কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ জানুয়ারি ২০২৪

schedule
2024-01-17 | 05:49h
update
2024-01-17 | 05:49h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • সন্ত্রাসবাদিদের নির্মূল করতে তিনটি প্রতিবেশী দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। তারা পাকিস্তানের বালুচিস্থান এলাকায় জইস অল অদল জঙ্গিদের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছোড়ে। ইরাকের স্বশাসিত কুর্দিস্তান অঞ্চলে তারা হামলা চালায়। সেখানে ইজরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের গোপন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। এছাড়াও সিরিয়ায় আইএস জঙ্গিদের ঘাঁটি ধ্বংস করতে জঙ্গিদের ঘাঁটিতে তারা ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে বলে জানা গেছে।  এই সশস্ত্র হামলায় বেশ কয়েকজন জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় সংশ্লিষ্ট দেশগুলির বক্তব্য এখনও প্রকাশিত হয়নি।
  • দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সুর তীব্র করল উত্তর কোরিয়া। এদিন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ং-এ একটি জনসভায় বক্তব্য রাখার সময় বলেন, দক্ষিণ কোরিয়াযই তাদের প্রধান শত্রু। দুই কোরিয়ার মিলনের লক্ষ্যে রাজধানী শহরে যে বিশাল সৌধ রয়েছে তা ভেঙে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন তিনি।
  • ২০২৪ সালে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে রিপাবলিকান দলের প্রধান তিনজন প্রার্থী পদের প্রত্যাশী হলেন প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, ফ্লোরিডার গভর্নর রন ডিসটেন্সটান্সিস এবং রাষ্ট্রসঙ্ঘে প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি ।এর মধ্যে আইওয়া প্রদেশের রিপাবলিকান প্রার্থীদের মধ্যে প্রাথমিক নির্বাচনে ৫১ শতাংশ ভোট পেয়ে এগিয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প।
Advertisement

জাতীয়
  • মিজোরামের অ্যাডভোকেট জেনারেল নিযুক্ত হলেন বিশ্বজিৎ দেব। এর আগে ২০০৮ থেকে ১৮ সাল পর্যন্ত দীর্ঘদিন তিনি ওই দায়িত্ব পালন করেছেন। এই পথ পূর্ণমন্ত্রীর মর্যাদার।
  • অন্ধ্রপ্রদেশ উৎকর্ষ বিকাশ দুর্নীতি মামলায় অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে মামলা বাতিল করার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।
খেলা
  • চমকে দিলেন সুমিত নাগাল। অস্ট্রেলিয়া ওপেনে পুরুষদের সিঙ্গেলসে তিনি প্রথম রাউন্ডে হারিয়ে দিলেন ৩১ তম বাছাই এবং বিশ্বের ২৭ নম্বর খেলোয়াড় কাজাকস্থানের আলেকজান্ডার বুবলিককে। সুমিতের নিজের বিশ্ব রাঙ্কিং  ১৩৭। সুমিত কোন গ্র্যান্ড স্ল্যামে কোন বাছাই খেলোয়ারকে পরাজিত করে একজন ভারতীয় হিসেবে ৩৫ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন। এর আগে ১৯৮৯ সালে শেষবার অস্ট্রেলিয়া ওপেনিংয়ে রমেশ কৃষ্ণন দ্বিতীয় রাউন্ডে হারিয়েছিলেন বিশ্বের এক নম্বর ম্যাটস ভিল্যান্ডারকে।
  • মেয়েদের হকিতে অলিম্পিকের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ভারত ৫-১ গোলে হারিয়ে দিল ইতালিকে। ভারতের হয়ে জোড়া গোল করলেন উদিতা দুহান। এদিন উদিতার ছিল শততম আন্তর্জাতিক ম্যাচ।
  • পুরুষদের ফুটবল বিশ্বে ২০২৩ সালে বিশ্বসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন লিওনেল মেসি। ২০২২ সালের ১৯ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ২০ আগস্ট এর মধ্যে পারফরম্যান্সের ভিত্তিতে বেছে নেওয়া হয় শ্রেষ্ঠ ফুটবলারকে। এবার রেটিং এর বিচারে মেসি এবং আর্নল্ড হাল্যান্ড একই স্কোর করেন। তারপর বিশ্বের বিভিন্ন দেশের ফুটবল অধিনায়কদের ভোটের বিচারে শেষ হাসি হাসলেন মেসি।
বিবিধ
  • বিশ্বের শ্রেষ্ঠ মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে শীর্ষ তালিকায় নাম তুলল ভারতীয় বংশোদ্ভূত ছাত্রী পৃশা চক্রবর্তী। সে মার্কিন যুক্তরাষ্ট্র নিবাসী। সেখানকার ‘হফকিন্স সেন্টার ফর ট্যালেন্টেড ইউথ’ ২০২৩ সালে বিশ্বের ৯০টি দেশের ১৬ হাজার ছাত্রছাত্রীর মধ্যে যে পরীক্ষা নিয়েছিল তাতে ৯ বছরের পৃষা সেরাদের তালিকায় নাম তুলেছে।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.05.2024 - 06:46:36
Privacy-Data & cookie usage: