কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ জুন ২০২৪

181
0

আন্তর্জাতিক
  • মার্কিন যুক্তরাষ্ট্রে এক ঐতিহাসিক রায়ে বন্দুক ব্যবহারের অধিকারই স্বীকৃতি পেল। অন্যদিকে শিশুদের নিরাপত্তার প্রশ্নটি অবহেলিত হলো বলে কিছু মানুষের অভিযোগ। ২০১৭ সালের অক্টোবর মাসে লাস ভেগাসে  একটি মিউজিক কনসার্টে একজন আততায়ী নির্বিচার গুলি চালিয়ে ৫৮ জনকে নিহত করেছিল। যখজখম  হয়েছিলেন ৫ শতাধিক ব্যক্তি। একটি সাধারন রাই ফেলে বাম স্টক ব্যবহার করে সেকেন্ডে নটি করে বুলেট ছোঁড়া হয়েছিল। ২০১৯ সালে তখনকার মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন এই বাম স্টককে নিষিদ্ধ বলে ঘোষণা করেন। তার বিরোধিতা করে মামলা করেছিল বন্দুক বিক্রেতাদের সংগঠন। এদিন মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ওই নিষেধাজ্ঞাকে অসংবিধানিক বলে রায় দিল। এই রায়কে স্বাগত জানিয়েছে মার্কিন ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন।
  • সম্প্রতি আমেদাবাদ বিমানবন্দরে শ্রীলংকার চারজন নাগরিককে গ্রেফতার করেছিল গুজরাট পুলিশের সন্ত্রাস দমন শাখা। ধৃত চারজন আইএস জঙ্গিদের সঙ্গে যুক্ত বলে অভিযোগ করা হয়েছিল। এদিন শ্রীলংকার বিদেশ মন্ত্রী আলি সাবরি দাবি করলেন, ওই চারজনের সঙ্গে জঙ্গি সংযোগের কোন প্রমাণ নেই। তবে ঐ চারজনের সঙ্গে যে নিষিদ্ধ মাদক ব্যবসায়ীদের ঘনিষ্ঠ যোগ থাকতে পারে তা মেনে নিয়েছেন মন্ত্রী।
জাতীয়
  • ছত্তিশগড়ের নারায়নপুরে আবুঝমাদে গভীর জঙ্গলে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে মাওবাদীদের টানা লড়াইয়ে অন্তত আট জন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আইটিবিপি, বিএসএফ এবং ছত্তিশগড় পুলিশের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড-এর যৌথ বাহিনী এই লড়াইয়ে অংশ নেয় সংঘর্ষে বাহিনীর এক জওয়ানেরও প্রাণহানি হয়েছে।
  • তাপপ্রবাহের সঙ্গে সঙ্গে জলকষ্টে ভুগছে দিল্লি । পরিস্থিতির সমাধানে যমুনা নদী দিয়ে অবিলম্বে ১৩৭ কিউসেক জল ছাড়ার জন্য হরিয়ানা সরকারের কাছে আবেদন জানালো দিল্লি। প্রসঙ্গত, দেশের সর্বোচ্চ আদালতও হরিয়ানাকে সেই নির্দেশই দিয়েছে।
খেলা
  • জমে উঠেছে ইউরো কাপ। এদিন ইউরো ২০২৪ এ স্পেন তাদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে দিল। স্পেনের লামিনে ইয়ামাল ইউরোর ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোল করলেন। এদিন তাঁর বয়স ছিল ১৬ বছর ৩৩৮ দিন। অন্য ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন দল ইতালি ২-১ গোলে হারিয়ে দিল আলবেনিয়াকে। শেষ পাঁচবার মুখোমুখি লড়াইয়ে পাঁচবারই আলবেনিয়ার বিরুদ্ধে জয় পেল ইতালি। অন্যদিকে হাঙ্গেরি সুইজারল্যান্ড-এর কাছে ১-৩ গোলে হেরে গেল।
  • আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা মাত্র এক রানের ব্যবধানে পরাজিত করল নেপালকে। অন্য ম্যাচে নিউজিল্যান্ড ৯ উইকেটে হারালো উগান্ডাকে।
বিবিধ
  • ভারতের বিদেশি মুদ্রা সঞ্চয় নতুন রেকর্ড স্থাপন করল। গত ৭ জুন যে সপ্তাহ শেষ হয়েছে সেই সপ্তাহে ভারতের বিদেশি মুদ্রার ভান্ডার বেড়ে হয়েছে ৬৫৫৮১.৭ কোটি ডলার।
  • বিশ্বের প্রথম বাণিজ্যিক সংস্থা হিসেবে একটি অভূতপূর্বক রেকর্ড করলো অ্যাপেল। এই আই ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান তাদের মোট ব্র্যান্ড ভ্যালু এক লক্ষ কোটি ডলারের মানদন্ড পেরিয়ে গেল। গত এক বছরে তাদের শেয়ার দর বেড়েছে ১৫ শতাংশের বেশি।