কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ জুন ২০২৩

361
0
Current Affairs 23rd January

আন্তর্জাতিক
  • মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৯২ বছর বয়সে প্রয়াত হলেন ড্যানিয়েল এলসবার্গ। তিনি একসময় ছিলেন মার্কিন সরকারের পরমাণু অস্ত্র বিষয়ক উপদেষ্টা। তখন মার্কিন রাষ্ট্রপতি ছিলেন রিচার্ড নিক্সন। তখন শুরু হয়েছে ভিয়েতনাম যুদ্ধ। বিভিন্ন তথ্য জানতে পেরে মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি দৈনিক পত্রিকার হাতে তুলে দিয়েছিলেন ড্যানিয়েল। ১৯৭১ সালে প্রকাশিত হয় সেই সব খবর। এই বিষয়টি ‘পেন্টাগন পেপারস’ নামে পরিচিত। মার্কিন সরকার গুপ্তচরবৃত্তির অভিযোগ আনে ড্যানিয়েলের বিরুদ্ধে। তাঁকে দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক বলে ঘোষণা করা হয়। কিন্তু আদালতে নির্দোষ প্রমাণিত হন ড্যানিয়েল। তিনি মানুষের দরবারে হুইসেল ব্লোয়ার নামে পরিচিতি পান। তাঁর জীবনের এই ঘটনা নিয়ে হলিউডে ‘দা পোস্ট’ ছবিটি তৈরি হয়েছে।
জাতীয়
  • ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’- এর দাপটে গুজরাটের দুই উপকূলবর্তী জেলা কচ্ছ ও সৌরাষ্ট্র অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হল। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ৪৬০০ গ্রাম। পাঁচ হাজার একশ কুড়িটি বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। বহু ট্রেন বাতিল করেছে পশ্চিম রেলওয়ে। উপড়ে পড়েছে অসংখ্য গাছ। ১৮টি বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা দিন রাত এক করে কাজ করছেন।
  • নয়াদিল্লির নেহরু মেমোরিয়াল মিউজিয়াম এন্ড লাইব্রেরি সোসাইটির নাম পরিবর্তন করে রাখা হলো প্রধানমন্ত্রী সংগ্রহশালা এবং গ্রন্থাগার সোসাইটি। দেশের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরুর বাসভবন তিনমূর্তি ভবনে এই জাদুঘর ও পাঠাগার অবস্থিত।
খেলা
  • শুরু হলো ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে অ্যাসেস সিরিজ। এদিন বার্মিংহামে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে ৮ উইকেটে ৩৯৩ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করলো ইংল্যান্ড। এদিন শতরান করলেন ইংল্যান্ডের জো রুট। টেস্টে এটি তাঁর ৩০ তম শতরান। জবাবে কোন উইকেট না হারিয়ে ১৪ রান করল অস্ট্রেলিয়া।
  • নেশনস লিগের ফাইনালে উঠলো স্পেন। সেমিফাইনালে তারা ২-১ গোলে হারিয়ে দিল ইতালিকে। ২০২১ সালে একইভাবে নেশনস লিগের সেমিফাইনালে ইতালিকে হারিয়েছিল স্পেন। ফাইনালে তারা মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার। আগের বার নেশনস লিগ চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স।
  • ইন্দোনেশিয়া ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতার ছেলেদের সিঙ্গেলস সেমিফাইনালে পৌঁছলেন ভারতের এইচ এস প্রণয়। কোয়ার্টার ফাইনালে তিনি হারিয়ে দিলেন জাপানের নারাওকাকে। ছেলেদের ডাবলস সেমিফাইনালে উঠলেন ভারতের সাত্ত্বিক সাইরাজ – চিরাগ শেট্টি জুটি।
  • এক ওভারে ছয় বলে ছটি উইকেট নিয়ে বিরল রেকর্ড গড়লেন ইংল্যান্ডের বালক অলিভার হোয়াইটহাউস। মাত্র ১২ বছরের অলিভার জুনিয়র ক্রিকেটে কুকিল দলের বিরুদ্ধে ব্রমসগ্রভ ক্রিকেট ক্লাবের ওয়ে এই রেকর্ড করলেন। বোল্ড করে এই ৬ জনকে আউট করেছেন তিনি। এই ম্যাচে অলিভারের সংগ্রহ ৮ উইকেট।
বিবিধ
  • ভারতের শেয়ার সূচক পৌঁছল সর্বকালীন উচ্চতায়। এদিন বম্বে স্টক এক্সচেঞ্জে সূচক সেনসেক্স বেড়ে হয়েছে ৬৩৩৮৪.৫৮ পয়েন্ট। এর আগে গত এক ডিসেম্বর সূচক ৬৩২৮৪.১৯ পয়েন্ট হয়েছিল। এদিন রেকর্ড গড়েছে অপর শেয়ার সূচক নিফটিও। এদিন তা বেড়ে হয় ১৮৮২৬ পয়েন্ট।