আন্তর্জাতিক
- দ্বিতীয় বারের জন্য লন্ডনের মেয়র নির্বাচিত হলেন সাদিক খান৷ পাকিস্তানি বংশোদ্ভূত তথা লেবার পার্টির নেতা সাদিক পেয়েছেন ৫৫.২ শতাংশ ভোট৷ কনজারভেটিভ পার্টির নেতা শন বেলি পেয়েছেন ৪৪.৮ শতাংশ ভোট৷
- চিনের রকেট “লং মার্চ ৫২” থেকে বিচ্ছিন্ন হওয়া ১৮ টন ওজনের একটি অংশ মালদ্বীপের কাছে ভারত মহাসাগরে আছড়ে পড়ল৷ চিনের দাবি ছিল ১০০ ফুট লম্বা ওই অংশটি বায়ুতেই জ্বলে নিশ্চিহ্ন হয়ে যাবে৷ গত বছর চিনা রকেটের একটি অংশ পশ্চিম আফ্রিকার আইভোরি কোস্টের একটি গ্রামে আছড়ে পড়েছিল৷
- কাবুলে সৈয়দ উল সুহাদা স্কুলের সামনে গাড়িবোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে হল ৫৮৷ জখম হয়েছেন অন্তত ১৫০ জন৷ দন্ত-এ_বারচি অঞ্চলে স্কুল ছুটির সময়েই বিস্ফোরণ ঘটানো হয়৷
জাতীয়
- দেশে এদিন করোনা ভাইরাসে ৪,০৩,৭৩৮ জন সংক্রমিত হলেন এবং ৩,৮৬,৪৪৪ জন সুস্থ হয়ে উঠলেন৷ একদিনে প্রাণহানি হল ৪,০৯২ জনের৷ দেশে করোনার বি১৬১৭ প্রজাতিটি সক্রিয় বলে জানা গেছে৷ দেশে ১৬ কোটি ৯০ লক্ষ জনকে ইতিমধ্যেই প্রতিষেধক দেওয়া হয়েছে৷ তাঁদের মধ্যে ৩,৫৩,৭৬,৯০৫ জন প্রতিষেধকের দুটি টিকাই পেয়েছেন বলে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে৷ নয়াদিল্লির রকাবগঞ্জ গুরুদ্বার পরিচালিত একটি কোভিড সেবাকেন্দে্র ২ কোটি টাকা অনুদান দিলেন অমিতাভ বচ্চন৷
- সংক্রমণ বাড়ায় ৩ সপ্তাহের পর আরও এক সপ্তাহ লকডাউন বাড়ানো হল দিল্লিতে৷ মহারাষ্ট্রের পালঘরে কোভিডড থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ১০৩ বছরের শামরাও ইঙ্গলে৷
- করোনা সংক্রমণে প্রয়াত হলেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপকুমার বসু৷ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব রিটায়ার্ড জাস্টিসেস অব হাইকোর্টস-এর প্রতিষ্ঠাতা তিনি৷ এশিয়ান হিউম্য্যান রাইটস কমিশনের পরামর্শদাতা ছিলেন তিনি৷
বিবিধ
- ভাস্কর রঘুনাথ মহাপাত্র (৭৮) প্রয়াত হলেন৷ করোনা সংক্রমিত হয়ে গত ২২ এপ্রিল হাসপাতালে ভর্তি হয়েছিলেন পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী৷
- করোনা সংক্রমণে প্রয়াত হলেন কোচির টিভি সাংবাদিক বিপিন চন্দ (৪২)৷
খেলা
- ফর্মুলা ওয়ান স্প্যানিশ গ্রাঁ প্রিতে চ্যাম্পিয়ন হলেন লুইস হ্যামিলটন৷ সাতবারের বিশ্ব চ্যাম্পিয়ন হ্যামিলটনের কেরিয়ারে এটি ৯৮তম খেতাব৷
- পেশাদার বক্সিংয়ের প্রথম ম্যাচেই চ্যাম্পিয়ন হলেন মনদীপ জাংরা৷ এদিন তিনি পরাস্ত করলেন আর্জেন্টিনার লুসিয়ানো র্যামোসকে৷
- গত ৪ মে দিল্লির ছত্রশাল স্টেডিয়ামে খুন হয়েছেন জুনিয়র জাতীয় কুস্তিতে চ্যাম্পিয়ন সাগর ধনখড় (২৩)৷ তিনি কুস্তির জাতীয় শিবিরেই ছিলেন৷ এই ঘটনায় নাম জড়িয়েছে পরপর দুবার অলিম্পিকে ব্যক্তিগত বিভাগে পদক জয়ী সুশীল কুমারের নাম৷ তিনি গা ঢাকা দিয়েছেন বলে পুলিশের অভিযোগ৷
৮ মে কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন