কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ এপ্রিল ২০২১

643
0
daily current affairs
Courtesy: ANI News

আন্তর্জাতিক
  • মহাকাশ অভিযাত্রী মাইকেল কলিন্স (৯০) প্রয়াত হলেন৷ দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি৷ ১৯৬৯ সালে নাসার চন্দ্র অভিযানে শামিল হয়েছিলেন মোট ৩ জন মার্কিন নভশ্চর৷ লুনার মডিউল-এ চড়ে চাঁদের মাটিতে পা রেখেছিলেন নিল আর্মস্ট্রং এবং এডউইন অলড্রিন৷ সেই সময় কম্যান্ড মডিউল কলম্বিয়ায় ছিলেন মাইকেল কলিন্স৷ নিল আর্মস্ট্রং প্রয়াত হয়েছেন ২০১২ সালে৷ প্রথম জীবনে মার্কিন বিমান বাহিনীর সদস্য ছিলেন মাইকেল৷
  • গোটা বিশ্বে করোনা সংক্রমণ ১৫ কোটি অতিক্রম করে গেল৷ এর মধ্যে প্রায় ১৩ কোটি মানুষ অবশ্য সুস্থ হয়ে উঠেছেন৷ করোনা সংক্রমণে শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ সেখানে ৩,২৯,৮৩,৯৪৯ জন সংক্রমিত হয়েছেন এবং প্রাণহানি হয়েছে ৫ লক্ষ ৮৮ হাজার ৩৪১ জনের৷ ব্রাজিলে করোনায় সংক্রমিত হয়েছেন ১,৪৫,২৩,৮০৭ জন এবং জীবনহানি হয়েছে ৩ লক্ষ ৯৮ হাজার ৩৪৩ জনের৷ সংক্রমণ সংখ্যায় ভারত দ্বিতীয় ও প্রাণহানির নিরিখে তৃতীয় স্থানে রয়েছে৷

 

জাতীয়
  • করোনা সংক্রমণে নতুন নজির গড়ল ভারত৷ এদিন ৩ লক্ষ ৭৯ হাজার ২৫৫৭  জন সংক্রমিত হলেন৷ একদিনে প্রাণহানি হল ৩,৬৪৫ জনের৷ একইসঙ্গে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৩০ লক্ষে (৩০,৮৪,৮১৪) পৌঁছে গেল৷ মহারাষ্ট্রে একদিনে ৬৬,১৫৯ জন সংক্রমিত হলেন৷ করোনা সংক্রমিতদের চিকিৎসায় সেনা হাসপাতাল ব্যবহার এবং চিকিৎসা সরঞ্জাম পরিবহণে সেনার পরিকাঠামো ব্যবহার নিয়ে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করলেন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানের সঙ্গে৷ সংক্রমণে প্রাণ হারালেন নাগপুরের বৃদ্ধ নারায়ণ দাভালকর (৮৫)৷ এক যুবককে চিকিৎসার সুযোগ করে দিতে নিজে হাসপাতালের শয্যা ছেড়ে দৃষ্টান্ত তৈরি করলেন তিনি৷ এদিকে রাজ্যগুলির জন্য প্রতিষেধকের দাম কিছুটা কমাল সিরাম ইনস্টিটিউট এবং ভারত বায়োটেক৷ কোভিশিল্ডের দাম ৪০০ থেকে কমে ৩০০ টাকা এবং কোভ্যাক্সিনের দাম ৬০০ থেকে কমে ৪০০ টাকা করা হল৷ এখন দেশে সুস্থতার হার ৮২.১০ শতাংশ যা একসময়ে হয়েছিল ৯৮ শতাংশ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন দাবি করলেন, ভারতে মৃত্যু হার (১.১১ শতাংশ) সবথেকে কম৷ অন্যদিকে ফরাসি সংবাদপত্র “ল্যো মঁদ”-এর সম্পাদকীয়তে ভারতে করোনার বেহাল পরিস্থিতিরর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দায়ী করা হল৷

 

বিবিধ
  • কবি শঙ্খ ঘোষের প্রয়াণের ৬ দিনের মধ্যেই প্রয়াত হলেন তাঁর স্ত্রী প্রতিমা ঘোষ (৮৯)৷ তাঁদের দাম্পত্যের বয়স ৬৫ বছর৷ কলকাতা বিশ্ববিদ্যালয়ে শঙ্খ ঘোষের সহপাঠিনী ছিলেন তিনি৷ পেশাগত ক্ষেত্রে প্রতিমা ঘোষ ছিলেন অধ্যাপিকা৷ “নয় বোনের বাড়ি”, “কজন কবি”, “সেইসব কথা”, “আপনজন” প্রভৃতি গ্রন্থ রচনা করেছেন তিনি৷ কবি তাঁকে ডাকতেন ইভা নামে৷ শঙ্খ ঘোষ তাঁর প্রথম কাব্যগ্রন্থ “দিনগুলি রাতগুলি” উৎসর্গ করেছিলেন কবিজায়াকেই৷
  • বাজাজ গোষ্ঠীর চেয়ারম্যানের পদ ছাড়লেন রাহুল বাজাজ৷ তিনি চেয়ারম্যান এমিরেটাস হচ্ছেন৷ ১ মে থেকে নতুন চেয়ারম্যান হবেন তাঁর ভাই নীরজ বাজাজ৷

 

খেলা
  • ভারতের মহিলা ক্রিকেট দলের প্রধান কোচ হওয়ার জন্য আবেদন জানালেন হেমলতা কালা, মমতা মাবেন, জয়া শর্মা, সুমন শর্মা ও নুসহিন আল খাদির৷ পুরুষদেরর মধ্যে ডব্লিউ ভি রামন, রমেশ পাওয়ারও আবেদন জানিয়েছেন৷
  • দেশে করোনা সংক্রমিতদের চিকিৎসায় এক কোটি টাকা দিলেন প্রাক্তন ক্রিকেটার শচীন তেন্ডুলকর৷ তিনি এই প্রকল্পের নাম দিলেন “মিশন অক্সিজেন”৷

 

২৮ এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন