কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ অক্টোবর ২০২০

868
0
daily current affairs

আন্তর্জাতিক

  • বিশ্বের প্রথম দেশ হিসাবে ফেশিয়াল ভেরিফিকেশন সিস্টেম প্রশাসনিক কাজে ব্যবহারের সিদ্ধান্ত নিল সিঙ্গাপুর। ২০২১ সালের প্রথম দিন থেকে পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, এমপ্লয়মেন্ট কার্ড যুক্ত হবে এই ব্যবস্থার সঙ্গে।
  • একদিনে ১০৯২৫ জন করোনায় সংক্রমিত হলেন ইতালিতে। সে দেশে এটি সর্বোচ্চ সংক্রমিতের নজির গড়ল। এদিকে বিশ্বে ৪ কোটি ছাড়িয়ে গেল সংক্রমণ। (৪০২১৭৫৫৪ জন) সুস্থ হয়ে ৩ কোটি জন (৩০০৫৪৬৮৮ জন)। মোট প্রাণহানির সংখ্যা ১১১৭ ৭৩৬০।
  • থাইল্যান্ডে রাজা মহা ভজিরালংকর্ণের এবং প্রধানমন্ত্রী প্রয়ুথের বিরুদ্ধে আন্দোলন তীব্র হয়ে উঠল।

 

জাতীয়

  • আগামী ফেব্রুয়ারি মাসে দেশে কোভিড সংক্রমিতের সংখ্যা বৃদ্ধি পেয়ে হবে ১ কোটি ৬ লক্ষ। মৃত্যু হার হবে ০.৪ শতাংশ। ‘ন্যাশনাল সুপার মডেল কমিটি ফর কোভিড ১৯’-এর চেয়ারম্যান তথা আইআইটি হায়দরাবাদের অধ্যাপক ম্যাথুকুমাল্লি বিদ্যাসাগর এ কথা বললেন। দেশের কিছু অংশে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। এদিকে দেশে মোট সংক্রমিত হয়েছেন ৭৪,৯৪,৫৫১ জন। কোভিডে মোট প্রাণহানির সংখ্যা ১,১৪,০৩১।
  • ওড়িশায় দারিদ্রের কারণে চিকিৎসাবিদ্যার পাঠ মাঝপথে থামিয়ে দিতে হয়েছিল অজয় বাহাদুর সিংহকে। দরিদ্র ও মেধাবী ছাত্রদের গড়ে তোলার জন্য তিনি গঠন করেছিলেন ‘জিন্দেগি’ ফাউন্ডেশন। সেখানকার ১৯ জনের মধ্যে ১৯ জনই ‘নিট’ এ সফল হয়ে মনে করাল বিহারের ‘সুপার ৩০’-র কথা।

 

বিবিধ

  • ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট’–এর পরিসংখ্যান প্রকাশিত হল ফুড পলিসি জার্নালে। যেখানে দাবি করা হয়েছে, ভারতে গ্রামাঞ্চলে প্রতি চার জনের মধ্যে তিন জনেরই পুষ্টিকর খাবার জোটে না।
  • ভারতীয় নৌবাহিনীর রণতরী আইএনএস চেন্নাই থেকে সুপারসোনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হল।

 

খেলা

  • ভারতের এলাভেনিল বালারিবন শেখ রাসেল আন্তর্জাতিক ওয়ার রাইফেল ভার্চুয়াল শুটিংয়ে সোনা জিতলেন। ৬টি দেশের ৬০ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন এই প্রতিযোগিতায়। বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশন এর আয়োজন করেছে।
  • ২০১৯-২০ মরসুমে আইলিগ চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। এদিন আনুষ্ঠানিকভাবে তাদের হাতে ট্রফি তুলে দেওয়া হল। প্রথম ফুটবলার হিসাবে ৬৫০তম সিরি এ ম্যাচ খেলার রেকর্ড গড়লেন গিয়ান্নি বুফোঁ। এদিন জুভেন্তাসের হয়ে তিনি ম্যাচটি খেললেন ক্রোতনের বিরুদ্ধে।

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল