প্রবল বৃষ্টিতে বেহাল হয়ে পড়ল পশ্চিম এশিয়া। সৌদি আরবে ১৯৪৯ সালের পর থেকে এত বৃষ্টি হয়নি। গত ২৪ ঘন্টায় সেখানে এক লপ্তে দেড় বছরের সমান বৃষ্টি হয়েছে। প্রসঙ্গত, দুবাইয়ে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ৯৪.৭ মিলিমিটার, সেখানে গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১৪২ মিলিমিটার। দুবাই বিমানবন্দর বন্ধ রাখতে হয়েছিল ২৫ মিনিট। বাতিল হয়েছে অসংখ্য উড়ান। দুবাই শহরে বৃষ্টি হয় না বললেই চলে। ২০০২ সাল থেকে সেখানে কৃত্রিম বৃষ্টিপাত বা ক্লাউড সিডিং এর ব্যবস্থা করা হয়েছিল এই আচমকা বৃষ্টিপাতের তাই পুরোপুরি বেহাল হয়ে পড়েছে শহরটি।
রাশিয়ার হামলায় ১৩ জন অসামরিক ব্যক্তি নিহত হলেন ইউক্রেনে। ইউক্রেনের বেলারুস সীমান্তবর্তী এলাকায় চেরনিহিভ শহরে এই হামলা চালানো হয়। এতে আরো ২২ জন জখম হয়েছেন।
জাতীয়
গত ৭৭ বছরে ভারতের জনসংখ্যা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বিশ্বের সবথেকে জনবহুল দেশ ভারত। আনুমানিক জনসংখ্যা ১৪৪ কোটি। ২০১১ সালের জনসংখ্যা অনুযায়ী তা ছিল ১২১ কোটি। ভারতের বর্তমান জনসংখ্যার ২৪% এর বয়স ১৪ বছরের নিচে। ১০ থেকে ১৯ বছরের মধ্যে যাদের বয়স তারা দেশের জনসংখ্যার ১৭ শতাংশ। বর্তমানে ভারতের পুরুষ নাগরিকদের গড় বয়স ৭১ বছর ও মহিলা নাগরিকদের বড় বড় ৭৪ বছর। ৬৫ বছর বা তার বেশি বয়সের নাগরিকদের সংখ্যা দেশের মোট নাগরিকদের ৭ শতাংশ। ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ডের সাম্প্রতিক রিপোর্টে এই তথ্য প্রকাশ পেয়েছে।
নাগপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য বিভাগের অধ্যাপিকা সোমা সেন ছাড়া পেলেন বাইকুল্লা কারাগার থেকে। এলগার পরিষদ মামলায় ২০১৮ সালের ৬ই জুন তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। এই মামলায় মাওবাদীদের সঙ্গে যোগাযোগ ও তাদের মদত দেওয়ার অভিযোগে আরো ১৬ জন সমাজকর্মী ও শিক্ষাবিদকে গ্রেপ্তার করা হয়েছিল। গত ৫ এপ্রিল জামিন পেয়েছিলেন অধ্যাপিকা সেন।
খেলা
দীর্ঘদিন পর কোন আন্তর্জাতিক প্রতিযোগিতার ফাইনালে উঠলেন ভারতের দীপা কর্মকার। তিনি দোহাতে অনুষ্ঠিত অ্যাপারেটাস বিশ্বকাপের ফাইনালে উঠেছেন।
সদ্য সমাপ্ত ২০২৩-২৪ মরসুমে আই লিগের বিভিন্ন বিভাগে পুরস্কার জয়ীদের নাম ঘোষণা করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। শ্রেষ্ঠ গোলরক্ষক হলেন মোহামেডান স্পোর্টিং দলের পদম ছেত্রী। প্রতিযোগিতার শ্রেষ্ঠ কোচ হলেন মহামেডানের আন্দ্রে চের্নিশোভ।
বিবিধ
রামনবমীর দিনে অযোধ্যার রাম মন্দিরে ঠিক বারোটা এক মিনিটে রামলালার কপালে এসে পড়ল সূর্যের রশ্মি। একে বলা হলো সূর্য তিলক। প্রযুক্তিবিদদের চেষ্টায় লেন্স, পিতলের পাইপ ও আয়না ব্যবহার করে এই ব্যবস্থাটি করা হয়েছে। দেশের শ্রেষ্ঠ বিজ্ঞানীরা এই ব্যবস্থা সম্পন্ন করেছেন।