কারেন্ট অ্যাফেয়ার্স ২১ মার্চ ২০২১

schedule
2021-03-22 | 10:59h
update
2021-03-22 | 10:59h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • মায়ানমারে সেনাশাসনের প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ দেখালেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং মেডিক্যাল ছাত্রছাত্রীরা। সবথেকে বড় বিক্ষোভ দেখানো হয় মান্দালয়ে। সেখানে ইঞ্জিনিয়াররাও সেনা প্রশাসনের বিরুদ্ধে পথে নেমেছেন। এদিনও নিরাপত্তারক্ষীদের গুলিতে মৃত্যু হল একজন বিক্ষোভকারীর।
  • এশীয়দের প্রতি বিদ্বেষের প্রতিবাদে মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টীয় প্রতিবাদ মিছিলে পা মেলালেন কয়েক হাজার মানুষ। গত সপ্তাহে আটলান্টার তিনটি স্পা-এ গুলি চালিয়ে ৬ জন এশীয় মার্কিন মহিলা সহ ৮ জনকে হত্যা করেছিল রবার্ট এ লং নামে এক শ্বেতাঙ্গ যুবক। পুলিশ এই ঘটনাকে জাতিবিদ্বেষ বলে মানতে চাইছে না। কিন্তু এখানকার এশীয় বংশোদ্ভূতরা বর্ণবিদ্বেষের দীর্ঘ অভিজ্ঞতা থেকেই প্রতিবাদে শামিল হলেন।
Advertisement

 

জাতীয়
  • তিন দিনের সফর শেষে ভারতের সঙ্গে সহযোগিতার বার্তা দিয়ে গেলেন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। এই সফরে তাঁর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। দক্ষিণ এশিয়ার বিভিন্ন পদক্ষেপে ভারতকেই প্রধান অংশীদার করে মার্কিন যুক্তরাষ্ট্র এগোতে চায় বলে জানিয়েছেন তিনি।
  • তেলেঙ্গানার বিধান পরিষদ নির্বাচনে জয়লাভ করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী পি ভি নরসিংহ রাওয়ের কন্যা সুরভি বানী দেবী। তিনি টিআরএস-এর হয়ে প্রার্থী হয়েছিলেন।

 

বিবিধ
  • করোনা পর্বে দেশে বিদেশী বিনিয়োগের হার ছিল সন্তোষজনক। গত ডিসেম্বরে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ছিল ৬৩০ কোটি ডলার (প্রায় ৪৬,৩২৩ কোটি টাকা)। এক মাসের হিসেবে একটি রেকর্ড। জানুয়ারি পর্যন্ত মোট এফডিআই ছিল ৪,৪০০ কোটি ডলার। চলতি অর্থবর্ষে গত ১০ মার্চ পর্যন্ত দেশের শেয়ার বাজারে মোট ৩,৬০০ কোটি ডলার নিয়োগ করেছে বিদেশি আর্থিক লগ্নিকারী সংস্থাগুলি যা ২০২১-১৩ অর্থবর্ষের পর সর্বোচ্চ।

 

খেলা
  • রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে চ্যাম্পিয়ন হল ইন্ডিয়া লেজেন্ডস। শচীন তেন্ডুলকরের নেতৃত্বে ফাইনালে তারা ১৫ রানে জয়ী হল শ্রীলঙ্কা লেজেন্ডসের বিরুদ্ধে।
  • নয়াদিল্লিতে আয়োজিত আইএসএসএফ শ্যুটিং বিশ্বকাপ শুরু হল। ৫৩টি দেশের ২৯৪ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন এই প্রতিযোগিতায়। পিস্তল শ্যুটিংয়ে স্কিট ইভেন্টে ব্রোঞ্জ পেলেন ভারতের গানমত শেখোন। এই প্রথম কোনো ভারতীয় মহিলা এই ইভেন্টে পদক জিতলেন। পিস্তলে দলগত বিভাগে ভারতের পুরুষ ও মহিলা উভয় দলই সোনার পদক জিতল।
  • মেয়েদের আন্তর্জাতিক টি২০ প্রতিযোগিতায় ভারতকে দ্বিতীয় ম্যাচেও হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করল দক্ষিণ আফ্রিকা।
  • অল ইংল্যান্ড ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলা ও পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন যথাক্রমে নজোমি ওকুহারা ও লি জি জিয়া।

 

২০ মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুনAMP

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.05.2024 - 02:45:42
Privacy-Data & cookie usage: