কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ জুলাই ২০২৩

303
0
Current Affairs 15th July

আন্তর্জাতিক
  • মার্কিন যুক্তরাষ্ট্রের এলিজাবেথ আন্ডারসন সিয়েরা একটি নতুন রেকর্ড করলেন। দুই সন্তানের মা এলিজাবেথ ২০১৫ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৮ সালের জুন মাস পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের মিল্ক ব্যাংকে ১৬০০ লিটার বুকের দুধ দান করেছেন। এর ফলে বহু অপুষ্ট শিশু প্রাণ ফিরে পেয়েছে। প্রলাকটিন নামে একটি হরমোন অতিরিক্ত ক্ষরণ হয় এলিজাবেথের। তাই প্রয়োজনের তুলনায় অনেক বেশি দুধ তৈরি হয় তাঁর। সেই সম্পদকে তিনি মানব কল্যাণে ব্যবহার করেছেন।
জাতীয়
  • ফ্রান্স থেকে আরব সফরে পৌছলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন আবু ধাবি বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান সংযুক্ত আরব আমিরশাহীর যুবরাজ। আবুধাবির প্রেসিডেন্ট প্যালেসে সংবর্ধনা জানানো হয় ভারতের প্রধানমন্ত্রীকে। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ান-এর। দু’দেশের বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হল এই বৈঠকে।
  • পৃথিবীর কক্ষপথে প্রবেশ করলো চন্দ্রযান ৩। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ( ইসরো) প্রেরিত এই যান ২৩ অথবা ২৪ আগস্ট নাগাদ চাঁদের কাছে পৌঁছবে, পৃথিবীর চারিদিকে মোট পাঁচবার আবর্তন করে সেটি চাঁদের দিকে পাড়ি দেবে। এই সময়ে পৃথিবীর থেকে তার সর্বনিম্ন দূরত্ব হবে ১৭৩ কিলোমিটার ও সর্বোচ্চ দূরত্ব হবে ৪১৭৬২ কিলোমিটার।
  • একটি গণতান্ত্রিক দেশে নির্বাচন বন্ধ করে দিতে পারেনা আদালত। এক্ষেত্রে সংবিধানের ৩২৯ নম্বর ধারা অনুযায়ী আদালতের কিছুই করার নেই। তারা বড়জোর নির্বাচনী প্রক্রিয়া আইন সম্মত হয়েছে কিনা তা দেখতে পারে। নির্বাচন সংক্রান্ত একটি মামলায় এই মন্তব্য করল সুপ্রিম কোর্ট।
  • বাঙালি পর্বতারোহী দেবাশীষ বিশ্বাস আগেই এভারেস্ট শৃঙ্গ জয় করেছিলেন। এদিন তিনি আরও পাঁচ জনের সঙ্গে মধ্য এশিয়ার অন্যতম উচ্চ শৃঙ্গ মাউন্ট লেলিন (৭১৩৪ মিটার) জয় করলেন। প্রথম ভারতীয় হিসাবে এই শৃঙ্গে আরোহণ করলেন তিনি।
খেলা
  • উইম্বলডানে মেয়েদের সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হলেন চেক প্রজাতন্ত্রের ২৪ বছর বয়সী মার্কেতা ভন্দ্রোশোভা। তিনি ফাইনালে হারিয়ে দিলেন গতবারের রানার্স তিউনিসিয়ার ওনস জাবেরকে । টেনিসের ওপেন যুগে এই প্রথম কোনো অবাছাই মহিলা প্রার্থী উইম্বলডানে চাম্পিয়ন হলেন। অন্যদিকে জাবের পরপর দুয়ার এই প্রতিযোগিতায় রানার আপ হলেন।
  • ইউ এস ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠলেন ভারতের লক্ষ্য সেন। তিনি কোয়ার্টার ফাইনালে হারালেন ভারতেরই এস শংকর মুথুস্বামীকে। অন্যদিকে মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পরাজিত হলেন ভারতের পি ভি সিন্ধু।
  • ডমিনিক টেস্টে ইনিংস ও ১৪১ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিল ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে মুখ থুবড়ে পড়ার পর পুনরায় ভারত ফিরলো জয়ের সরণিতে। এই টেস্টে দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট পেলেন রবিচন্দ্রন অশ্বিন। এই নিয়ে টেস্টে দুই ইনিংস মিলিয়ে মোট আটবার তিনি ১০ উইকেট বা তার বেশি পেলেন। এদিন তার ৭ উইকেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কোন ভারতীয়ের সেরা বোলিং। এই টেস্টে ম্যান অফ দ্যা ম্যাচ হলেন যশস্বী জয়সওয়াল।
বিবিধ
  • কোভিডের সময় ২০২১-২২ অর্থবর্ষে দেশে ডাকঘরে স্বল্প সঞ্চয় প্রকল্পে টাকা জমানোর ক্ষেত্রে সবথেকে বেশি টাকা জমা পড়েছে পশ্চিমবঙ্গ থেকে। এর পরিমাণ ১ লক্ষ ৫৩ হাজার ৫০০ কোটি টাকা। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে মহারাষ্ট্র এবং উত্তর প্রদেশ।
  • বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি আনুষ্ঠানিকভাবে শুরু করল আদানি গোষ্ঠী। ঝাড়খণ্ডের গোড্ডায় তাদের তাপবিদ্যুৎ কেন্দ্রে ৮০০ মেগা ওয়াটের দুটি ইউনিট পূর্ণ ক্ষমতায় উৎপাদন শুরু করেছে। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের সঙ্গে ২৫ বছরের চুক্তি অনুযায়ী এই বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুতের পুরোটাই সেদেশে রপ্তানি করছে আদানিরা।