গাজা ভূখণ্ডে যুদ্ধ বিরতির জন্য নতুন প্রস্তাব দিল হামাস। মার্কিন যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় বারবার আলোচনায় বসেছেন ইজরায়েল ও হামাসের প্রতিনিধিরা। তার সমাধান সূত্র এখনো অধরা। এবার হামাস প্রস্তাব করল যে, ইজরায়েলের হেফাজতে থাকা সকল বন্দিপ্যালেস্টাইনিকে মুক্তি দিলে হামাসও তাদের কাছে পণবন্দিসকল প্যালেস্টাইনিকে মুক্তি দেবে। যদিও ইজরায়েল এই প্রস্তাব খারিজ করে দিয়েছে। প্রসঙ্গত ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে হামাস ও ইজরায়েলের মধ্যে যুদ্ধে গাজা ভূখণ্ডে প্রাণহানির সংখ্যা ৩১ হাজার ছাড়িয়ে গিয়েছে।
যুদ্ধ চলার পাশাপাশি ইউক্রেনে রাশিয়ার সৈন্যবাহিনী যে অত্যাচার চালাচ্ছে তাতে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি স্পষ্ট। একে অনায়াসে যুদ্ধ বলে ব্যাখ্যা করা যায়। ইউক্রেন নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেএই মন্তব্য করলেন এরিক মোসে। ইউক্রেনে রুশ সেনার অত্যাচারের অভিযোগ নিয়েরাষ্ট্রসংঘ যে উচ্চপর্যায়ের তদন্ত কমিশন গঠন করেছিল তার প্রধান হলেন তিনি। ইতিমধ্যেই এই কমিশনের সদস্যরা ১৬ বার ইউক্রেনের বিভিন্ন স্থান সফর করে ৮০০ জনের বেশি আক্রান্ত মানুষের সঙ্গে কথা বলে এই রিপোর্ট তৈরি করেছেন।
জাতীয়
দিল্লি আবগারি দুর্নীতি মামলায়তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কেচন্দ্রশেখর রাওয়ের কন্যা তথাভারত রাষ্ট্র সমিতির(বিআরএস) নেত্রী কে কবিতাকে গ্রেপ্তারকরলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর্থিক তছরূপের মামলায় দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর কবিতাকে গ্রেপ্তার করা হলো।
প্রতিটি নির্বাচনী বন্ড চিহ্নিত করার জন্য যে নির্দিষ্ট সংখ্যা রয়েছে তা কেন প্রকাশ করা হয়নি, তা ভারতের স্টেট ব্যাংকের কাছে জানতে চাইল সুপ্রিমকোর্ট।পরবর্তী শুনানিতে এই তথ্য জানাতে বলা হয়েছে ভারতে স্টেট ব্যাংককে।নির্বাচন কমিশনের হিসেবে বন্ড থেকে দেশের রাজনৈতিক দলগুলি বিপুল অর্থ পেয়েছে। বিজেপি ৬০৬০কোটি ৫১ লক্ষ টাকা, তৃণমূল কংগ্রেস ১৬০৯ কোটি ৫৩ লক্ষ টাকা, এবং ভারতের জাতীয় কংগ্রেস ১৪২১ কোটি ৮৫ লক্ষ টাকা পেয়েছে।
কলকাতা মেট্রো রেলের তিনটি শাখার সম্প্রসারিত অংশে যাত্রীদের জন্য মেট্রো চলাচল শুরু হল। এগুলি হল এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান, কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় এবং তারাতলা থেকে মাঝেরহাট অংশ।প্রসঙ্গত, এই প্রথম দেশের মধ্যে কোন অংশে নদীর তলদেশ দিয়ে যাত্রীদের নিয়ে ছুটল বাণিজ্যিক মেট্রো।
কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে মামলা শুরু করলো সিআইডি। এক নাবালিকার করা যৌন হেনস্তার অভিযোগে পকসোধারায় অভিযোগ করা হয়েছে তাঁরবিরুদ্ধে।
খেলা
অল ইংল্যান্ড ব্যাডমিন্টন প্রতিযোগিতার সেমিফাইনালে পৌঁছলেন ভারতের লক্ষ্য সেন। তিনি কোয়ার্টারফাইনালে হারিয়ে দিলেন মালয়েশিয়ার লিজি জিয়াকে। তিনিএই নিয়ে দ্বিতীয় বার এই প্রতিযোগিতার সেমিফাইনালে উঠলেন।
বিবিধ
কলকাতা জি পি ও’র ২৫০ বছর উদযাপন উপলক্ষে নতুন পোস্টাল স্ট্যাম্পের উদ্বোধন করা হল। এদিন এছাড়াও ভারতীয় ডাক বিভাগের থিমে সজ্জিত একটি বিশেষ ট্রাম চালানো হলো এসপ্ল্যানেড থেকে গড়িয়াহাট পর্যন্ত। প্রসঙ্গত জিপিও এর ২৫০ বছর পূর্তি উপলক্ষেবছরভর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে ভারতীয় ডাক বিভাগ।