আন্তর্জাতিক
- ব্রিটেনে বার্মিংহামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল অবতার সিং কান্ডার ওরফে রঞ্জত সিংয়ের তিনি রক্তের ক্যান্সারে ভুগছিলেন। ভারত বিরোধী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী খালিস্থান লিবারেশন কোর্সের স্বঘোষিত প্রধান ছিলেন তিনি লন্ডনে গত মার্চ এপ্রিল মাসে ভারতীয় দূতাবাসে হামলার প্রধান ওটা ছিলেন তিনি।
- লেবাননে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া পুনরায় বাতিল হয়ে গেল। এই নিয়ে লেবানন আইনসভায় বারো বার এই প্রক্রিয়া বাতিল হল। দীর্ঘদিন ধরে রাষ্ট্রপতিহীন দেশ হয়ে রয়েছে লেবানন।
- গ্রিসে পেলোপনিসের কাছে সমুদ্রে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে হল ৭৯ জন। লিবিয়া থেকে অবৈধভাবে ৭৫০ এর বেশি যাত্রী নিয়ে ইতালি যাওয়ার পথে নৌকাটি ডুবে যায়।
জাতীয়
- গুজরাটের কচ্ছ জেলার যাখাউ বন্দরের কাছে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। সমুদ্র থেকে স্থলভূমি স্পর্শ করার সময় এই ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় ১২৫ কিলোমিটার। ক্ষয়ক্ষতির আশঙ্কায় কচ্ছ ও সৌরাষ্ট্রে লাল সর্তকতা জারি করা হয়েছিল। উপকূলবর্তী এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল প্রায় এক লক্ষ মানুষকে। পরে এই ঝড় পাকিস্তানের করাচি অভিমুখে চলে যায়।
- এন সি ই আর টি -এর পাঠ্য বইগুলি থেকে বিভিন্ন অধ্যায় বাদ দেওয়া নিয়ে এর আগে বিতর্ক হয়েছে। এবার ৩৩ জন শিক্ষাবিদ এনসিইআরটি’কে চিঠি দিয়ে পাঠ্যবই কমিটি থেকে নিজেদের নাম বাদ দেওয়ার দাবি জানালেন। তাঁদের মধ্যে রয়েছেন জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ক্রান্তিপ্রসাদ বাজপেয়ি, নিবেদিতা মেনন, দ্বৈপায়ন ভট্টাচার্য, অশোকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রতাপ ভানু মেহতা প্রমুখ।
খেলা
- চিনের বেজিংয়ে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে পরাজিত করল আর্জেন্টিনা । গোলদুটি করলেন লিওনেল মেসি, জার্মন পেজেল্লা। খেলা শুরুর ৭৯ সেকেন্ডের মাথায় প্রথম গোলটি করলেন লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবলে এটি তাঁর দ্রুততম গোল।
- ইন্দোনেশিয়া ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরুষদের সিঙ্গেলসে প্রি কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হলেন ভারতের দুই প্রতিযোগী কিদাম্বি শ্রীকান্ত এবং লক্ষ্য সেন। এই লড়াইয়ে শ্রীকান্ত জয় লাভ করলেন। তিনবারের সাক্ষাতেই তিনি হারিয়েছেন লক্ষ্যকে। মহিলাদের সিঙ্গেলসে প্রি কোয়ার্টার ফাইনালে চিনা তাইপের তাই জু ইংয়ের কাছে হেরে গেলেন ভারতের পি ভি সিন্ধু।
- রিয়াল মাদ্রিদে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন যুড বোরিংহ্যাম। তিনি খেলবেন পাঁচ নম্বর জার্সি পরে। প্রসঙ্গত, রিয়ালে পাঁচ নম্বর জার্সি পরে ১৫৫ টি ম্যাচ খেলে ৩৭ টি গোল করেছিলেন জিনেদিন জিদান।
- অবশেষে জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি তথা সংসদ ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করল দিল্লি পুলিশ। ব্রিজভূষণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন দেশের নামি কুস্তিগীররা। ১০০০ পাতার চার্জশিটে তিনটি ধারায় (৩৫৪, ৩৫৪ এ, ৩৪৫ নম্বর ধারায়) চার্জ গঠন করা হয়েছে। কিন্তু একজন নাবালিকাকে নিগ্রহের যে অভিযোগ উঠেছিল নির্দিষ্ট তথ্য না মেলার কারণ দেখিয়ে সেই অভিযোগ থেকে পকসো ধারায় ধারা বাতিল করা হয়েছে এই চার্জশিটে।
বিবিধ
- চিকিৎসাবিদ্যা পাঠক্রমে দেশজুড়ে যে প্রবেশিকা পরীক্ষা নিট নেওয়া হয় তাতে ইংরেজি ও হিন্দি বাদে আঞ্চলিক ভাষার ব্যবহার ক্রমশ বাড়ছে। ২০২৩ সালে নিটে ইংরেজি ও হিন্দি বাদে সব থেকে বেশি ৫৩ হাজার ২৭ জন পরীক্ষা দিয়েছেন গুজরাটি ভাষায়। এর পরেই বাংলার স্থান। এ বছর বাংলায় নিট দিয়েছেন ৪৩ হাজার ৮৯০ জন। তৃতীয় স্থানে রয়েছে তামিল, ৩০ হাজার ৫৩৬ জন। এই তথ্য জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ২০২৩ সালে পশ্চিমবঙ্গ থেকে ১ লক্ষ ২ হাজার ৫৫৭ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন নিট – এ।
১৪ জুনের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন