কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ নভেম্বর ২০২৩

293
0
Current Affairs 15th November

আন্তর্জাতিক
  • গাজার বৃহত্তম হাসপাতাল আল সিফায় চিরুনি তল্লাশি শুরু করল ইজরায়েলের সেনা। সেখানে ঢুকে পড়েছে ট্যাঙ্ক। রোগী, চিকিৎসক, চিকিৎসাকর্মী মিলিয়ে এই হাসপাতালে ২৩০০ জন রয়েছেন। তার মধ্যেই সেখানে হামাস জঙ্গিদের সন্ধানে তল্লাশি চালালো ইজরায়েলের সেনাবাহিনী। তাদের দাবি, এই হাসপাতালের সঙ্গে সুড়ঙ্গ পথে যোগাযোগ রয়েছে জঙ্গিদের। অন্যদিকে হামাস  এই অভিযোগ খারিজ করে বলেছে, হাসপাতালে সামরিক অভিযানের দায় ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের।
  • নতুন বছরে জানুয়ারি মাসের ৭ তারিখে বাংলাদেশে সাধারণ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল সে দেশের নির্বাচন কমিশন। বাংলাদেশে ৩০০ আসনের জন্য ২ লক্ষ ৬২০০০ বুথে ১১ কোটি ৯৭ লক্ষ ভোটদাতা রয়েছেন। তবে সে দেশের প্রধান বিরোধী দল বিএনপি এই সিদ্ধান্তের বিরোধিতা করে ১৬ নভেম্বর ধর্মঘটের ডাক দিয়েছে। তাদের দাবি এটা ভোটরঙ্গ। বামপন্থী দলগুলিও এভাবে তড়িঘড়ি নির্বাচন ঘোষনার বিরোধিতা করেছে।
  • সানফ্রান্সিসকোয় অ্যাপেক্স গোষ্ঠীর শীর্ষ সম্মেলন -এর অবসরে পার্শ্ব বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন এবং চিনের রাষ্ট্রপতি শি জিনপিং।
জাতীয়
  • জম্মু-কাশ্মীরে একটি বাস গভীর খাদে পড়ে যাওয়ায় আটত্রিশ জনের মৃত্যু হল। কাশ্মীরের ডোডা জেলার কিসতোয়ার থেকে জম্মু যাওয়ার পথে অসার এলাকার ট্রুঙ্গলের কাছে ৬০০ ফুট গভীর খাদে পড়ে যায় যাত্রীবাহী বাসটি। বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কার্যে হাত লাগিয়েছে। জখম  হয়েছেন আরো ১৭ জন যাত্রী।
  • উত্তরাখণ্ডের উত্তরকাশিতে এখনো টানেলে আটকে রয়েছেন ৪০ জন শ্রমিক। তাঁদের কাছে পাইপ মেশিন মারফত অক্সিজেন, পানীয় জল, খাবার ও ওষুধ পৌঁছে দেওয়া গেছে। উদ্ধারকার্যে গতি আনার জন্য দিল্লি থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ড্রিলিং মেশিন আকাশ পথে উড়িয়ে আনা হয়েছে।
  • ঝাড়খণ্ডে উলিহাটুতে বিরসা মুন্ডার গ্রামে পৌঁছে বিরসা মুন্ডার জন্মদিনে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি চব্বিশ হাজার কোটি টাকার জনজাতি কল্যাণ প্রকল্পের উদ্বোধন করলেন। ঘোষণা করলেন বিকশিত ভারত সংকল্প যাত্রার।
খেলা
  • মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে ভারত ৭০ রানে হারিয়ে দিল নিউজিল্যান্ডকে। প্রথমে ব্যাট করে ভারত চার উইকেট খুইয়ে ৩৯৭ রান তোলে। এরপর নিউজিল্যান্ড ৩২৭ রানে সব উইকেট হারায়। ভারতের হয়ে এদিন একগুচ্ছ রেকর্ড করলেন বিরাট কোহলি। তিনি ১১৩ বল খেলে করলেন ১১৭ রান। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এটি কোহলির ৫০তম শতরান। সেঞ্চুরির হাফ সেঞ্চুরি করে তিনি ভেঙে দিলেন একদিনের ক্রিকেটে শচীন তেন্ডুলকরের ৪৯টি শতরানের রেকর্ড। এরপর রয়েছেন ভারতেরই রোহিত শর্মা (৩১টি শতরান)। এর আগে বিশ্বকাপের নকআউট পর্বে কোনদিন অর্ধশতরানও করেননি বিরাট। তবে সব মিলিয়ে বিশ্বকাপে এটি বিরাটের পঞ্চম শতরান। এক্ষেত্রে সবথেকে বেশি শতরান রয়েছে রোহিত শর্মার (সাতটি)। একটি বিশ্বকাপে ইতিমধ্যেই বিরাট সংগ্রহ করলেন সব থেকে বেশি রান (৭১১)। এক্ষেত্রে তিনি ভেঙ্গে দিলেন শচীন তেন্ডুলকরের ৬৭৩ রানের রেকর্ড। একদিনের ক্রিকেটে ১৩৭৯৪ রান হয়ে গেল বিরাটের। ম্যাচের ৪২ তম ওভারে লকি ফার্গুসনের চতুর্থ বলে দুই রান নিয়ে শতরান করলেন বিরাট। তখন দর্শক আসনে উপস্থিত ছিলেন শচীন। এই রেকর্ডের জন্য শুভেচ্ছা জানিয়েছেন শচীন তেন্ডুলকরও। এদিকে ভারতের রোহিত শর্মা বিশ্বকাপের আসরে সর্বোচ্চ ওভার বাউন্ডারির রেকর্ড করলেন। তিনি মোট ৫১টি ওভার বাউন্ডারি মেরেছেন। তিনি ভেঙে দিলেন ক্রিস গেইল-এর ৪৯ টি ওভার বাউন্ডারির রেকর্ড। এদিন ভারতের হয়ে শতরান করলেন শ্রেয়স আয়ার। ৬৭ বলে শতরান করেন তিনি। ৭০ বলে শ্রেয়সের সংগ্রহ ১০৫ রান। এদিন তিনি আটটি ওভার বাউন্ডারি মেরেছেন। বিশ্বকাপে এক ইনিংসে এটাই কোন ভারতীয়ের সবথেকে বেশি ওভার বাউন্ডারি। এর আগের ম্যাচেও তিনি শতরান পেয়েছেন। এদিনের খেলার নায়ক মহম্মদ সামি। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৫৭ রানে তিনি নিলেন সাত উইকেট। বিশ্বকাপ ক্রিকেটে কোন বোলারের এটাই সর্বশ্রেষ্ঠ পরিসংখ্যান। শুধু তাই নয় মাত্র ছয় ম্যাচ খেলে চলতি বিশ্বকাপে তিনি ২৩ টি উইকেট পেলেন। সেমি ফাইনালে তিনিই হলেন ম্যান অফ দ্য ম্যাচ। ভারতের ক্রিকেট সমর্থকরা তাই বলছেন এদিন সেমিফাইনাল নয় ছিল সামি ফাইনাল। নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলও শতরান করেছেন, তাঁর সংগ্রহ ১৩৪ রান। এদিন ম্যাচ শুরুর আগে টস করেন ইংল্যান্ডের প্রাক্তন ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম।
বিবিধ
  • বিশ্বের সবথেকে দ্রুতগতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ চালুর দাবি করল চিন। এর গতিবেগ হবে প্রতি সেকেন্ডে ১.২ টেরা বাইট।
  • অক্টোবর মাসে দেশের রপ্তানি বেড়েছে ৬.২১ শতাংশ, টাকার অংকে ৩৩৫৭ কোটি ডলার। কিন্তু তা সত্ত্বেও আমদানি বাড়ায় বাণিজ্য ঘাটতি বেড়েছে। অক্টোবর মাসে আমদানি বেড়েছে ১২.৩ শতাংশ, টাকার অংকে ৬৫.০৩ কোটি ডলার। ফলে বাণিজ্য ঘাটতি বেড়ে হয়েছে ৩১৩৬ কোটি ডলার। সোনার আমদানি  ৯৫.৫শতাংশ বৃদ্ধি এর অন্যতম কারণ।
  • ভাটায় জল কমে যাওয়ায় মহারাষ্ট্রের রত্নগিরির গণপতিপুল উপকূলে আটকে পড়েছিল ৩৫ ফুট লম্বা ৪ টন ওজনের একটি তিমি। এরপর ৪০ ঘন্টার চেষ্টায় তাকে নিরাপদে সমুদ্রে পাঠানো সম্ভব হল।