কারেন্ট অ্যাফেয়ার্স ২ মে ২০২১

596
0
current affairs
Courtesy: Scroll.in

আন্তর্জাতিক
  • মাউন্ট মেরনের ঘটনায় এক দিনের জাতীয় শোক পালন করল ইজরায়েল৷ ৩০ এপ্রিল সেখানে ইহুদিদের একটি প্রাচীন তীর্থক্ষেত্রে পদপিষ্ট হয়ে ৪৫ জনের মৃত্যু হয়েছে৷ উত্তর ইজরায়েলের ওই পার্বত্য শহরে রয়েছে ইহুদি ধর্মগুরু রাবাই শিমন বার ইয়োচাইয়ের সমাধি৷
  • মে দিবসের মিছিলে ফ্রান্সের বিভিন্ন শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষ হল আন্দোলনকারীদের৷ শুধু প্যারিসেই কালো জ্যাকেট পরে বিক্ষোভে অংশ নিয়েছেন ১৭ হাজার মানুষ৷ সামাজিক ও অর্থনৈতিক ন্যায় সংক্রান্ত সরকারি নীতি বদলের প্রতিবাদে মিছিলগুলি হিংসাত্মক হয়ে গিয়েছিল৷ জার্মানির বিভিন্ন শহরেও মিছিল এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের খবর পাওয়া গেছে৷

 

জাতীয়
  • দেশে এদিন ৩,৯২,৪৮৮ জন করোনায় সংক্রমিত হলেন৷ প্রাণহানি হল ৩,৬৮৯ জনের৷ একদিনে সুস্থও হয়ে উঠলেন ৩ লক্ষাধিক মানুষ৷ দেশে প্রতিষেধক উৎপাদন বাড়াতে পেটেন্ট আইন প্রয়োগ করে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে টিকা উৎপাদন করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানালেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷ সিরাম, ভারত বায়োটেককে লাইসেন্স ফি মিটিয়ে তা করা যেতে পারে বলে মত দিলেন তিনি৷ দেশবাসীকে বিনামূল্যে প্রতিষেধক দিতে কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখলেন ১৩ জন বিরোধী নেতা৷
  • ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল গণনা শুরু হল৷ কোন দল ক্ষমতাসীন হবে তা অবশ্য রাতেই স্পষ্ট হল৷ পশ্চিমবঙ্গে দুই শতাধিক আসনে জিতে জয়লাভ নিশ্চিত করেছে তৃণমূল কংগ্রেস৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃ্ত্বে পরপর তৃতীয়বার ক্ষমতায় থাকল টিএমসি৷ সেখানে প্রধান বিরোধী দল হয়ে উঠল বিজেপি৷ পশ্চিমবঙ্গে তৃণমূল একাই পেল ৪৮ শতাংশ ভোট৷ স্বাধীনতার পর এই প্রথম রাজ্য বিধানসভায় বামফ্রন্ট এবং জাতীয় কংগ্রেস একটি আসনও পেল না৷ রাজনৈতিক পরামর্শদাতা হিসাবে ভোটকুশলী প্রশান্ত কিশোরের ভূমিকা প্রশংসিত হল৷ কেরলে জয়ী হল বাম গণতান্ত্রিক জোট৷ সেখানে গত ৪০ বছরে এই প্রথম কোন‌ও দল পরপর দুবার ক্ষমতায় ফিরল৷ কেরলের ইতিহহাসে এই প্রথম কেউ পরপর দুবার মুখ্যমন্ত্রীর গদিতে বসছেন (পিনারাই বিজয়ন)৷ অসমে বিজেপির মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বে দ্বিতীয়বার সরকার গঠন করতে চলেছে বিজেপি৷ তামিলনাড়ুতে দশ বছর ক্ষমতায় থাকার পর পরাস্ত হল এডিএমকে৷ সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এম কে স্ট্যালিনের নেতৃত্বাধীন ডিএমকে৷ পুদুচেরিতে জয়লাভ করল বিজেপি এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী এন রঙ্গাস্বামীর দল এআইএনআরসি-এর জোট৷
  • ঐতিহাসিক হীরেন্দ্রনাথ চক্রবর্তী (৯০) প্রয়াত হলেন৷ তিনি কব নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ভাই৷ প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন অধ্যাপক এবং স্টেট আর্কাইভের প্রাক্তন অধিকর্তা তিনি৷ ভিক্টোরিয়া মেমোরিয়ালের কিউরেটরও ছিলেন তিনি৷ তাঁর আমলেই ভিক্টোরিয়া মেমোরিয়ালে ক্যালকাটা গ্যালারি এবং লাইট অ্যান্ড সাউন্ডের উদ্বোধন হয়েছিল৷

 

বিবিধ
  • রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার চতুর্থ ডেপুটি গভর্নর নিযুক্ত হলেন টি রবিশঙ্কর৷ অপর তিন ডেপুটি গভর্নর হলেন মাইকেল ডি পাত্র, মুকেশ কুমার জৈন এবং রাজেশ্বর রাও৷ ১৯৯০ সালে রিসার্চ অফিসার হিসাবে আরবিআইতে যোগ দেন তিনি৷
  • স্পেস এক্স সংস্থার ড্রাগস ক্যাপসুল নিরাপদে অবতরণ করল মেক্সিকো উপসাগরে৷ আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে ৪ জন মহাকাশচারী নিরাপদে পৃথিবীতে ফিরলেন৷ এই অভিযানে ১৬৭ দিন মহাকাশে ছিলেন তাঁরা৷
  • এপ্রিল মাসে দেশে জিএসটি বাবদ আয় হল রেকর্ড ১,৪১,৩৮৪ কোটি টাকা৷ এই নিয়ে টানা ৭ মাস জিএসটি সংগ্রহ লক্ষ কোটির উপরে থাকল৷

 

খেলা
  • এ মরসুমের সিরি এ খেতাব জিতল ইন্টার মিলান৷ ১১ বছর পর ফের তারা এই খেতাব জিতল৷ টানা ৯ বার লিগ খেতাব জয়ের যে দৃষ্টান্ত স্থাপন করেছে জুভেন্তাস সেই জয়রথও থামিয়ে দিল তারা৷ ৩৪ ম্যাচের পর লিগে তাদের এবং আটলান্টার সমান পয়েন্ট (৬৯) হলেও গোল পার্থক্যে ট্রফি পেল ইন্টার মিলান৷
  • জাতীয় ক্রিকেটের অন্যতম নির্বাচক কিষাণ রাঙতা (৮৮) প্রয়াত হলেন৷ রাজস্থান রঞ্জি দলের প্রাক্তন অধিনায়ক তিনি৷ করোনায় সংক্রমিত হয়েছিলেন৷