কারেন্ট অ্যাফেয়ার্স ৩ মে ২০২১

820
0
current affairs
Courtesy: AFP Photo

আন্তর্জাতিক
  • সংসদ ভেঙে দেওয়া হয়েছিল আগেই৷ তার মধ্যেও নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির আবেদনে সাড়া দিয়ে সংসদের নিম্নকক্ষে আস্থা ভোট নেওয়ার নির্দেশ দিলেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভাণ্ডারি৷ সেখানে সদস্য সংখ্যা ২৭৫৷
  • বাংলাদেশে নৌকাডুবিতে প্রাণ হারালেন ২৬ জন৷ পদ্মানদীতে মাদারিপুরের শিবচরে বালি বোঝাই একটি নৌকায় ধাক্কা মেরে একটি স্পিডডবোট উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে৷ মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে স্পিডবোটটি শিবচরের দিকে যাচ্ছিল৷
  • ইউরোপীয় ইউনিয়নের বাইরের কোন দেশ থেকে ইইউ-এর ২৭টি সদস্য দেশের কোনটিতে যেতে গেলে সম্পূর্ণ টিকাকরণের শংসাপত্র লাগবে৷ এই শংসাপত্র দেখিয়ে ডিজিটাল গ্রিন সার্টিফিকেট নিয়ে তবে সেখানে প্রবেশ করা যাবে৷ এই শর্ত ইইউ-ই প্রথম আনল৷ এতদিন কোভিড নেগেটিভ শংসাপত্র আবশ্যিক ছিল ইইউ-তে৷ এরই মধ্যে বিশ্বে করোনা ভাইরাসে প্রাণহানির সংখ্যা বেড়ে হয়েছে ৩২২২০৫৭ জন৷ সংক্রমিত ১৫ কোটি মানুষ৷

 

জাতীয়
  • কর্নাটকের চামরাজনগর জেলা হাসপাতালে অক্সিজেনের অভাবে ২৪ জন করোনা রোগীর প্রাণহানি হল৷ মধ্যপ্রদেশের বারওয়ানি জেলা হাসপাতালে ৫ জনের মৃত্যু হল অক্সিজেনের অভাবে৷ মধ্যপ্রদেশে কুম্ভ মেলা ফেরত ৬১ জুনের করোনা পরীক্ষা করে দেখা গেছে তাঁদের মধ্যে ৬০ জনই সংক্রমিত হয়েছেন৷ দেশে এদিন ৩৬৮১৪৭ জন করোনা ভাইরাসে সংক্রমিত হলেন৷ এদিন সংক্রমণে ৩৪১৭ জনের জীবনাবসান হল৷ সবথেকে খারাপ অবস্থা যেসব স্থানের তার একটি হল দিল্লি৷ সেখানে সেনাবাহিনীর সাহায্য চেয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে চিঠি লিখলেন উপমুখ্যমন্ত্রী মনীশ সিসৌদিয়া৷ এদিকে মেডিক্যাল পড়ুয়া এবং শিক্ষানবিশ চিকিৎসকদেরও করোনা চিকিৎসায় নিযুক্ত করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার৷ করোনা পরিস্থিতি নিয়ে স্বতঃ প্রণোদিত হয়ে মামলা করেছিল সুপ্রিম কোর্ট৷ সংক্রমণ রুখতে প্রয়োজনে কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলিকে লকডাউনের কথা বিবেচনা করতে বলেছে সর্বোচ্চ আদালত৷

 

বিবিধ
  • ২০১৩ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে ইভিএম-এ বাধ্যতামূলকভাবে থাকছে “কোনও প্রার্থকেই পছন্দ নয়” বা নোটা৷ ৪ রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচনেও অনেক ভোটদাতাই এই বিকল্প বেছে নিয়েছেন৷ পশ্চিমবঙ্গে ৫২৩০০১ জন নোটায় ভোট দিয়েছেন৷ শতাংশেরও বিচারে তা ১.১ শতাংশ৷ কেরলে ৯১৭১৫ জন, তামিলনাড়ুতে ১৮৪৬০৪ জন, পুদুচেরিতে ৯০০৬ জন নোটা বোতাম টিপেছেন৷
  • অনলাইনে ক্লাস করার জন্য পড়ুয়াদের ইন্টারনেট ব্যবহারের জন্য ৫০০ টাকা করে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত জানালো পুরুলিয়ার সিধো কানহু বিরসা বিশ্ববিদ্যালয়৷

 

খেলা
  • আন্তর্জাতিক অলিম্পিক কমিটির “বিলিভ ইন স্পোর্ট” প্রচারের শুভেচ্ছা দূত নিযুক্ত হলেন ভারতের পিভি সিন্ধু এবং কানাডার মিচেল লি৷
  • চ্যাম্পিয়ন্স চেস ট্যুর প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন ম্যাগনাস কার্লসেন৷ রানার আপ হলেন হিরারু নাকামুরা৷
  • বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে ২ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে জয় পেল শ্রীলঙ্কা৷ প্রথম টেস্ট ড্র হয়েছিল৷ দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে ফলো অন না করিয়ে ২০৯ রানে জয়ী হয় শ্রীলঙ্কা৷ অভিষেক টেস্টে ১১ উইকেট পেলেন শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার প্রবীণ জয়বিক্রম৷
  • করোনা ভীতি ভুলে উৎসবে মাতলেন ইন্টার মিলানের সমর্থকেরা৷ প্রসঙ্গত, ৪ ম্যাচ বাকি থাকতেই এবার সেরি আ খেতাব জিতেছে ইন্টার মিলান৷ এটি তাদের ১৯ তম সেরি আ খেতাব৷ ১১ বছর পর তারা এই খেতাব জিতল৷