কারেন্ট অ্যাফেয়ার্স ৮ মে ২০২১

985
0
current affairs
Courtesy: Bayern Strikes

আন্তর্জাতিক
  • আফগানিস্তানে মেয়েদের স্কুল চলাকালীন পরের পর বিস্ফোরণে অন্তত ৪০ জনের মৃত্যু হল৷ নিহতদের সিংহভাগই ছাত্রী৷ কাবুলের সৈয়দ উল সুহাদা স্কুলে এই হামলার ঘটনার পিছনে কারা তা অবশ্য জানা যায়নি৷ তালিবানরা এই ঘটনার নিন্দা করেছে৷ প্রসঙ্গত, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হতেই জঙ্গি হামলা বৃদ্ধি পেয়েছে৷ ইসলামিক স্টেট জঙ্গিরাও সক্রিয় হয়ে উঠেছে সেখানে৷
  • করোনা সংক্রমণে চিনের ভূমিকা নিয়ে জল্পনা আরও বেড়ে গেল লি মেং ইয়ান নামক একজন চিনা বিজ্ঞানীর বক্তব্যে৷ তাঁর দাবি, জৈব অস্ত্র তৈরি করতে গিয়ে এই জীবাণুর সূচনা করেছে চিন৷ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সম্প্রতি তিনি কিছু নথিপত্রের প্রমাণ দিয়েছেন৷ চিনা ভাষা থেকে তা অনুবাদ করলে দেখা যাচ্ছে ২০১৫ সালে চিনের সরকারি পরীক্ষাগারে “সার্স কোভ ২” ভাইরাসটি তৈরি করা হয়েছিল৷

জাতীয়
  • করোনা সংক্রমণে দেশে একদিনে ৪,১৮৭ জনের প্রাণহানি হল৷ এটি একটি রেকর্ড৷ মহারাষ্ট্রে ৮৯৮ এবং কর্নাটকে ৫৯২ জনের জীবনহানি হল করোনায়৷ একদিনে দেশে ৪,০১,০৭৮ জন করোনায় সংক্রমিত হলেন৷ এদিন ১৮,০৮,৩৩৪ জনের পরীক্ষা করা হয়েছিল৷ দেশে সুস্থতার হার ৮১.৯০ শতাংশ৷ এদিকে দেশ জুড়ে অক্সিজেনের আকালের পরিপ্রেক্ষিতে রাজ্যগুলির মধ্যে অক্সিজেনের বিজ্ঞানসম্মত এবং স্বচ্ছ উপায়ে বণ্টনের সূত্র বের করতে ১২ সদস্যের জাতীয় টাস্ক ফোর্স গঠন করল সুপ্রিম কোর্ট৷ এই জাতীয় টাস্ক ফোর্সের নেতৃত্বে রয়েছেন পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ভবতোষ বিশ্বাস৷ এদিকে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা এবং ডঃ রেড্ডিস ল্যাবের যৌথ উদ্যোগে তৈরি ওষুধ “২ ডি অক্সি ডি গ্লুকোজ”-কে মাঝারি ও তীব্র উপসর্গযুক্ত করোনা রোগীদের ওপর প্রয়োগের অনুমতি দিল দেশের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ডিসিজিআই৷ এদিন পশ্চিমবঙ্গে ১৯,৪৩৬ জন সংক্রমিত হয়েছেন করোনায়, প্রাণহানি হয়েছে ১২৭ জনের৷

 

বিবিধ
  • চার দশক পর আনুষ্ঠানিকভাবে বিমান চলাচল শুরু হল রূপসী বিমানবন্দরে৷ নামনি অসমে ৩৩৭ একর জমিতে রিজিওনাল কানেক্টিভিটি প্রকল্পে নতুন করে গড়ে তোলা হয়েছে এই বিমানবন্দর৷
  • চিকিৎসক স্মরজিৎ জানা (৬৮) প্রয়াত হলেন৷ তিনি “দুর্বার মহিলা সমন্বয় কমিটি”-র প্রতিষ্ঠাতা৷ করোনা সংক্রমণেই প্রাণ গেল তাঁর৷

খেলা 
  • বুন্দেশলিগা চ্যাম্পিয়ন হল বায়ার্ন মিউনিখ৷ এই নিয়ে তারা পরপর ৯ বার এই খেতাব জিতল৷ ৩২ ম্যাচে তাদের পয়েন্ট ৭১ এবং সমসংখ্যক ম্যাচে লাইপৎজিগের পয়েন্ট ৬৪৷ এদিন লাইপৎজিগ বরুসিয়া ডর্টমুন্ডের কাছে পরাস্ত হওয়ায় ও বায়ার্ন ৬-০ গোলে মনশেনগ্ল্যাডবাখের বিরুদ্ধে জয়ী হতেই বুন্দেশলিগা কে পাবে তা নিশ্চিত হয়ে যায়৷
  • করোনা সংক্রমণে একই দিনে প্রয়াত হলেন দুই প্রাক্তন হকি খেলোয়াড় রবিন্দর পাল সিং (৬০) এবং এম কে কৌশিক (৬৬)৷ ১৯৮০ সালে মস্কো অলিম্পিকে সোনাজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন তাঁরা দুজনেই৷ ১৯৭৯-১৯৮৪ সাল পযর্যন্ত জাতীয় দলে খেলেছেন সিং৷ অন্যদিকে ভারতের পুরুষ ও মহিলা হকি দলের প্রশিক্ষকও ছিলেন কৌশিক৷
  • ভারতের জাতীয় ক্রিকেট দলের আসন্ন ইংল্যান্ড সফরে নেট বোলার হিসাবে ডাক পেলেন আর্জান নাগওয়াসওয়ালা৷ তিনি পার্সি৷ ফারুক ইঞ্জিনিয়ারের পর তিনি কোনও পার্সি ক্রিকেটার যিনি ভারতের জাতীয় ক্রিকেট শিবিরে যোগ দিলেন৷ ১৯৯৩ সালে ডায়ানা এডুলজি শেষ পার্সি ক্রিকেটার হিসাবে ভারতীয় মহিলা ক্রিকেট দলে খেলেছিলেন৷

 

৭ মে কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন