কারেন্ট অ্যাফেয়ার্স ৪ মে ২০২১

658
0
current affairs
Courtesy: ESPN

আন্তর্জাতিক
  • ভেঙে পড়ল ওভারপাস৷ চেপ্টে গেল রাস্তায় চলা গাড়ি৷ ঝুলতে থাকল চলন্ত মেট্রোর একাধিক কামরা৷ এমনই এক দৃশ্যের সাক্ষী থাকল মেক্সিকো সিটি৷ এই ঘটনায় অন্তত ২৩ জনের মৃত্যু হল৷ জখম হলেন ৭০ জন৷
  • চিনের রকেট “লং মার্চ ৫ বি” থেকে ১০০ ফুট লম্বা একটি অংশ আলাদা হয়ে গেল৷ মহাকাশে চিনের নিজস্ব স্টেশন বানানোর অঙ্গ হিসাবে নির্দিষ্ট কক্ষপথে একটি মডিউল পৌঁছে দিতে গিয়েছিল রকেটটি৷ এখন সেটি পৃথিবী থেকে ১০৬-২৩১ মাইলের মধ্যে পাক খাচ্ছে৷ প্রসঙ্গত, ১৯৫৭ সালে বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক-১ নিয়েও আশঙ্কা তৈরি হয়েছিল৷ ১৯৫৮ সালের ৪ জানুয়ারি পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে ছাই হয়ে গিয়েছিল সেটি৷

 

জাতীয়
  • দেশে করোনা সংক্রমণ ২ কোটি অতিক্রম করে গেল (২,০২,৮২,৮৩৩)৷  এদিন ৩,৫৭,২২৯ জন নতুন করে সংক্রমিত হয়েছেন, ৩,২০,২৮৯ জন সুস্থ হয়ে উঠেছেন৷ দেশে কোভিডে মোট প্রাণহানি হয়েছে ২,২২,৪০৮ জনের৷ করোনার ধাক্কায় মুখ থুবড়ে পড়া বেহাল স্বাস্থ্য পরিষেবাকে চাঙ্গা করতে গত কয়েকদিনে বিভিন্ন দেশ থেকে ১,১৮২টি অক্সিজেন সিলিন্ডার, ১,৬৬০টি কনসেনট্রেটর, ১,২১৭টি ভেন্টিলেটর এসে পৌঁছেছে৷ এদিকে দিল্লিতে অক্সিজেন সরবরাহ নিয়ে এদিনও কেন্দ্রীয় সরকারকে কড়া কথা শুনিয়েছে দিল্লি হাইকোর্ট৷
  • ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে ভিডিও মাধ্যমে বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এর পরই ১০,২৩৫ কোটি টাকার ভারত-ব্রিটেন বাণিজ্য চুক্তি ঘোষণা করলেন বরিস জনসন৷ প্রসঙ্গত, গত অর্থবর্ষে দুদেশের মধ্যে বাণিজ্যের অঙ্ক ছিল ১৫,৪০০ কোটি ডলার৷
  • জগমোহন মালহোত্রা (৯৩) প্রয়াত হলেন৷ প্রাক্তন আমলা তিনি৷ অটল বিহারী বাজপেয়ীর আমলে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, সাবেক জম্মু-কাশ্মীরের রাজ্যপাল হয়েছিলেন দুবার৷

 

বিবিধ
  • প্রায় ১০ কোটি বছর আগে ডাইনোসর বিচরণ করত ভারতে৷ মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ুর পর এবার মেঘালয়েও খোঁজ মিলল ডাইনোসরের অস্থি জীবাশ্মের৷ জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার উত্তর-পূর্ব অঞ্চলের জীবাশ্মবিদ্যার গবেষকরা মেঘালয়েরর পশ্চিম খাসি পাহাড় তেকে এরকম ২৫টি অস্থি জীবাশ্মের সন্ধান পেয়েছেন বলে জানালেন৷
  • করোনার প্রভাবে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (মেন) মে মাসের সেশনটি স্থগিত রাখার কথা জানাল ন্যাশনাল টেস্টিং এজেন্সি৷ ফেব্রুয়ারি ও মার্চ মাসের পরীক্ষা হলেও এপ্রিলের পরীক্ষা স্থগিত হয়েছিল৷

 

খেলা
  • মাঝপথেই আইপিএল স্থগিত করে দিল বিসিসিআই৷ কলকাতা, দিল্লি, চেন্নাই, হায়দরাবাদ শিবিরে করোনা সংক্রমণ ধরা পড়ার পর এই সিদ্ধান্ত নিল তারা৷ প্রসঙ্গত, করোনা পর্বে দর্শকহীন স্টেডিয়ামে দেশের ৬টি শহরে শুরু হয়েছিল খেলা৷ মুম্বই, দিল্লি, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু ও হায়দরাবাদ-এই দুই শহরেই ভয়ঙ্কর হয়ে উঠেছে করোনার দ্বিতীয় ঢেউ৷ জৈব বলয়ে থাকলেও পরপর ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের সংক্রমিত হওয়ার ঘটনা উদ্বেগ বৃদ্ধি করেছিল৷ ৮ দলের প্রতিযোগিতায় ৪টি দলের সদস্যই সংক্রমিত হওয়ায় কার্যত বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিতে হল বিসিসিআইকে৷ ৬০টি ম্যাচের ২৯টি খেলা হয়েছে৷
  • জাতীয় বক্সিং সংস্থার কার্যকরী ডিরেক্টর রাজকুমার সাচেতি প্রয়াত হলেন৷ করোনা সংক্রমণ ধরা পড়েছিল তাঁর৷