কারেন্ট অ্যাফেয়ার্স ১৯ অক্টোবর ২০২০

896
0
Current Affairs 2nd November

আন্তর্জাতিক

  • সন্ত্রাস দমনে ব্যর্থ হওয়ায় এবং সন্ত্রাসে আর্থিক মদত দেওয়া আটকাতে না পারায় পাকিস্তানকে ধূসর তালিকায় রেখে দেওয়ার ইঙ্গিত দিল এটিএফ।
  • মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের সম্ভাব্য চিকিৎসা পদ্ধতির সন্ধান দিয়ে ২০২০ খ্রি থ্রি এম ইয়ং সায়েন্টিস্টস চ্যালেঞ্জ পুরস্কার জিতলেন ভারতীয় বংশোদ্ভূত কিশোরী অনিকা চেবরোলু। স্কুলের ল্যাবরেটরিতেই ইনসিলিকো পদ্ধতির সাহায্যে একটি অ্যান্টি ভাইরাল ওষুধ আবিষ্কার করেছেন তিনি।
  • গত এক সপ্তাহে বিশ্বে ২৫ লক্ষ মানুষ কোভিড আক্রান্ত হয়েছেন। মোট সংক্রমিতের সংখ্যা ৪,০৫,৫২,৫৮৪। মোট প্রাণহানি হয়েছে ১১,২১,৪৭৪ জনের।

 

জাতীয়

  • পশ্চিমবঙ্গে আসন্ন দুর্গাপুজোয় কোনো মণ্ডপেই দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন না। পূজা মণ্ডপকে `নো এন্ট্রি’ ঘোষণা করতে হবে। ১৫-২০ জন কর্মকর্তার বেশি মণ্ডপে থাকতে পারবেন না। করোনা সংক্রমণের দাপট ঠেকাতে একটি জনস্বার্থ মামলায় এই রায় দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অরিজিত বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।
  • দেশে কোভিড সংক্রমিতের সংখ্যা ৭৫ লক্ষে ছুঁলে (৭৫৫০২৭৩ জন)। সক্রিয় রোগীর সংখ্যা কমে হল ৭,৭২,০৫৫। সুস্থতার হার বেড়ে হল ৮৮.৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৫৫,৭২২ জন। এই সংখ্যা গত ২ মাসে সর্বনিম্ন।

 

বিবিধ

  • ২০২২ সালের আগস্ট মাসে স্বাধীনতার ৭৫ বছর পূর্তি হবে। সেই রকম সময়ে মহাকাশে মানববাহী গগনযান পাঠানোর পরিকল্পনা জানালেন ইসরোর চেয়ারম্যান কে শিবন। তিনি জানিয়েছেন, মহাকাশ সহায়তা প্রকল্পে ৫৯টি দেশের সঙ্গে ২৫০টি চুক্তি স্বাক্ষর করেছে ভারত।

 

খেলা

  • এশিয়ান অনলাইন নেশনস কাপ দাবার কোয়ার্টার ফাইনালে উঠল ভারতের মহিলা দল। কোয়ার্টার ফাইনালে ভারতের প্রতিপক্ষ কিরঘিজস্তান।
  • স্কটিশ মহিলা ফুটবল লিগে রেঞ্জার্স এ্ফসি ৫-১ গোলে হারাল হার্টস উইমেন্স এফসিকে। এদিন রেঞ্জার্সের হয়ে প্রথম মাঠে নামলেন ভারতের মহিলা ফরোয়ার্ড বালা দেবী।
  • অপরাজিত থেকে আই লিগের বাছাই পর্বে চ্যাম্পিয়ন হল কলকাতার মহমেডান স্পের্টিং ক্লাব।

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল