আন্তর্জাতিক
- প্যালেস্তাইনের গাজায় ইজরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪৫ হাজার ছাড়াল। তার মধ্যে ১৭ হাজারই শিশু। ১১ হাজার মানুষ নিখোঁজ। গাজার স্বাস্থ্যমন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। গত বছর ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই হামলা চালায় হামাস। সেদিন ইজরায়েলে নিহত হন অন্তত ১ হাজার ১৩৯ জন। ইজরায়েল থেকে দুই শতাধিক বন্দি করে গাজায় আনা হয়। জবাবে সেদিন থেকেই অবরুদ্ধ গাজায় হামলা শুরু করে ইজরায়েল। ২৩ লাখ লোকের বসবাস এই উপত্যকায় মসজিদ, বিদ্যালয়, হাসপাতাল, আবাসিক ভবন কিছুই বাদ যায়নি।
- সিরিয়ার রাজধানী দামাস্কাসে একটি গণকবরে অন্তত এক লাখ মানুষের মৃতদেহ রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সিরীয় পর্যবেক্ষক সংস্থা।দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের আমলে এ সব মানুষকে হত্যা করা হয়েছে।
- ইরানের হিজাববিষয়ক বিতর্কিত একটি আইন স্থগিত করল দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল।প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আইনটিকে অস্পষ্ট এবং সংস্কারের প্রয়োজন বলে উল্লেখ করেছেন। প্রস্তাবিত নতুন আইনে নারী ও মেয়েদের চুল, হাতের বাহু ও পায়ের নিচের অংশ উন্মুক্ত প্রদর্শনের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রাখা হয়েছিল। এই আইনকে কেন্দ্র করে অতীতে অনেক বিক্ষোভের জন্ম হয়েছিল।কেউ আইন না মানলে তাকে বড় জরিমানা এবং ১৫ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছিল।গত সপ্তাহে ভিন্ন মাত্রা পেয়েছে দেশটির জনপ্রিয় সঙ্গীত শিল্পী পারাসতো আহমাদির গ্রেফতারকে কেন্দ্র করে। তিনি হিজাব পরিধান না করেই ইউটিউবে ভার্চুয়াল কনসার্ট লাইভ করছিলেন। ২০২২ সালে পুলিশি হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর ঘটনার পর থেকেই দেশটিতে হিজাব ইস্যুতে উত্তেজনা রয়েছে। পোশাক বিধি না মানার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল তিনি মারা যান।
দেশ
- ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ভারতের পররাষ্ট্রনীতি পালটানো দরকার। কারণ আগামী দিনে বিদেশে কর্মরত ভারতীয়দের সংখ্যা নাটকীয়ভাবে বাড়তে চলেছে বলে মনে করেন তিনি। তাঁর মতে, ভারতীয়দের বিদেশে কাজ করতে যাওয়ার সংখ্যা বিপুল আকারে বাড়তে পারে। তাই ভারতীয় পররাষ্ট্র নীতি নিয়ে বড় পরিকল্পনা করা, স্মার্ট পরিকল্পনা করা খুবই প্রয়োজন হয়ে পড়েছে।
- ২০২৬ সালের মধ্যে দেশ থেকে মওবাদী নির্মূল করার সংকল্প নিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সে কারণেই ছত্তীশগঢ়, ওড়িশা, মহারাষ্ট্র, তেলেঙ্গনা, অন্ধ্রপ্রদেশ এবং অসমের মোট ৩০ জন প্রাক্তন মাওবাদীদের সঙ্গে দেখা করলেন অমিত শাহ। ইতিমধ্যে দেশে তাদের সঙ্গে ২০টি শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছে। আত্মসমর্পণ করেছেন ৯ হাজার মাওবাদী। প্রাক্তন মাওবাদীদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনায় ১৫ হাজারটি বাড়ির অনুমোদন দিয়েছে কেন্দ্র।
খেলা
- ব্রিসবেনে তৃতীয় দিনেও ধরা পড়ল ভারতীয় ক্রিকেটারদের অস্ট্রেলীয় দলের কাছে আত্মসমর্পণ। তৃতীয় দিনেও ব্যাটিংয়ে ধস নামেভারতীয় দলে। তৃতীয় দিনে ১৭ ওভার খেলা হয়েছে। তার মধ্যে চরটি উইকেট হারিয়েছে ভারত। রান উঠেছে মাত্র ৫১। অস্ট্রেলিয়ার ৪৪৫ রানের জবাবে। বৃষ্টিতে খেলার বিঘ্ন ঘটেছে।
বিবিধ
- চীনে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল পর্যায়ের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। দেশের উদ্ভাবনী প্রতিভার চাহিদা মেটাতে এবং শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা ও সমস্যা সমাধানের সক্ষমতা বাড়াতে স্কুলগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই শিক্ষার কথা বলেছে। প্রাথমিকের প্রথম ধাপে শিক্ষার্থীদের এআই প্রযুক্তির সঙ্গে পরিচয় করানো হবে।
- কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন রোববার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে মারা যান। দীর্ঘদিন ধরে তিনি রক্তচাপের সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে। ওনাকে কেউ কেউ ‘আঙুলের জাদুকর’ বলেন। ৭৩ বছর বয়সি জাকির হোসেন যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। দীর্ঘদিন ধরে তিনি রক্তচাপের সমস্যায় ভুগছিলেন। গত এক সপ্তাহ ধরে সান ফ্রান্সিসকোর হাসপাতালে হৃদরোগজনিত সমস্যার জন্য ভর্তি ছিলেন।ভারতীয় ক্লাসিক্যাল সংগীতের একজন পুরোধা হিসাবে বিবেচনা করা হয় জাকির হোসেনকে। ১৯ বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। পণ্ডিত রবিশঙ্করের সাহচর্যে ১৯৭০ সালে প্রথম যুক্তরাষ্ট্রের একটি সংগীতানুষ্ঠানে অংশ নেন তিনি।
- ১৯৫১ সালের ৯ মার্চ ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন জাকির হোসেন। তার বাবা ওস্তাদ আল্লারাখা খানও একজন প্রখ্যাত তবলাবাদক ছিলেন। জাকির হোসেন শৈশব থেকেই তবলা বাজানোয় দক্ষতা অর্জন করেন। পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণের মতো একাধিক সম্মানে ভূষিত হয়েছিলেন তিনি। ১৯৯৯ সালে তিনি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ অসামরিক সম্মান পান। এছাড়া তিনবার গ্রামি পেয়েছিলেন তিনি। ভারতের কোনো শিল্পীর ঝুলিতে আর এমন সম্মান আসেনি।নিউইয়র্কে থাকা অবস্থায় ইংলিশ গিটারিস্ট জন ম্যাকলাফলিনকে নিয়ে ব্যান্ডদল ‘শক্তি’ প্রতিষ্ঠা করেন জাকির হোসেন। ভারত ও ভারতের বাইরে অনেক বিখ্যাত সংগীত শিল্পী ও মিউজিক গ্রুপের সঙ্গে কাজ করেছেন তিনি—যার মধ্যে রয়েছেন প্রখ্যাত আইরিশ গায়ক ভ্যান মরিসন ও ব্রিটিশ মিউজিক গ্রুপ ‘লন্ডন স্ট্রিং কোয়ার্টলেট’।অ্যান্তোনিয়া মিনেকোলাতাঁর আমেরিকান-ইতালিয়ান স্ত্রী। দুই কন্যা রয়েছে।
- টাকার মূল্য নজিরবিহীন তলানিতে। এক লাফে ১১ পয়সা উঠে এই প্রথম এক ডলার হল ৮৪.৯১ টাকা। পরিস্থিতি এই যে আমেরিকার ৮৫ টাকা ছুঁয়ে ফেলা এখন সময়ের অপেক্ষা।