কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ অক্টোবর ২০২৩

269
0
Current Affairs 16th October

আন্তর্জাতিক

  • গাজায় ইজরায়েল বিমান বাহিনীর বোমাবর্ষণ অব্যাহত রয়েছে। অন্যদিকে তেল আভিভ, জেরুজালেমসহ ইজরায়েলের কয়েকটি শহরে এদিনও ক্ষেপণাস্ত্র ছুড়েছে হামাস। সবমিলিয়ে ইজরায়েল -হামাস সংঘর্ষের দশম দিনে প্রাণ হারিয়েছেন প্রায় তিন হাজার মানুষ। আহত হয়েছেন ১০ হাজারের বেশি মানুষ। নিহতদের মধ্যে ৬৪ শতাংশই শিশু ও মহিলা। এদিকে গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে ইজরায়েল। তাদের বক্তব্য, পণ বন্দীদের মুক্ত না করলে সেখানে জল, বিদ্যুৎ বা ওষুধ পাঠানো হবে না। গাজা কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।প্যালেস্টাইনের স্বাস্থ্যমন্ত্রী মাই অল কাইলা বলেছেন, বিদ্যুৎ সংযোগ চালু না হলে ২৪ ঘন্টার মধ্যে গাজায় বিপর্যয় নেমে আসবে। সেখানকার হাসপাতাল গুলি মর্গ-এ পরিণত হবে। অন্যদিকে ইজরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গণহত্যার চেষ্টার অভিযোগ আনল স্পেন। ইরান, লেবাননও ইজরায়েলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি ইজরায়েলের পক্ষ নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয় প্রদেশের শিকাগো শহরের কাছে একজন বৃদ্ধ বাড়িওয়ালা একটি ছয় বছরের মুসলিম শিশুকে হত্যা করেছেন। এই নৃশংস ঘটনার পিছনে গাজার ইজরায়েল-প্যালেস্টাইন দ্বন্দ্ব কাজ করেছে বলে মনে করা হচ্ছে। ইজরায়েল হামাস সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুজন ভারতীয় বংশোদ্ভূত মহিলা পুলিশ অফিসারও।
  • ইকুয়েডরের নতুন রাষ্ট্রপতি হলেন ড্যানিয়েল নবোয়া। তিনি হলেন ইকুয়েডরের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি। এ বছর প্রথমবার রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হয়েই ৫২শতাংশ ভোট পেয়ে জয়লাভ করলেন তিনি। ঘটনাচক্র তাঁর পিতা আলভারো নবোয়া অতীতে পাঁচবার দেশের রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হয়েও জয়লাভ করতে পারেননি। তাঁরা দুজনেই ইকুয়েডরের ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যাকশন পার্টির নেতা।
জাতীয়
  • যারা রূপান্তরকামী তারা তৃতীয় লিঙ্গ, কিন্তু পৃথক কোন জাতি নয়। এ কথা জানালো সুপ্রিম কোর্ট। বিহারে জাতিভিত্তিক সমীক্ষায় রূপান্তরকারীদের আলাদা জাতিভুক্ত করা হয়েছে। এর বিরুদ্ধে পিটিশন করা হয়েছিল সর্বোচ্চ আদালতে। সেই প্রসঙ্গেই এই কথা জানালো সুপ্রিম কোর্ট।
  • ইলেক্টোরাল বন্ড আইনগত ভাবে বৈধ কিনা তা চ্যালেঞ্জ করে দেশের সর্বোচ্চ আদালতে যে মামলা হয়েছে তার নিষ্পত্তি হবে ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চে। বিষয়টির সঙ্গে সাংবিধানিক অধিকারের প্রশ্ন জড়িত বলে তা সাংবিধানিক বেঞ্চে পাঠানোর সিদ্ধান্ত নিলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।
খেলা
  • অলিম্পিকে অন্তর্ভুক্ত হলো ক্রিকেট। মুম্বইয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৈঠকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হল । ২০২৮ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে খেলার তালিকায় থাকবে ক্রিকেট। অলিম্পিকের ১২৮ বছরের ইতিহাসে এর আগে মাত্র একবার ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। সেটা ১৯০০ সালে উদ্বোধনী অলিম্পিকের ঘটনা। সেবার চারটি দল এই প্রতিযোগিতায় নাম দিয়েছিল। তারা হলো ফ্রান্স, ব্রিটেন, নেদারল্যান্ডস ও বেলজিয়াম। শেষ দুটি দেশ শেষ পর্যন্ত খেলেনি। ব্রিটিশরা ১৫৮ রানে ফ্রান্সকে হারিয়ে সোনা জিতেছিল। এরপর থেকে আর অলিম্পিকে কখনো ক্রিকেট খেলা হয়নি। মুম্বইয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৈঠকে আরো সিদ্ধান্ত হয়েছে যে, ২০১৮ সালে অলিম্পিক গেমসে সফট বল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাক্রসে এবং স্কোয়াশ খেলা অন্তর্ভুক্ত হবে।
  • সন্তোষ ট্রফির ৩২ বারের চ্যাম্পিয়ন দল বাংলা এবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল। এদিন তারা পাঞ্জাবের কাছে ০-৩ গোলে হেরে গেল।
  • সৈয়দ মুস্তাক আলি ক্রিকেট প্রতিযোগিতার প্রথম ম্যাচেই মহারাষ্ট্রের কাছে o-৪ গোলে পরাস্ত হলো বাংলা।
বিবিধ
  • ভারতের জন্য সুখবর। প্যারিস জলবায়ু সম্মেলনের জলবায়ু চুক্তিতে ২০৩০ সালের জন্য নির্ধারিত মাপকাঠি মাত্র চারটি দেশ ছুঁতে পারবে বলে একটি রিপোর্টে দাবি করেছে ক্লাইমেট ভালনারেবল ফোরাম। সেখানে ভারত, ইন্দোনেশিয়া, ব্রিটেন এবং সুইজারল্যান্ডের নাম রয়েছে।
  • সেপ্টেম্বর মাসে দেশে পাইকারি বাজারে মূল্য বৃদ্ধির হার ছিল শূন্যের থেকে ০.২৬ শতাংশ কম। এই নিয়ে টানা ছয় মাস পাইকারি বাজারে মূল্য বৃদ্ধির হার শূন্যের নিচেই থাকলো। তবে সেপ্টেম্বর মাসে খুচরো বাজারে মূল্য বৃদ্ধির হার হয়েছে ৫.০২ শতাংশ।
  • বিশেষ স্বচ্ছতা অভিযানের প্রথম ১৩ দিনে ভারতীয় রেল পুরনো জিনিস বেচে আয় করেছে ৬৬ লক্ষ টাকা এবং এর ফলে প্রায় চার লক্ষ বর্গফুট এলাকা পুনরায় ব্যবহারযোগ্য হয়েছে।