স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে গুলি করার অভিযোগে আততায়ীকে গ্রেফতার করল বাতিস্লাভার পুলিশ। তবে এই ঘটনার সঙ্গে কোন জঙ্গি গোষ্ঠীর সম্পর্ক নেই বলেই মনে করা হচ্ছে। অনুমান, ব্যক্তিগত শত্রুতার কারণে এই হামলা হয়ে থাকতে পারে। আততায়ীর নাম ইউরায়ি। তিনি একজন কবি, জাতীয় লেখক সংগঠনের সদস্য এবং শ্লোভাকিয়ার শাসক বিরোধী রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী। মূলত রাজনৈতিক কারণেই তিনি এই আমলা চালিয়ে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ফিকো। তবে আপাতত তিনি বিপদ থেকে মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
রাশিয়া ও চিনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্ণ হল। এদিন এই উপলক্ষে বেজিংয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিনের রাষ্ট্রপতি সি জিনপিং এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন।
গাজা ভূখণ্ডে ইজরায়েলের ছোঁড়া ট্যাংকের গোলায় নিহত হলেন ইজরায়েলের সেনাবাহিনীরই পাঁচ জন প্যারাট্রুপার। গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ইজরায়েলের হামলায় গাজায় গত ছয় মাসে নিহত হয়েছেন ৩৫ হাজারের বেশি সাধারণ মানুষ।
জাতীয়
দেশে লোকসভা নির্বাচনের প্রথম চারটি দফায় মোট ভোটার ছিলেন ৬৭ কোটি ৩৬ লক্ষ। সেখানে ভোট দিয়েছেন ৪৫ কোটি ১০ লক্ষ জন। ২২ কোটি ২৬ লক্ষ মানুষ অর্থাৎ ৩৩.০৫ শতাংশ মানুষ ভোট দেননি। এই তথ্য জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন।
পাক অধিকৃত কাশ্মীরে পাক প্রশাসনের বিরুদ্ধে তীব্র আন্দোলনের খবর প্রকাশ্যে এসেছে আগেই। এবার ভারতের তুলনামূলক অবস্থার প্রসঙ্গ টেনে নিজের দেশের সমালোচনা করলেন পাকিস্তানের সাংসদ সৈয়দ মোস্তফা কামাল। তিনি বলেছেন, একই টেলিভিশনে একবার দেখাচ্ছে ভারত চাঁদে পৌঁছে গিয়েছে, আর পরের মুহূর্তে দেখাচ্ছে করাচিতে খোলা নর্দমায় পড়ে শিশুর মৃত্যু হচ্ছে।
খেলা
ফুটবল থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত জানালেন ভারতের জাতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। আগামী ৬ জুন বিশ্বকাপের বাছাই পর্বে কুয়েতের বিরুদ্ধে খেলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন তিনি। এখন সুনীল ছেত্রীর বয়স ৩৯ বছর। ২০০৫ সালের ১২ জুন কোয়েটায় পাকিস্তানের বিরুদ্ধে দেশের জার্সিতে অভিষেক হয়েছিল তাঁর। পরের ১৯ বছরে দেশের হয়ে ১৫০টি ম্যাচ খেলেছেন তিনি। এরমধ্যে অধিনায়ক হিসেবে খেলেছেন ৮৭টি ম্যাচ। সবমিলিয়ে ৯৪টি গোল করেছেন সুনীল ছেত্রী। তিনি প্রথম ভারতীয় ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ম্যাচে ৫০টি গোল করেছেন। জাতীয় দলের হয়ে চারটি হ্যাটট্রিক আছে তাঁর। নিজের ২৫ তম, ৫০ তম, ৭৫তম, ১০০ তম, ১২৫ তম এবং ১৫০ তম ম্যাচেও গোল করেছেন তিনি। অর্জুন পদ্মশ্রী ছাড়াও খেলরত্ন পুরস্কার পেয়েছেন তিনি। ২০১৮ সালে এএফসির এশিয়ান আইকন হয়েছিলেন সুনীল ছেত্রী।
বিবিধ
প্রতিবছরের মত এ বছরও ১৬ মে দিনটি আন্তর্জাতিক আলোক দিবস হিসাবে পালন করা হল। প্রসঙ্গত, ১৯৬০ সালের ১৬ মে লেজার আবিষ্কার হয়েছিল। সেই দিনটি স্মরণীয় করে রাখতেই প্রতিবছর ১৬ মে আন্তর্জাতিক আলোক দিবস পালন করার সিদ্ধান্ত নিয়েছে ইউনেস্কো।
ভারতীয় সংস্থা এভারেস্ট এর মসলা নিয়ে বিতর্কের জের এবার পৌঁছে গেল ব্রিটেনে। হংকং, সিঙ্গাপুর, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্রের পর তারাও এই সংস্থার পণ্যকে অতিরিক্ত নজরদারির সিদ্ধান্ত নিল। প্রসঙ্গত এই সংস্থার কিছু মসলায় মাত্রাছাড়া কীটনাশক রয়েছে বলে অভিযোগ। ২০২২ সালে ব্রিটেন ভারত থেকে ২.৩ কোটি ডলারের মসলা আমদানি করেছিল।