কারেন্ট অ্যাফেয়ার্স ২১ এপ্রিল ২০২১

590
0
current affairs
Courtesy: India.com

আন্তর্জাতিক
  • কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে হত্যার মামলার শ্বেতাঙ্গ পুলিশ অফিসার ডেরেক শভিনকে নরহত্যা, অনিচ্ছাকৃত খুন এবং অসতর্কতা থেকে খুন― এই তিনটি ধারায় দোষী সাব্যস্ত করল মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটার এক আদালত৷ গত বছর ২৫ মে ডেরেক ৯ মিনিট ২৯ সেকেন্ড ধরে ফ্লয়েডের গলা নিজের হাঁটু দিয়ে চেপে ধরেছিল৷ ফ্লয়েড অন্তত ২৭ বার “আমি নিঃশ্বাস নিতে পারছি না” বলে আর্তনাদ করেছিলেন৷ ঘটনার পর পুলিশের দাবি ছিল ধস্তাধ্বস্তির ফলে প্রাণ হারিয়েছেন ফ্লয়েড৷ কিন্তু সপ্তদশী ডার্নেলা ফ্রেজিয়ার মোবাইল ফোনে তোলা ভিডিও চিত্র আসল ঘটনা প্রমাণ করে৷ গোটা বিশ্বই “ব্ল্যাক লাইভস ম্যাটার” আন্দোলনের সাক্ষী হয়৷ দোষী সাব্যস্ত করলেও এখনও শাস্তি ঘোষণা করা হয়নি৷
  • ৫৬ জন নৌসেনা নিয়ে বালি দ্বীপের উত্তরে সমুদ্রের তলদেশে টপের্ডো ছোড়ার মহড়া চালানোর সময় নিখোঁজ হয়ে গেল ইন্দোনেশিয়ার একটি সাবমেরিন৷ এটি জার্মানির তৈরি৷

 

জাতীয়
  • মহারাষ্ট্রের নাসিকের দ্বারকা এলাকায় পৌরসভা পরিচালিত ডঃ জাকির হুসেন হাসপাতালে দম আটকে ২২ জন কোভিড রোগীর মৃত্যু হল৷ হাসপাতালের স্টোরেজ থেকে অক্সিজেন গ্যাস লিক করায় অক্সিজেন সরবরাহ বন্ধ হয়েই প্রাণ হারালেন ভেন্টিলেশনে থাকা ওই ২২ জন রোগী৷
  • দেশে রেকর্ড ২,৯৫,০৪১ জন সংক্রমিত হলেন করোনা ভাইরাসে৷ প্রাণহানি হল ২,০২৩ জনের৷ পশ্চিমবঙ্গে এদিন ১০,৭৮৪ জন সংক্রমিত হলেন৷ এটিও একটি রেকর্ড৷ এর আগে গতবছর ২২ অক্টোবর পশ্চিমবঙ্গে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ ছিল ৪,১৫৭ জন৷ প্রতিষেধক সংস্থাগুলি বাজারের দামে হাসপাতাল ও রাজ্যগুলিকে প্রতিষেধক বিক্রি করতে পারবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার৷ এর পর সিরাম সংস্থা জানিয়েছে রাজ্যগুলিকে ৪০০, বেসরকারি হাসপাতালগুলিকে ৬০০ এবং কেন্দ্রীয় সরকারকে ১৫০ টাকায় তারা প্রতিষেধক বিক্রি করবে৷ এদিকে যে-কোনো উপায়ে দেশের হাসপাতালগুলিতে অক্সিজেনের যোগান অব্যাহত রাখতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট৷
  • রাষ্ট্রসঙ্ঘের “ইকনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল”-এর তিনটি গুরুত্বপূর্ণ সংগঠনের সদস্য নির্বাচিত হল ভারত৷

 

বিবিধ
  • কবি, প্রাবন্ধিক, অনুবাদক শঙ্খ ঘোষ (৮৯) প্রয়াত হলেন৷ আসল নাম চিত্তপ্রিয় ঘোষ৷ ১৯৩২ সালের ৫ ফেব্রুয়ারি অধুনা বাংলাদেশের বরিশালে জন্ম হয়েছিল তাঁর৷ বাবার নাম মণীন্দ্রকুমার ঘোষ, মা অমলাবালা৷ প্রেসিডেন্সি কলেজের স্নাতক ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শঙ্খ ঘোষ একাধিক কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন৷ তাঁর কাব্যগ্রন্থগুলি হল “দিনগুলি রাতগুলি”, “নিহিত পাতালছায়া”, “বাবরের প্রার্থনা”, “পাঁজরে দাঁড়ের শব্দ”, “গান্ধর্ব কবিতাগুচ্ছ” প্রভৃতি৷ তাঁর গদ্য গ্রন্থের মধ্যে রয়েছে “নিঃশব্দের তর্জনী”, “ছন্দের বারান্দা”, “শব্দ আর সত্য” প্রভৃতি৷ “সপ্তসিন্ধু দশদিগন্ত” সংকলনে এবং অন্যত্র তাঁর অসংখ্য অনুবাদের উদাহরণ খুঁজে পাওয়া যায়৷ তিনি বহু নাটকও অনুবাদ করেছেন৷ সাহিত্য আকাদেমি, রবীন্দ্র পুরস্কার, কবীর সম্মান, সরস্বতী পুরস্কার, জ্ঞাানপীঠ পুরস্কার, দেশিকোত্তম, পদ্মভূষণ, নরসিংহ দাস পুরস্কার, শিরোমণি পুরস্কার প্রভৃতি অসংখ্য সম্মান ও পুরস্কার পেয়েছেন তিনি৷ এদিন নিমতলা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে৷ কবি করোনায় আক্রান্ত হয়েছিলেন৷

 

খেলা
  • সূচনাতেই ভেঙে পড়ল ইউরোপের বিদ্রোহী সুপার লিগ৷ মূলত রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরিন্তিনো পেরেজের উদ্যোগে ১২টি বড় ক্লাব ফিফা ও উয়েফার হুমকি উপেক্ষা করে এই লিগ খেলতে সম্মত হয়েছিল৷ কিন্তু এনিয়ে সমর্থকদের মধ্যে প্রবল প্রতিবাদ শুরু হয়৷ সবার প্রথমে লিগ থেকে নাম প্রত্যাহার করে নেয় ম্যাঞ্চেস্টার সিটি৷ এরপর ম্যান ইউ, চেলসি, লিভারপুল, আর্সেনাল, টটেনহ্যাম প্রভৃতি ইপিএল-এর দলগুলি নাম তুলে নিল৷
  • ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে শতরান করলেন নাজমুল হোসেন শান্ত (অপরাজিত ১২৬)৷ ৯০ রান করেছেন তামিম ইকবাল৷
  • ম্যাচ গড়াপেটার দায়ে সবধরনের ক্রিকেট থেকে ৫ বছরের জন্য নির্বাসিত হলেন আরব আমিরশাহির কাদির আহমেদ খান৷