কারেন্ট অ্যাফেয়ার্স ১৯ এপ্রিল ২০২১

647
0
current affairs
Courtesy: Outlook India

আন্তর্জাতিক
  • ফ্রান্স বিরোধী বিক্ষোভে উত্তাল পাকিস্তান৷ ২০ এপ্রিলের মধ্যে ফরাসি রাষ্ট্রদূতকে ফ্রান্স থেকে বিতাড়িত করতে হবে, এই দাবিতে আন্দোলনের সূচনা করেছে তেহরিক ই লব্বাইক পাকিস্তান নামে একটি কট্টরপন্থী ধর্মীয় সংগঠন৷ ইতিমধ্যেই বিক্ষোভ দমনে গিয়ে ৬ পুলিশকর্মীর মৃত্যু হেয়েছে৷ ওই সংগঠন ১১ জন পুলিশকর্মীকে পণবন্দি করেছিল, তাঁদের অবশ্য মুক্তি দেওয়া হয়েছে৷ প্রসঙ্গত, ফরাসি পত্রিকা শার্ল এবদো একটি ব্যঙ্গচিত্র ছেপেছে৷ ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মাক্রোঁ বলেছেন, ব্যঙ্গচিত্র ছাপার পূর্ণ অধিকার রয়ছে পত্রিকাটির৷ এর পরই ফ্রান্সবিরোধী বিক্ষোভ শুরু করেছে সংগঠনটি৷
  • রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির কন্যার অনশন ২০ দিনে পড়ল৷ ক্রেমলিনে জেলবন্দি রয়েছেন নাভালনি৷ তাঁর চিকিৎসা করা হচ্ছে না, এমনকি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতেও দেওয়া হচ্ছে না এই অভিযোগ তুলে অনশনে বসেছেন নাভালনির বছর কুড়ি বয়সী কন্যা৷ এই বিষয়ে প্রতিবাদ জানিয়েছে ফ্রান্স, জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র৷

 

জাতীয়
  • সমস্ত নজির ভেঙে এদিন ভারতে ২,৭৩,৮১০ জন করোনা ভাইরাসে সংক্রমিত হলেন৷ তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও৷ দেশে গত ৯ ফেব্রুয়ারি সংক্রমণ ছিল দশ হাজার জনেরও কম৷ পরিস্থিতি মোকাবিলায় ৬ দিনের জন্য লকডাউন ঘোষণা করল দিল্লি৷ ২০২১ সালে প্রথম দিল্লিতেই সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হল৷ এর পরই পরিযায়ী শ্রমিকদের ঘরমুখী হওয়ার দৃশ্য দেখা গেল৷ করোনার বাড়বাড়ন্ত দেখেই ভারত সফর বাতিল করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন৷ গত জানুয়ারি মাসেও তিনি ভারত সফর বাতিল করেছিলেন৷ ২৩ এপ্রিল থেকে ভারত থেকে ব্রিটেনে ঢোকা নিষিদ্ধ করার সিদ্ধান্ত জানালেন ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক৷ পাকিস্তান, ফিলিপিন্সের পাশাপাশি ভারত থেকেও যাত্রীবাহী বিমান প্রবেশ নিষিদ্ধ করল হংকং সরকার৷ এদিকে দেশে ১ মে থেকে ১৮-৪৪ বছর বয়সীদের করোনা প্রতিষেধক নেওয়ায় সম্মতি জানাল কেন্দ্রীয় সরকার৷ এক্ষেত্রে ইচ্ছুক ব্যক্তিদের বাজারের দামে প্রতিষেধক কিনতে হবে৷ প্রতিষেধক সংস্থাগুলিও রাজ্যগুলিকে সরাসরি করোনার টিকা বিক্রি করতে পারবে৷ পশ্চিমবঙ্গে দৈনিক সংক্রমণ বেড়ে হল ৮,৪২৬৷ রাজ্যে স্কুলগুলিতে গ্রীষ্মবকাশ এগিয়ে আনা হল৷

বিবিধ
  • ১৯ এপ্রিল মঙ্গলের মাটিতে সফলভাবে উড়ল নাসা প্রেরিত হেলিকপ্টার “ইনজেনুইটি”৷ এই প্রথম পৃথিবী থেকে দূর নিয়ন্ত্রিত ব্যবস্থায় মঙ্গল গ্রহে কোন‌ও যানকে শূ্ন্যে ওড়ানো সম্ভব হল৷ নাসা এই ঘটনাকে “রাইট ব্রাদার্স মোমেন্ট” নামে অভিহিত করল৷ মঙ্গলে প্রেরিত মহাকাশযান পারসিভিয়ারেন্স রোভার এই ঘটনার ছবি ও তথ্যও প্রেরণ করেছে৷
  • ২০২০ সালের ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার ইন্টারভিউ পর্ব স্থগিত রাখা হল৷

খেলা
  • ফিফা, উয়েফাকে কার্যত অস্বীকার করে নতুন একটি ফুটবল প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিল বিশ্বের জনপ্রিয় ১২টি ফুটবল ক্লাব৷ তাদের মধ্যে রয়েছে বার্সেলোনা, জুভেন্তাস, রিয়াল মাদ্রিদ, চেলসি, আর্সোনাল, ম্যান সিটি, ম্যান ইউ, লিভারপুল, এ সি মিলান প্রভৃতি৷ প্রতিযোগিতার নাম ইউরোপীয় সুপার লিগ৷ লিগের প্রধান হচ্ছেন রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ৷
  • ম্যানেজার পদ থেকে জোসে মোরিনহোকে সরিয়ে দিল টটেনহ্যাম হটস্পার৷
  • চেন্নাইয়ের বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া পেলেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার মুথাইয়া মুরলীধরন৷ স্টেন্ট বসানো হয়েছে তাঁর হৃদযন্ত্রের একটি ধমনীতে৷