কারেন্ট অ্যাফেয়ার্স ৩০ এপ্রিল ২০২১

749
0
current affairs
Courtesy: AajTak

আন্তর্জাতিক
  • ইহুদিদের একটি ধর্মস্থানে পদপিষ্ট হয়ে মৃত্যু হল ৪৪ জনের৷ জখম হয়েছেন আরও ১০৩ জন৷ উত্তর ইজরায়েলের পার্বত্য শহর মেরনে রাব্বি শিমন বার ইয়োচাইয়ের সমাধি ক্ষেত্রে এই দুর্ঘটনা ঘটেছে৷ কোভিড পরিস্থিতিতে এই প্রথম কোনও বড় জমায়েতের অনুমতি দিয়েছিল ইজরায়েল৷ সেখানেই এই দুর্ঘটনা ঘটে৷ প্রসঙ্গত, দ্বিতীয় শতকের এই সমাধিক্ষেত্র ইহুদিদের কাছে অত্যন্ত পবিত্র৷
  • আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পরেই তালিবানরা ক্ষমতা দখলের জন্য মরিয়া হয়ে উঠবে বলে আশঙ্কা প্রকাশ করলেন আফগান গোয়েন্দা প্রধান আহমেদ জিয়া সিরাজ৷ গত বছর দোহা চুক্তি অনুযায়ী ঠিক হয়েছিল এবছরের ১১ সেপ্টেম্বরের মধ্যে মার্কিন সেনা প্রত্যাহার সম্পূর্ণ হবে৷ সে কাজ শুরু হয়েছে৷ চুক্তি মেনে মার্কিন সেনার ওপর সাম্প্রতিক কালে হামলা চালায়নি তালিবান জঙ্গিরা৷ কিন্তু গত দুসপ্তাহে তালিবান জঙ্গিদের ৬টি আত্মঘাতী হামলা ও ৬৫টি বিস্ফোরণে ৬৫ জন আফগান নাগরিক ও ১২০ জন আফগান সেনার মৃত্যু হয়েছে৷

 

জাতীয়
  • দেশে এদিন ৩,৮৬,৪৫২ জন করোনা ভাইরাসে সংক্রমিত হলেন৷ প্রাণহানি হল ৩,৪৯৮ জনের৷ এদিন ২,৯৭,৫৪০ জন সুস্থ হয়ে উঠলেন৷ এদিন ভিডিও মাধ্যমে মন্ত্রিসভার বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ দেশ জুড়ে অক্সিজেনের অভাব প্রকট৷ হাসপাতালগুলি রোগীর ভিড় সামাল দিতে পারছে না৷ চিকিৎসার অভাবে মৃত্যু হচ্ছে মানুষের৷ দিল্লিতে এই রকমই একটি মামলার সূত্রে “করোনা পরিস্থিতি সামলাতে রাষ্ট্র ব্যর্থ” বলে মন্তব্য করল দিল্লি হাইকোর্ট৷ দেশ জুড়ে প্রতিষেধকের জন্যও হাহাকার চলছে৷ টিকা অমিল হওয়ায় নির্ধারিত সময়ে ১৮-৪৪ বছর বয়সীদের প্রতিষেধক দেওয়া যাবে না বলে জানিয়ে দিল প্রায় সব রাজ্যই৷ কেন্দ্রীয় সরকার কেন জাতীয় টিকাকরণ কর্মসূচি নেয়নি তা জানতে চাইল সুপ্রিম কোর্ট৷ এদিকে ৩১ মে পর্যন্ত আন্তর্জাতিক উড়ান বন্ধ রাখার কথা জানাল কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক৷ পশ্চিমবঙ্গে এদিন ১৭,৪১১ জন সংক্রমিত হয়েছেন৷ সংক্রমণ রুখতে শপিং কমপ্লেক্স, সিনেমা হল, রেস্তোরাঁ প্রভৃতি বন্ধ রাখার ও দোকান বাজার নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত জানাল রাজ্য সরকার৷

 

বিবিধ
  • সোলি জাহাঙ্গীর সোরাবজি (৯১) প্রয়াত হলেন৷ তিনি ১৯৮৯-৯০ সালে প্রথমবার এবং ১৯৯৮-২০০৪ সালে দ্বিতীয়বার দেশের অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছিলেন৷ রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদেও বসেছিলেন তিনি৷ ১৯৫৩ সালে বম্বে হাইকোর্টে আইন জীবন শুরু হয়েছিল তাঁর৷ কার্গিল সংঘর্ষের পর আন্তর্জাতিক আদালতে ভারতীয় বায়ুসেনার বিরুদ্ধে পাকিস্তানের মামলার আবেদন সোলি সোরাবজির সওয়ালের পর খারিজ হয়ে গিয়েছিল৷ সংবাদপত্রের স্বাধীনতা এবং বাক্ স্বাধীনতা নিয়ে তিনি বারবারই সরব ছিলেন৷ ২০০২ সালে তিনি পদ্মবিভূষণ সম্মান পেয়েছিলেন৷
  • টেলিভিশন সাংবাদিক রোহিত সারদানা (৪১) প্রয়াত হলেন৷ তিনি করোনায় সংক্রমিত হয়েছিলেন৷ ২০১৮ সালে গণেশ শঙ্কর বিদ্যার্থী পুরস্কার পেয়েছিলেন তিনি৷

 

খেলা
  • চান্দ্রো তোমার (৮৯) প্রয়াত হলেন৷ তাঁকে বলা হত শ্যুটার দাদি৷ উত্তর প্রদেশের বাগপেত জেলার এই মহিলা পুরুষতন্ত্রের কাছে হার না মেনে নিজের ৬৫ বছর বয়সে প্রতিযোগিতা মূলক শ্যুটিংয়ে অংশ নিতে শুরু করেছিলেন৷ তিনি করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন৷ “ষণ্ড কি আঁখ” হিন্দি চলচ্চিত্রটি তাঁর জীবন অবলম্বনেই তৈরি৷
  • ২০২১ সালের টি২০ বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা৷ করোনা পরিস্থিতিতে যদি তা সম্ভব না হয় তাহলে তা সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজন করা যেতে পারে বলে জানাল বিসিসিআই৷
  • এএফসি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির আল ওয়াদার কাছে ০-২ গোলে পরাস্ত হল এফসি গোয়া৷ গ্রুপ “ই”তে ৬ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান পেল গোয়া৷ প্রথম দুই স্থানাধিকারী পার্সেপোলিস এবং আল ওয়াদা পরবর্তী পর্বে খেলার সুযোগ পেল৷