কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ জুন ২০২৪

171
0

আন্তর্জাতিক
  • সুইজারল্যান্ডের বারজেন স্টক রিসোর্টে ১৫ ও ১৬ জুন অনুষ্ঠিত হলো ইউক্রেন শান্তি সম্মেলন। ইউক্রেনে শান্তি ফেরাতে এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। বৈঠক শেষে যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। ভারতের পক্ষে এই বৈঠকে অংশ নিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রকের সচিব পবন কাপুর। তবে ভারত এই যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেনি। কারণ, ভারতের বক্তব্য, রাশিয়ার প্রতিনিধি ছাড়া এই বৈঠক অসম্পূর্ণ। ভারত বরাবরই আলোচনা ও কূটনীতির মাধ্যমে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাধানে বক্তব্য পেশ করেছে।
  • মার্কিন যুক্তরাষ্ট্রে বাম্পস্টককে বৈধ ঘোষণা করে সুপ্রিম কোর্টের রায়দানের পরের দিনই ঘটলো বন্দুক নিয়ে নির্বিচার গুলি চালানোর ঘটনা। ডেট্রয়েটের কাছে মিশিগানের রচেষ্টার হিলস-এর ব্রুকল্যান্ডস প্লাজা স্প্ম্যাশ প্যাড ওয়াটার পার্কে গুলি চালালো এক আততায়ী। এই হামলায় দুজন নিহত হয়েছেন এবং অন্তত দশ জন গুরুতর জখম হয়েছেন। বিনোদন পার্কে আতঙ্ক ছড়িয়ে এই ঘটনা ঘটার পর আত্মঘাতী হয় সেই আততায়ী।
জাতীয়
  • সংসদ ভবনের এক প্রান্তে ‘প্রেরণাস্থল’ এর উদ্বোধন করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। নবগঠিত সংসদ ভবনের এই উদ্যানে রাখা হয়েছে মহাত্মা গান্ধি ,বি আর আম্বেদকর, ছত্রপতি শিবাজি, বিরসা মুন্ডা, জ্যোতিরাও ফুলে, মহারাণা প্রতাপ প্রমূখ মহান ব্যক্তিদের প্রস্তর মূর্তি। প্রসঙ্গত, এর মধ্যে মহাত্মা গান্ধির ধ্যানমগ্ন মূর্তিটি একটি বিশেষ কারণে বিশিষ্ট। রাম ভি সুতারের তৈরি এই ১৬ ফুট উঁচু ব্রোঞ্জের মূর্তিটির সামনেই বারবার সমবেত হতে দেখা যেত দেশের বিরোধী দলগুলিকে। মূলত অবস্থান-বিক্ষোভের জন্য বেছে নেওয়া হতো গান্ধি মূর্তি চত্বরকে। এদিন দেশের বিরোধী দলগুলি এই মূর্তিটি সংসদের প্রত্যন্ত অংশে সরিয়ে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে প্রেরনাস্থলের উদ্বোধন অনুষ্ঠান বয়কট করেছে।
  • ভারতের বিভিন্ন নির্বাচনে ব্যবহৃত বৈদ্যুতিন ভোটযন্ত্র বা ইভিএম-এ কারচুপি করা সম্ভব বলে মন্তব্য করলেন টেসলার প্রধান ইলন মাস্ক। এক্স হ্যান্ডেল-এ তিনি এই মন্তব্য করেছেন।
খেলা
  • ইউরো ২০২৪ এর ম্যাচে ইংল্যান্ড ১-০ গোলে হারিয়ে দিল সার্বিয়াকে। এদিন ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম একটি রেকর্ড করলেন। ইউরোপের প্রথম ফুটবলার হিসেবে তিনি ২১ বছরে পা দেওয়ার আগেই ফিফা বিশ্বকাপ এবং দুইবার ইউরো মিলিয়ে মোট তিনটি বড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলার নজির গড়লেন। ১-১ গোলে অমীমাংসিত থাকলো ডেনমার্ক ও স্লোভেনিয়ার মধ্যে ম্যাচ। অন্য ম্যাচে নেদারল্যান্ডস ২-১ গোলে হারিয়ে দিল পোল্যান্ডকে।
  • আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ড হারিয়ে দিল নামিবিয়াকে। অন্য ম্যাচে অস্ট্রেলিয়া পরাজিত করল স্কটল্যান্ডকে। এর ফলে নেট রান রেট এর বিচারে স্কটল্যান্ডকে হারিয়ে সুপার এইটে পৌঁছল ইংল্যান্ড। অন্যদিকে নিয়ম রক্ষার ম্যাচে পাকিস্তান আয়ারল্যান্ডকে হারালেও সুপার এইটে যেতে ব্যর্থ হল।
  • ভারত সফরে এসেছে দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দল। এদিন প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে তারা ১৪৩ রানে হেরে গেল ভারতের কাছে। এই ম্যাচে শতরান (১১৭) করেন ভারতের স্মৃতি মন্ধানা।
বিবিধ
  • পুনের ইন্দ্রপুর তালুকে একটি ডেয়ারি সংস্থার কারখানা বন্ধ করে দিল ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ড অথরিটি অব ইন্ডিয়া এফ এস এস এ আই। সম্প্রতি মুম্বইয়ে মালাডের ব্র্যান্ডন ফেরারো নামের একজন চিকিৎসক একটি আইসক্রিম খেতে গিয়ে তার মধ্যে মানুষের কাটা আঙুল পেয়েছিলেন। এরপর ওই সংস্থার বিরুদ্ধে তিনি থানায় লিখিতভাবে অভিযোগ করেন। সেই ঘটনার সূত্রেই এই তল্লাশি চালানো হয় এবং তারপরে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে।