কারেন্ট অ্যাফেয়ার্স ৬ মে ২০২১

763
0
daily current affairs

আন্তর্জাতিক
  • মায়ানমারে বিরোধী দলগুলি এবার সশস্ত্র সেনাবাহিনী গঠন করল৷ ওই বাহিনীর নাম দেওয়া হয়েছে “পিপলস ডিফেন্স ফোর্স”৷ মায়ানমার সংসগের কয়েকজন সদস্য যে “একতা সরকার” গঠন করেছিল তারাই এই সশস্ত্র দল গঠন করল৷ প্রসঙ্গত, সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর মায়ানমারে বিক্ষোভ দেখাতে গিয়ে ৭৬৬ জনের প্রাণহানি হয়েছে গত তিন মাসে৷
  • ইজরায়েলে নতুন সরকার গড়ার জন্য বিরোধী নেতা ইয়ের লাপিডকে আহ্বান জানালেন সেখানকার রাষ্ট্রপতি রিউভেন রিভলিন৷ ২৮ দিনের মধ্যে তাঁকে গরিষ্ঠতার প্রমাণ দিতে হবে৷ ততদিন প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাবেন বেঞ্জামিন নেতানিয়াহু-ই৷
  • করোনা প্রতিরোধে নতুন একটি প্রতিষেধক “স্পুটনিক লাইক” অনুমোদন করল রাশিয়া৷ এর একটি ডোজই নিতে হবে৷৷ এর ৭৯.৪ শতাংশ কার্যকারীতা দাবি করা হয়েছে৷ স্পুটনিক ভি-এর ক্ষেত্রে ৯৬ শতাংশ কার্যকারীতা দাবি করা হয়েছিল৷
  • রাশিয়া-ইউক্রেন সীমান্ত সংঘর্ষের মধ্যেই ইউক্রেন সফরে গেলেন মার্কিন প্রতিরক্ষা সচিব অ্যান্টনি ব্রিঙ্কেন৷ তাঁর দেশ ইউক্রেনের পাশে রয়েছে বলে জানালেন তিনি৷

 

জাতীয়
  • দেশে এদিন রেকর্ড ৪১২২৬২ জন করোনা ভাইরাসে সংক্রমিত হলেন৷ একদিনে রেকর্ড ৩৯৮০ জনের জীবনহানি হল৷ দেশে সক্রিয় রোগীর সংখ্যা পৌঁছে গেল ৩৫ লক্ষে (৩৫৬৬৩৯৮ জন)৷ আইসিএমআর-এর তথ্য, ভারতে একজন সংক্রমিত ব্যক্তি ১.৪৪ জনকে সংক্রমিত করছেন৷ দেশে ১৮০৫৩টি নমুনার জিনোম সিকোয়েন্স করে দেখা গেছে উত্তর ভারতে করোনার ব্রিটিশি স্ট্রেন এবং মহারাষ্ট্র, দিল্লি, পশ্চিমবঙ্গ, গুজরাটে করোনার ডাবল মিউট্যান্ট স্ট্রেন, তেলেঙ্গানা, দিল্লিতে দক্ষিণ আফ্রিকান স্ট্রেন এবং মহারাষ্ট্রে ব্রাজিলিয়ান স্ট্রেন সংক্রমণ ছড়াচ্ছে৷
  • রাজনীতিবিদ অজিত সিং (৮২) প্রয়াত হলেন৷ তিনি রাষ্ট্রীয় লোকদল (আরএলডি)-এর প্রধান এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী৷ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী চরণ সিংয়ের পুত্র তিনি৷ চার জন প্রাক্তন প্রধানমন্ত্রী ভিপি সিং, পিভি নরসীমা রাও, অটল বিহারী বাজপেয়ী এবং মনমোহন সিং মন্ত্রিসভার সদস্য ছিলেন অজিত সিং৷ তিনি বাগপত থেকে ৭ বার সাংসদ হয়েছিলেন৷

 

বিবিধ
  • সামরিক বাহিনীর শীর্ষ পদে কর্মরত অফিসারদের প্রতিরক্ষা মন্ত্রকের সচিব, যুগ্মসচিব পদে নিয়োগ করা হল৷ দেশে এই প্রথম এই পদক্ষেপ নেওয়া হল৷ এতদিন আইএএস ছাড়া অন্যকাউকে সচিব, যুগ্মসচিব পদে নিয়োগ করা হত না৷ গত বছরই মিলিটারি অ্যাফেয়ার্স দপ্তর গঠন করেছিল কেন্দ্রীয় সরকার৷ প্রথম সামরিক অফিসার হিসাবে তার সচিব নিযুক্ত হয়েছিলেন চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত৷ এদিন লেফটেন্যান্ট জেনারেল অনিল পুরী, মেজর জেনারেল কে নারায়ণন, রিয়ার অ্যাডমিরাল কপিল মোহন ধীর, এয়ার ভাইস মার্শাল হরদীপ বৈঁস অতিরিক্ত সচিব বা যুগ্ম সচিব হিসাবে নিযুক্ত হলেন৷

 

খেলা
  • চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল চেলসি৷ ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং লিভারপুলের পরে তারাই ইংল্যান্ডের কোনও ক্লাবের তৃতীয় বার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ওঠার নজির গড়ল৷ এদিন সেমিফাইনালে তারা পরাস্ত করল ১৩ বারের চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে৷ দুই পর্ব মিটিয়ে তারা ৩-১ ব্যবধানে জয়ী হল৷ রিয়ালের বিরুদ্ধে অপরাজিত থাকার রেকর্ডও অক্ষুন্ন রখল চেলসি৷ চেলসির মেসন মাউন্ট এদিন গোল করে ইংল্যান্ডের দ্বিতীয় কনিষ্ঠ গোলদাতার রেকর্ড করলেন৷ সর্ব কনিষ্ঠ গোলদাতার রেকর্ড রয়েছে ওয়েন রুনির দখলে (২১ বছর ১৮২ দিন)৷ ফাইনালে চেলসি মুখোমুখি হবে ম্যাঞ্চেস্টার সিটির৷৷ এবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ইংল্যান্ডের দুটি দলের মধ্যে হবে৷ ২০১৮ এবং ২০১৯ সালেও অনুরূপ ঘটনা ঘটেছিল৷