কারেন্ট অ্যাফেয়ার্স ২২ এপ্রিল ২০২১

543
0
current affairs
Courtesy: Scroll.in

আন্তর্জাতিক
  • প্রথম বিশ্বযুদ্ধে শ্বেতাঙ্গ বাদে অন্যান্য শহিদ সৈনিকদের স্মৃতিতে ন্যূনতম শ্রদ্ধা প্রকাশ না করার ঘটনায় ক্ষমা চাইল ব্রিটেন৷ হাউস অব কমন্সে “গভীর দুঃখপ্ররকাশ” করলেন ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস৷ প্রসঙ্গত, বিশ্বযুদ্ধে মৃত শ্বেতাঙ্গ সৈনিকদের পরিচয় ও নামফলক রয়েছে৷ মৃত্যুর পর তাঁরা যথাযোগ্য সম্মান পেয়েছেন৷ কিন্তু ১ লক্ষ ১৬ হাজার অ-শ্বেতাঙ্গ সৈন্য কেবল সংখ্যা হয়ে রয়েছেন৷ অ-শ্বেতাঙ্গ সেনারা যে মৃত্যুর পরও জাতি বৈষম্যের শিকার তা মেনে নিয়েছে কমনওয়েলথ ওয়ার গ্রোভ কমিশন৷ কমিশনের রিপোর্টে ভারতীয় সেনার দায়িত্বে থাকা জেনারেল কক্সকে উদ্ধৃত করে বলা হয়েছে, হিন্দু ও মুললিম ধর্মের শহিদদের নাম রেকর্ড বইতেও রাখার প্রয়োজন মনে করা হত না৷
  • পাকিস্তানে সামান্যের জন্য প্রাণে বাঁচলেন সেখানকার চিনা দূত৷ বালুচিস্তান প্রদেশের কোয়েটার একটি বিলাসবহুল হোটেটলে তিনি থাকার সময়েই আইইডি বিস্ফোরণ ঘটল৷ ৫ জনের মৃত্যু হয়েছে৷ পাকিস্তানের দাবি, হোটেলের নিরাপত্তারক্ষীরাই ছিল তালিবান জঙ্গিদের আক্রমণের লক্ষ্য৷

 

জাতীয়
  • একদিনে করোনা ভাইরাসে সংক্রমিত ব্যক্তির সংখ্যার হিসাবে বিশ্বে নতুন রেকর্ড করল ভারত৷ দেশবাসীকে শঙ্কিত করে এদিন ৩ লক্ষ ১৪ হাজার ৮৩৫ জন করোনায় সংক্রমিত হলেন৷ এতদিন মার্কিন যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ ২.৯৭.৪৩০ জন করোনায় আআক্রান্ত হওয়াই ছিল রেকর্ড৷ এদিন বারতে এই সংক্রমণে ২১০৪ জনের প্রাণহানি হল৷ বিভিন্ন স্থানে হাসপাতালগুলি রোগীর চাপে নতুন রোগীদের ঠাঁই দিতে পারছে না৷ কর্নাটকের বিদরে হাসপাতালের সামনের ফুটপাথও ভরে গেছে অপেক্ষামান রোগীর ভিড়ে৷ কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা নিজে এদিনই হাসপাতাল থেকে চাড়া পাওয়ার পর বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে৷ দিল্লির হাসপাতালগুলিতে অক্সিজেনের অভাব দেখে গভীর অসন্তোষ প্রকাশ করে দিল্লি হাইকোর্ট মন্তব্য করল “এই দেশ চালাচ্ছেন ভগবান”৷ রেমডেসিভিয়ার কেনা ও বন্টন নিয়ে মহারাষ্ট্র সরকারের কঠোর সমালোচনা করল বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ৷ করোনায় জীবনাবসান হল সিপিআই(এম) নেতা সীমারাম ইয়েচুরির বড় ছেলে আশিস ইয়েচুরির (৩৪)৷ ভারতে সংক্রমণ পরিস্থিতির জেরে আসন্ন ভারত সফর বাতিল করলেন জাপানের প্রদানমন্ত্রী ইয়োশিহিদে সুগা৷

 

 

বিবিধ
  • মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাসোসিয়েট অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন বনিতা গুপ্ত৷ এই প্রথম কোন ভারতীয় বংশোদ্ভূত এই পদে নির্বাচিত হলেন৷ সেনেটে ভোটাভুটির মাধ্যমে তাঁকে বেছে নেওয়া হল৷
  • মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের আহ্বানে জলবায়ু সংক্রান্ত অনলাইন সম্মেলনে যোগ দিলেন ৪০টি দেশের রাষ্ট্রপ্রধানরা৷ সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন, ২০৩০ সালের মধ্যে পুনর্ব্যবহারযোগ্য ক্ষেত্রে ৪৫০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ভারতের লক্ষ্য৷

 

 

খেলা
  • অবিশ্বাস্য নজির গড়লেন ভারতের মহিলা বক্সাররা৷ পোল্যান্ডের কিয়েলচে যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে যে ৭ জন ভারতীয় মহিলা বক্সার উঠেছিলেন তাঁরা প্রত্যেকেই সোনা জিতলেন৷ তাঁরা হলেন গীতিকা, পুনম, ভিঙ্কা, অরুন্ধতী, আলিফিয়া, বেরিরোজিসানা চানু ও সানামাচু চানু৷ ২০১৭ সালে ৫ জন ভারতীয় মহিলা বক্সার সোনা জিতেছিলেন যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপে৷
  • শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে শতরান করলেন বাংলাদেশের অধিনায়ক মোমিনুল হক (১২৭)৷ তিনি এবং নাজমুল হোসেন শন্তি তৃতীয় উইকেটে ২৪২ রান করলেন যা বাংলাদেশের ক্ষেত্রে একটি রেকর্ড৷ শন্তির সংগ্রহ ১৬৩ রান৷