ইজরায়েল যদি পুনরায় হামলা না চালায় তাহলে ইরানও আপাতত আর যুদ্ধের কথা ভাববে না। এদিন এই ভাবেই নিজেদের অবস্থান স্পষ্ট করল ইরান। তবে আন্তর্জাতিক মহলের আশঙ্কা, ইজরায়েল এখনো চেষ্টা করছে ইরানের বিরুদ্ধে কিছু পদক্ষেপ নেওয়ার। এমনকি ইরানের পরমাণু কেন্দ্র তারা হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি।
প্রবল বৃষ্টিতে ৪৯ জনের মৃত্যু হল পাকিস্তানে। দক্ষিণ-পশ্চিম পাকিস্তানে জরুরি অবস্থা জারি করা হল প্রতিকূল প্রাকৃতিক পরিস্থিতির মোকাবিলায়।
পাক ন্যাশনাল অ্যাসেম্বলির নবনির্বাচিত সাংসদ হিসেবে এদিন শপথ গ্রহণ করলেন আসিফা ভুট্টো জারদারি।৩০ বছর বয়সি আসিফা পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো এবং বর্তমান রাষ্ট্রপতি আসিফ আলি জারদারির কনিষ্ঠা কন্যা। আসিফা পাকিস্তানের প্রথম শিশু যে পোলিও টিকা গ্রহণ করেছিল। আসিফা লন্ডন বিশ্ববিদ্যালয় এবং এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।
জাতীয়
ছত্তিশগড়ের কাঁকে জেলায় মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত ২৯ জন মাওবাদী নিহত হয়েছেন। এই ঘটনায় জখম হয়েছেন তিনজন জওয়ান। বিএসএফ এবং জেলা রিজার্ভ গার্ড অরণ্যের মধ্যে মাওবাদীদের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছিল বলে জানা গেছে। নিহতদের মধ্যে রয়েছেন মাওবাদী নেতা শঙ্কর রাও। তার মাথার দাম ২৯ লক্ষ টাকা বলে ঘোষণা করেছিল প্রশাসন।
প্রকাশ্যে অ্যালোপ্যাথিক চিকিৎসার বিরুদ্ধে প্রচার এবং কোভিডের ওষুধ আবিষ্কার নিয়ে বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রকাশের মামলায় সুপ্রিমকোর্টে সামনে উপস্থিত হয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন পতঞ্জলি সংস্থার দুই শীর্ষকর্তা বাবা রামদেব এবং বালকৃষ্ণ।
কাশ্মীরে ঝিলম নদীতে নৌকাডুবি হয়ে ছয় জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে চারজন স্কুল পড়ুয়া।
খেলা
ঢাকে কাঠি পড়ল প্যারিস অলিম্পিকের। আসন্ন প্রতিযোগিতার জন্য এদিন জালানো হলো অলিম্পিক মশাল। গ্রিসের সেই ঐতিহাসিক স্থানে পুরনো প্রথা মেনেই মশাল জালানো হলো।
উজবেকিস্তানে আয়োজিত এশীয় কুস্তি প্রতিযোগিতায় ভারতের পুরুষ প্রতিযোগী রোহিত দাহিয়া রোমান ৮২ কেজি ইভেন্টের সেমিফাইনালে উঠলেন।
বার্সেলোনাকে হারিয়ে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছালো পিএসজি। কোয়ার্টার ফাইনালের দুই পর্বে তাদের পক্ষে ফল ৬-৪।
বিবিধ
প্রকাশিত হল ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার ফলাফল। এ বছর এই পরীক্ষায় প্রথম হয়েছেন লখনউয়ের আদিত্য শ্রীবাস্তব।
অসুস্থতাজনিত ছুটির ব্যবস্থা রয়েছে বিশ্বের সব সংস্থাতেই কিন্তু মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়া হয় না তেমন কোথাও। চিনের একটি সংস্থা ফাত দং লাই কর্মীদের মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে স্যাড লিভ বা আনহ্যাপি লিভ এর ব্যবস্থা করল। কর্মীরা বছরে দশটি এই ধরনের ছুটি নিতে পারবেন।
গোটা বিশ্বের সঙ্গে ভারতের শেয়ার বাজারেও পড়েছে ইরান ইজরায়েল যুদ্ধ পরিস্থিতির আঁচ। তিন দিনে শেয়ার সূচক সেনসেক্স পড়েছে ২০৯৪.৪৭ অংক এবং নিফটি পড়েছে ৬০৫.৯০ অংক। ফলে তিন দিনে বাজার থেকে লগ্নিকারীদের ৭.৯৩ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে।