কারেন্ট অ্যাফেয়ার্স ১১ মে ২০২১

546
0
Current Affairs 14th April
Courtesy: The Indian Express

আন্তর্জাতিক
  • চিনের জনসংখ্যা ১৪১ কোটি ১৭ লক্ষ৷ চিনের সরকার এদিন সপ্তম জাতীয় জনগণনার রিপোর্ট পেশ করল৷ গত দশকের তুলনায় বৃদ্ধির হার ৫.৩৮ শতাংশ৷ এই হার চিনে জনসংখ্যা বৃদ্ধির সবথেকে শ্লথ হার৷
  • মায়ানমারে সেনা প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয়েছিলেন কবি খেত থি (৪৫)৷ দিন কয়েক আগে তাঁকে গ্রেপ্তার করেছিল সেনা প্রশাসন৷ তাঁর স্ত্রী চাও সু অভিযোগ করেছিলেন যে, খেত থির ওপর অকথ্য অত্যাচার চালানো হচ্ছে৷ এদিন তাঁর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হল৷ অত্যাচারের চিহ্ন রয়েছে দেহে৷
  • গাজা ভূখণ্ডে দুদিনের সংঘর্ষে ২৬ জন প্যালেস্তাইনি নাগরিকের মৃত্যু হল৷ প্রথমে ঝাঁকে ঝাঁকে রকেট ছোঁড়ে প্যালেস্তাইনি জঙ্গিগোষ্ঠী হামাস৷ এর পর পালটা হামলা চালায় ইজরায়েলের সেনা৷
  • মধ্য রাশিয়ার তাতারস্তানের কাজান শহরের একটি স্কুলে এক ছাত্রের বেপরোয়া গুলিবর্ষণে ৭ জন ছাত্র, ২ জন শিক্ষকসহ ১৩ জনের মৃত্যু হল৷ ১৯ বছর বয়সী বন্দুকবাজকে সনাক্ত করতে পেরেছে পুলিশ৷

 

জাতীয়
  • অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে শ্রী ভেঙ্কটেশ্বর রামনারায়ণ রুইয়া সরকারি হাসপাতালে অক্সিজেনে অভাবে ১১ জন করোনা সংক্রমিতের প্রাণহানি হল৷ গোয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৪ ঘণ্টায় ২৬ জন করোনা রোগীর প্রাণহানির পিছনেও অক্সিজেন সঙ্কট থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে৷ দেশে এদিন ৩২৯৯৪২ জন করোনায় সংক্রমিত হলেন৷ প্রাণহানি হল ৩৮৭৬ জনের৷
  • মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে ১০০ কোটি টাকা দুর্নীীতির অভিযোগ করেছিলেন মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিং৷ এবার দেশমুখের বিরুদ্ধে আর্থিক তছরূপের মামলা করল ইডি৷ এদিকে মুকেশ আম্বানীর বাড়ির বাইরে বিস্ফোরক বোঝাই গাড়ি রাখার ঘটনায় অভিযুক্ত পুলিশ অফিসার ষচীন ভাজকে চাকরি থেকেই বরখাস্ত করল মহারাষ্ট্র পুলিশ৷

 

বিবিধ
  • ইস্তানবুল চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ ভারতীয় ছবির পুরস্কার জিতল রাজর্ষি দে পরিচালিত হিন্দি ছবি “আ সেপারেট স্কাই”৷
  • বর্ণ বৈষম্য বিতর্কে নিজের তিন তিনটি গোল্ডেন গ্লোব পুরস্কার পিরিয়ে দেওয়ার কথা জানালেন টম ক্রুজ৷

 

খেলা
  • ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হল ম্যাঞ্চেস্টার সিটি৷ এই নিয়ে গত ৪ বছরে তৃতীয়বার এই খেতাব জিতল তারা৷ ৩৫ ম্যাচে তাদের সংগ্রহ ৮০ পয়েন্ট৷ এদিন লেস্টার সিটির কাছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড পরাস্ত হতেই লিগ খেতাব নিশ্চিত হল ম্যাঞ্চেস্টার সিটির৷
  • করোনা সংক্রমণের নিরিখে তুরস্ক থেকে পোর্তোয় সরিয়ে দেওয়া হল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ৷
  • অনলাইন দাবা ম্যাচ খেলে করোনা চিকিৎসার জন্য তহবিল সংগ্রহের উদ্যোগ নিলেন বিশ্বনাথন আনন্দ সহ ৫ জন গ্র্যান্ডমাস্টার৷