কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ অক্টোবর ২০২৪

90
0
Current Affairs 16th October

আন্তর্জাতিক
  • পাকিস্তানে গিয়েছেন দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ইসলামাবাদে  অনুষ্ঠিত শাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন  (এসসিও) সম্মেলনের  াম্প্রতিক ইজারায়েলের সংঘাত।ামে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আলোচনায় বলেছেন,  আমরা এক কঠিন সময়ের মধ্য দিয়ে চলছি। ইজারায়েল-প্যালেস্টাইন যুদ্ধ এবং ইরানের সঙ্গে সাম্প্রতিক ইজারায়েলের সংঘাত। সম্মলনে ভারতের পক্ষ থেকে ৮টি যৌথ নথিতে সই করেছেন জয়শঙ্কর।
  • বিশ্বে  নানান দেশে যুদ্ধ ও নানা  সংঘাতের কারণে শুধুমাত্র ক্ষুধার কারণে প্রতিদিন প্রায় ২১ হাজার মানুষের মৃত্যু হচ্ছে। যুক্তরাজ্যভিত্তিক সংস্থা অক্সফামের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। উল্লেখ্য, ১৬ অক্টোবর বিশ্ব খাদ্যা দিবস। অক্সফামের তৈরি ফুড ওয়ারর্স শিরোনামে এই তথ্যটি সামনে আনা হয়েছে।  ফিলিস্তিন ও সুদানসহ বিশ্বের ৫৪টি সংঘাতপ্রবণ দেশের ক্ষুধা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে অক্সফাম। বলা হয়েছে, এ সব দেশের ২৮ কোটি ১৬ লাখ মানুষের প্রায় সবাই এখন তীব্র ক্ষুধা পরিস্থিতির মুখোমুখি। আর ক্ষুধার কারণে প্রতিদিন ৭ থেকে ২১ হাজার মানুষের মৃত্যু হচ্ছে। সেই সঙ্গে বড় সমস্যা প্রকট হয়েছে, তা হল উদ্বাস্তু সমস্যা। অক্সফামের হিসাবে, দেশগুলোয় উদ্বাস্তুর সংখ্যা এখন ১১ কোটি ৭০ লাখ ছাড়িয়ে গিয়েছে।
  •  এক সময়ের মার্কিন প্রেসিডেন্ট  জিমি কার্টার ১০০ বছর বয়সে পা রাখার ১৫ দিন পর গতকাল বুধবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিলেন।  তিনি আগেই ঘোষণা করেছিলেন বেঁচে থাকলে  মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকেই সমর্থন করবেন। মেইলের মাধ্যমে তিনি ভোট দেন।
  • আওয়ামী লিগের সংস্পর্শে থাকা বাংলাদেশে  ১২ জন বিচারপতিকে একযোগে ছুটি দিয়ে দেওয়া হল। সেই সঙ্গে একই দিনে ঘোষণা করা হল য়ে ১৫ অগস্ট শহিদ দিবস পালন করা হবে না। শেখ মুজিবকে জাতির পিতা বলে মানা হবে  না। মুজিবের স্মরণীয় বক্তৃতার ৭ মার্চ দিনটিও ছুটি বাতিল করা হল। এরই মধ্যে আওয়ামী লিগ ঘনিষ্ঠ রাজনীতির অগ্নিকন্যা নামে পরিচিত মতিয়া ( ৮২) চৌধুরী মারা যান। পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে ঐতিহাসিক ছাত্র আন্দোলনে যিনি ছিলেন প্রধান নেত্রী।
দেশ
  • কলকাতায় আর–জি কর হাসপাতালের নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় বিচারের দাবিতে জুনিয়র চিকিৎসকদের অনশন কর্মসূচি ১২ দিন পার করল। এর মধ্যে কলকাতার চিকিৎসকদের সঙ্গে সংহতি জানিয়ে বুধবার অনশনে বসেছেন উত্তর প্রদেশের লক্ষ্ণৌর কিং জর্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দুজন জুনিয়র চিকিৎসক। দাবি, চিকিৎসকদের নিরাপত্তার জন্য ‘সেন্ট্রাল প্রটেকশন অ্যাক্ট’ চালু করতে হবে। অন্য দিকে আরজিকর কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্ট এ দিন জানিয়েছে স্কুল কলেজ হাসপাতাল সহ বিশেষ বিশেষ ক্ষেত্র কোনো সিভিক পুলিশ বা ভলান্টিযার রাখা যাবে না।
  • দেশের নির্বাচন কমিশন আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করে দিয়েছে।
  • খলিস্তানপন্থী হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ড নিয়ে ভারত-কানাডা বিবাদ তুঙ্গে। কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডের সঙ্গে সম্প্রতি আলোচিত নাম লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং জড়িত বলে কানাডার পুলিশ দাবি করে। এমন এক সময়ে এ দাবি করা হল, যখন ওই ঘটনায় ভারত সরকারের জড়িত থাকা নিয়ে কানাডার নতুন অভিযোগের পরিপ্রেক্ষিতে দুই দেশের সম্পর্ক চলতি সপ্তাহে নজিরবিহীনভাবে তলানিতে এসে ঠেকেছে। এরপর উভয় দেশ পরস্পরের ছয়জন করে কূটনীতিক বহিষ্কার করেছে। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যার তদন্ত করছে। তাদের অভিযোগ, ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর পক্ষে ‘বিষ্ণোই দল (গ্যাং)’ নিজ্জর হত্যাকাণ্ড সম্পন্ন করেছিল।
খেলা
  • বিশ্বকাপ যোগ্যতাপর্বে আর্জেন্টিনা- বলিভিয়া ম্যাচে  দশম হ্যাট্রিক করে তার প্রতিদ্বন্দ্বী রোনালডোকে ছুঁযে ফেললেন আর্জেন্টিনার মহা তারকা  নিওনেল মেশি।
বিবিধ
  • শিল্পপতি টাটাকে সম্মান জানাল রিজার্ভ ব্যাঙ্কের কেন্দ্রীয় পর্ষদ। ৯ অক্টোবর মুম্বইয়ে শিল্পপিত টাটার মৃত্যু হয়।
  • বিশ্বে যুদ্ধ ও মন্দার কারণে বিরাট প্রভাব পড়েছে ভারতের হিরে পালিশ ব্যবসায়। ভারতের গুজরাটে বিশ্বের ৯০ শতাংশ হিরে প্রক্রিয়াজাত করা হয়। আট লাখের বেশি কর্মী এই কাজের সঙ্গে যুক্ত। মন্দার কারণে ওই রাজ্যে গত দেড় বছরে প্রায় ৬৫ জন শ্রমিক আত্মহত্যা করেছেন। ভারত তার অমসৃণ হিরের ৩০ শতাংশ রাশিয়ার খনি থেকে আমদানি করে। সেখানে য়ুদ্ধের পরিবেশের কারণে অনেকটাই ক্ষতি হয়েছে।
  • হোটেলের বারান্দা থেকে পড়ে মারা গেলেন খ্যাত ওয়ান ডিরেকশন ব্যান্ডের গায়ক লিয়াম পেইন।