানমন্ত্রী পদের দাবিদার বলে একটি ঘোষণা করেছে, অন্যদিকে জোট সরকার গঠন করবে না বলেও জানিয়েছে।
জাতীয়
  • কেন্দ্রীয় সরকার যে নির্বাচনী বন্ড চালু করেছিল তা অসংবিধানিক। এই রায় দিল প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের ৫ জন বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। ২০১৯ সালের ১২ই এপ্রিল সর্বোচ্চ আদালতের অন্তর্বর্তী নির্দেশের পর কোন কর্পোরেট সংস্থা নির্বাচনী বন্ডে কোন রাজনৈতিক দলকে কত টাকা চাঁদা দিয়েছে আগামী ৬ই মার্চের মধ্যে তাও জানাতে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। প্রসঙ্গত, ২০১৭-১৮ সালে নির্বাচনী বন্ড চালু করেছিল কেন্দ্রীয় সরকার। স্টেট ব্যাংকের মাধ্যমে তা দফায় দফায় বিক্রি করা হতো। এভাবে বিভিন্ন দলের একাউন্টে বেসরকারি সংস্থাগুলি কোটি কোটি টাকা চাঁদা দিয়েছে। এক্ষেত্রে বেসরকারি কর্পোরেট সংস্থা নির্বাচনে প্রভাব খাটানোর সুযোগ পেয়েছে বলে মনে করেছেন বিচারপতিরা। এই ব্যবস্থা নির্বাচনী বিধি ১৯/১ (ক)লংঘন করেছে বলে জানানো হয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে অবিলম্বে নির্বাচন নির্বাচনী বন্ড বিক্রি বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এখনও কোন বন্ড ভাঙানো না হলে তা ফেরত পাঠাতে বলা হয়েছে। এই সাংবিধানিক বেঞ্চে ছিলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বি আর গাভাই, বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র।
  • সংযুক্ত আরব আমিরশাহী থেকে সংক্ষিপ্ত সফরে কাতার গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । সেখানে কাতারের আমির শেখ মহম্মদ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠক হয় তাঁর ।প্রধানমন্ত্রী হিসেবে ২০১৬ সালের পর এটি দ্বিতীয়বার তাঁর কাতার সফর। এদিন কাতারের সঙ্গে বাণিজ্য, জ্বালানি, অর্থ, মহাকাশ, প্রযুক্তি, প্রভৃতি বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। সম্প্রতি মৃত্যুদণ্ড দণ্ডপ্রাপ্ত আট জন প্রাক্তন ভারতীয় নৌসেনার মুক্তির জন্য কাতারের আমিরকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।
  • জাতীয় নির্বাচন কমিশনারের পদ থেকে অবসর গ্রহণ করলেন অনুপ চন্দ্র পান্ডে।
Advertisement

খেলা
  • সৌদি প্রো ফুটবল লিগে আল নাসের দলের হয়ে আল হিয়া দলের বিরুদ্ধে একটি গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এর সঙ্গেই ক্লাব ফুটবলে নিজের ১০০০তম গোলটি করে ফেললেন তিনি। শুধু তাই নয়, ২০০২ থেকে প্রতিবছরেই গোল করার ধারা অব্যাহত রাখলেন।
  • রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে প্রথম দিনের শেষে ভারত প্রথম ইনিংসে ৫ উইকেট খুইয়ে ৩২৬ রান করল। ভারতের হয়ে শতরান করলেন অধিনায়ক রোহিত শর্মা। এটি তাঁর একাদশ টেস্ট শতরান । তিনি ১৩১ রান করেছেন। রবীন্দ্র জাদেজাও শতরান করেছেন। তিনি অপরাজিত আছেন ১১০ রানে। এদিন ছিল সরফরাজ খানের অভিষেক টেস্ট। তিনি জীবনের প্রথম টেস্টে প্রথম ইনিংসে ৬৬ বলে ৬২ রান করলেন।
বিবিধ
  • রাশিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে গবেষণার পর ক্যান্সারের প্রতিষেধক টিকা প্রায় বানিয়ে ফেলেছেন। এই ঘোষণা করলেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন।তবে এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি তিনি। প্রসঙ্গত, বিশ্বের বহু গবেষণাগারেই ক্যান্সারের টিকা বানানোর চেষ্টা চলছে দীর্ঘদিন ধরেই।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.05.2024 - 13:36:53
Privacy-Data & cookie usage: