আন্তর্জাতিক
- পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বন্নু সেনাঘাঁটিতে হামলা চালালো তালিবান জঙ্গিরা। এই হামলায় আট জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। প্রবল সংঘর্ষে তালিবান পক্ষের ১০ জন নিহত হয়েছে। টানা ১৮ ঘণ্টা ধরে সংঘর্ষ চলে। প্রসঙ্গত ২০২১ সালের আগস্ট মাসে তালিবান আফগানিস্তানের শাসন ক্ষমতা দখল করার পর তাদের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ক্রমশই তলানিতে গিয়ে ঠেকেছে।
- বাংলাদেশ সংরক্ষণ বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠল বিস্তীর্ণ এলাকা। দু দল ছাত্রের মধ্যে সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন। জখম হয়েছেন পাঁচ শতাধিক ছাত্র। চট্টগ্রাম থেকে ঢাকা সর্বত্রই চলছে বিক্ষোভের আগুন। শাসক দল আওয়ামি লিগের ছাত্র সংগঠন ছাত্রলিগের সঙ্গে সংরক্ষণ বিরোধী ছাত্র-ছাত্রীদের তুমুল লড়াই চলছে। এই পরিস্থিতিতে ঢাকায় অনির্দিষ্টকালের জন্য সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিল শেখ হাসিনা সরকার। হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট পরীক্ষাও স্থগিত রাখা হলো।
- মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে রিপাবলিকান দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদের জন্য প্রার্থী হিসাবে ঘোষণা করা হলো ডোনাল্ড ট্রাম্পের নাম উপরাষ্ট্রপতি পদে ঘোষণা করা হলো জেডি ভান্সের নাম। জেডি ফানসের স্ত্রী উষা চিলকুড়ি ভান্স ভারতীয় বংশোদ্ভুত।
জাতীয়
- বিচারপতি এন কোটিশ্বর সিং এবং বিচারপতি আর মহাদেবনকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিচারপতি সিং মনিপুরের মানুষ। এই প্রথম উত্তর-পূর্ব ভারতের কোন ব্যক্তি সর্বোচ্চ আদালতের বিচারপতি পদে নিযুক্ত হলেন।
- জম্মু ও কাশ্মীরে দোডা জেলায় সেনাবাহিনীর তল্লাশি অভিযানে জঙ্গিদের হামলায় শহিদ হলেন একজন ক্যাপ্টেন সহ মোট চারজন জওয়ান। দার্জিলিং এর বাসিন্দা সেনা অফিসার ক্যাপ্টেন ব্রিজেশ থাপা (২৭) এই ঘটনায় শহিদ হয়েছেন।
- উত্তরবঙ্গে নিউ জলপাইগুড়ি স্টেশন এর কাছে গত ১৭ জুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কায় মালগাড়ির চালকসহ ১০ জন নিহত হয়েছিলেন। এই ঘটনা নিয়ে তদন্ত চালিয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাছে তদন্তে রিপোর্ট পেশ করেছেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। এই তদন্ত রিপোর্টে রেলের পরিচালন ব্যবস্থার অসংখ্য ত্রুটির কথা উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।
খেলা
- ইউরো কাপের ফাইনালে উঠেও কাপ জিততে পারেনি ইংল্যান্ড। এর আগের ইউরো কাপেও তারা সন্তুষ্ট ছিল রানার আপ হয়ে। এই ব্যর্থতার দায় মেনে ইংল্যান্ডের কোচের পথ থেকে ইস্তফা দিলেন গ্যারেট সাউথগেট। সাউথগেটের প্রশিক্ষণে ১০২ টি ম্যাচ খেলেছে ইংল্যান্ড।
বিবিধ
- মধ্যপ্রদেশের গুনায় পুলিশি হেফাজতে এক জনজাতি যুবকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে থানার সামনে নগ্ন হয়ে প্রতিবাদে জানালেন মৃত যুবকের পরিজন। ২৫ বছর বয়সি দেবা পরোধী নামে এক যুবক বিয়ের দিনই পুলিশি হেফাজতে নিহত হন। এরপর পুলিশের বিরুদ্ধে প্রতিবাদে মহিলারা নিতান্ত বাধ্য হয়ে এই পথ নেন বলে মনে করা হচ্ছে প্রসঙ্গত কুড়ি বছর আগে মনিপুরে সেনাবাহিনীর দমনপিরণের প্রতিবাদে অনুরূপ আন্দোলন করা হয়েছিল।