কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ অক্টোবর ২০২৩

333
0
Current Affairs 24th September

আন্তর্জাতিক
  • আফগানিস্তানের হেরাটে পুনরায় অনুভূত হল তীব্র ভূকম্পন। রিকটার স্কেল অনুযায়ী এই কম্পনের তীব্রতা ছিল ৬.৩। এতে ক্ষয়ক্ষতির বিস্তারিত খবর জানা যায়নি। মাত্র ১০ দিন আগে এই হেরাটে তীব্র ভূকম্পনে ২০০০ এর বেশি মানুষের প্রাণহানি হয়েছে।
  • ইরানের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক দারিয়ুশ মেহেরজুই এবং তাঁর স্ত্রীকে কুপিয়ে হত্যা করল আততায়রা। ইরানে আধুনিক চলচ্চিত্রের জনক বলা হয় মেহেরজুইকে। তেহেরান থেকে ৩০ কিলোমিটার দূরে শহরতলিতে নিজের বাড়িতেই হত্যা করা হয়েছে এই দম্পতিকে। আগেই সোশ্যাল মিডিয়ায় খুনের আশঙ্কার কথা জানিয়েছিলেন এই দম্পতি।
  • পশ্চিম এশিয়ায় অশান্তি ক্রমশ ছড়িয়ে পড়ছে। এদিনও ইজরায়েলের রাজধানী তেল আভিভ লক্ষ্য করে রকেট ছুড়েছে হামাস। অন্যদিকে লেবানন থেকে ইজরায়েলে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লা জঙ্গিগোষ্ঠী। পাল্টা হিসাবে লেবাননে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইজরায়েল।এবার তারা গাজায় স্থলপথে সামরিক অভিযান শুরু করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইজরাইলের পাশে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যদিকে গাজার সব বাসিন্দাকে গণহারে শাস্তি দেওয়া উচিত নয় বলে ইজরায়েলের বিরুদ্ধে মন্তব্য করেছে চিন।
জাতীয়
  • দ্বারকায় যশোভূমি কনভেনশন সেন্টারে সমাপ্ত হল জি ২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির আইনসভার স্পিকারদের তিনদিনের শীর্ষ সম্মেলন পি ২০। এই সভায় সভাপতিত্ব করেছেন ভারতে লোকসভার স্পিকার ওম বিড়লা। তিনি মনে করিয়ে দিয়েছেন, যেকোন রকম সন্ত্রাসের বিরোধিতা করাই ভারতের রাষ্ট্রনীতি।
  • প্রয়াত হলেন মনোহর সিং গিল (৮৬)। ১৯৯৬ সালের ডিসেম্বর মাস থেকে ২০০১ সালের জুন মাস পর্যন্ত তিনি ছিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার। পরবর্তীকালে তিনি রাজনীতিতে যোগ দেন। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী হয়েছিলেন ২০০৮ সালে। তিনি কংগ্রেসের হয়ে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন। গিল প্রথম নির্বাচনী কমিশনার যিনি অবসরের পর রাজনীতিতে যোগ দেন।
খেলা
  • বিশ্বকাপ ক্রিকেটে অঘটন। গ্রুপ পর্যায়ের ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন দল ইংল্যান্ডকে ৬৯ রানে হারিয়ে দিল আফগানিস্তান। এবারের বিশ্বকাপে তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের এটি দ্বিতীয় পরাজয়। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার জোনাথন ট্রট আফগানিস্তান দলের কোচ।
  • মুম্বাইয়ে শুরু হলো আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ১৪১ তম অধিবেশন। ৪০ বছর পর ভারতে এই অধিবেশন বসলো। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন ২০৩৬ সালে ভারতে অলিম্পিকের আয়োজন করার দাবি জানিয়েছে। ভারত ছাড়াও পোল্যান্ড, ইন্দোনেশিয়া, মেক্সিকো এবং তুরস্ক এই খেলার আসর বসানোর অন্যতম দাবিদার। ২০২৪ সালে প্যারিসে, ২০১৮ সালে লস এঞ্জেলেসে এবং ২০৩২ সালে অলিম্পিক আয়োজিত হবে।
বিবিধ
  • মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বি আর আম্বেদকরের একটি মূর্তির আবরণ উন্মোচিত হলো।এর উচ্চতা ১৯ ফুট। দেশের বাইরে এটাই আম্বেদকরের সর্বোচ্চ মূর্তি।
  • ইজরায়েলের সেনাদের বিনামূল্যে খাবার দেওয়ার ঘোষণা করলো ম্যাকডোনাল্ডস। ইতিমধ্যেই তারা কয়েক হাজার খাবার ইজরায়েলের সেনাদের বিনামূল্যে বিলি করেছে বলে জানিয়েছে। বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়েছে । সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে প্রশ্ন উঠেছে, গাজায় খাদ্য, পানীয়হীন মানুষদের জন্য অনুরূপ ঘোষণা করা যেত না কী!