আন্তর্জাতিক
- খুনের আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে ঢাকার ১৫০ সাংবাদিককে। বাংলাদেশের এডিটর্স্ গিল্ড-এর সভাপতি মোজাম্মেল বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ‘একাত্তর টেললিভিশন’-এর সম্পাদক। গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সম্পাদক এবং ‘দৈনিক ভোরের কাগজ’ এর সম্পাদক শ্যামল দত্তকে। গ্রেপ্তার করা হয়েছে অভিনেতা নূর ইউনূল সরকারকেও। ২০১৪ সালে তিনি শেখ হাসিনা সরকারের সংস্কৃতি মন্ত্রী হয়েছিলেন। বেশ কিছু সংবাদ চ্যানেল এবং প্রেস ক্লাবের সাংবাদিকদের গ্রেপ্তার করা হয়েছে নানান অভিযোগে। ঢাকার ১৫৫ এবং চট্টগ্রামের ২৮ জন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। ‘নিউজ ২৪’, ‘কালের কণ্ঠ’, ‘বাংলাদেশ প্রতিদিন’ সহ বেশ কিছু সংবাদপত্রের দখল নিয়েছে বিএনপি জামায়েতিরা।
- টাইফুন বেবিঙ্কার দাপটে বিধ্বল্ত চিনের শাংহাই শহর ও তার আশপাশের বেশ কয়েকটি প্রদেশ। আবহবিদদের মতে গত ৭৫ বছরে এত শক্তিশালী এমন টাইফুন আছড়ে পড়েনি শংহাইয়ে।
দেশ
- এক দেশ এক ভোট চালু করতে প্রতিজ্ঞ কেন্দ্রের বিজেপি জোট সরকার। চলতি মেয়াদকালেই তা হবে বলে জানানো হয়েছে। অন্য দিকে কংগ্রেস ও বিরোধী দলগুলি এ নিয়ে কটাক্ষ করে প্রশ্ন তুলেছে কাশ্মীরে এবং মহারাষ্ট্রে কেন একদিনে ভোট করা গেল না?
- আর জি কর কাণ্ডে ৩৬ দিনে পড়া আন্দোলন ও প্রতিবাদের পরে অবশেষ মুখ্যমন্ত্রীর বাসভবনে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসলেন ডাক্তাররা। তিন ঘণ্টার আলোচনার পর সরকার মেনে নিল সিপি ও দুই স্বাস্থ্য কর্তার অপসারণের দাবি। অন্য দিকে সঠিক নিরাপত্তা না মেলায় জুনিয়র ডাক্তাররা এখনও কাজে ফিরতে নারাজ।
- উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পরীক্ষা দুর্নীতি এবং হুমকি-সংস্কৃতি চলছে বলে অভিয়োগ উঠেছে একটি গোষ্ঠীর বিরুদ্ধে। সে ব্যাপারে সিবিআই তদন্ত চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে বিষয়টি খতিয়ে দেখতে বলেছেন রাজ্যেপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের কাছে এ বিষয়ে সিবিআই তদন্ত চেয়ে চিঠি দিয়েছেন বিজেপি সাংসদ রাজু বিস্তা।
- ছত্তিশগঢ়ের সুকমায় এক শিক্ষককে শ্বাসরোধ করে পিটিয়ে খুন করল মাওবাদীরা।
খেলা
- দাপটে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ফাইনালে ভারত। সেমি-ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৪-১ ব্যবধানে হারাল গতবারের চ্যাম্পিয়নরা। অধিনায়ক হরমনপ্রীত সিংয়ের জোড়া গোলই জয়ের তফাত গড়ে দেয়।
বিবিধ
- প্রধানমন্ত্রী হিসেবে পাগড়ি, গদা, তলোয়ার, ধনুক, মন্দিরের রেপ্লিকা সহ যে সব স্মারক পেয়েছেন নরেন্দ্র মোদী এ বার সে গুলিই নিলামে তোলা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। নিলামে প্রাপ্ত অর্থ কেন্দ্রীয় সরকারের ‘নমামি গঙ্গে’ প্রকল্পে খরচ করা হবে। ন্যাশনাল গ্যালারি অব মডার্ন আর্ট-এ প্রদর্শনী শুরু হয়েছে।
- কেন্দ্রীয় সরকারের ক্রুয়েলটি টু অ্যানিম্যালস আইন অগ্রাহ্য করে সারা দেশে অবৈধ ভাবে পোষ্য কুকুর বিক্রি হচ্ছে। পরিকাঠামোহীন ভাবেই অবাধে কুকুরের প্রজনন বিক্রি করা হচ্ছে। কলকাতায় প্রায় ছ’শো জায়গায় কুকুরের প্রজনন হয়। তিনশো জায়গায় বিক্রি করা হয়। সরকারি লাইসেন্স ছাড়াই। নিয়ম কমপক্ষে আট সপ্তাহ না হলে কুকুর বিক্রি করা যায় না। বাস্তবে মাইক্রো চিপ ছাড়াই ছ’সপ্তাহেই পোষ্য কুকুর বিক্রি করা হচ্ছে।