কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ ডিসেম্বর ২০২৪

16
0
Current Affairs 17th December

আন্তর্জাতিক
  • সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার-আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রকাশ্যে আসছে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা অসংখ্য গণকবরের খবর। এই সংবাদে আন্তর্জাতিক অপরাধ দমন আদালতের শাখা সংগঠন কমিশন ফর ইন্টারন্যাশনাল জাস্টিস-এর প্রধান স্টিফেন রাপ। তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।
  • কয়েক মাস ধরে ভুয়ো পাসপোর্ট তৈরি করে বাংলাদেশি নাগরিককে ভারতীয় বলে পরিচয় দিয়ে বিদেশে পাড়ি দিয়েছেন বহু বাংলাদেশি। ইটালি সহ বহু দেশে তারা রয়েছেন। এই রকম এক বড় পাসপোর্টের চক্রের হদিশ মিলেছে। বহু পাশপোর্ট ইতিমধ্যে বিলি হয়ে গিয়েছে আঞ্চলিক পাশপোর্ট অফিসের মাধ্যমে। ভুয়ো পাশপোর্টের বিরুদ্ধে তদন্তে নেমেছ পুলিশ। তদন্তকারী দল কয়েকজনকে গ্রেপ্তার করেছে।

দেশ
  • সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন ভারতের অভিজ্ঞ স্পিনার অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন।অস্ট্রেলিয়ার বিপক্ষে গাব্বা টেস্ট ড্র হওয়ার পর এক সাংবাদিক সম্মেলনে এ কথা তিনিই ঘোষণা করেছেন। ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ম্যাচ ড্র হওয়ার পর রোহিত শর্মার সঙ্গে সাংবাদিক সম্মেলনে হাজির হন ৩৮ বছর বয়সি অশ্বিন। সেই সম্মেলনে তিনি বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে এটাই আমার শেষ দিন। আইপিএলে অবশ্য তিনি খেলবেন।
  •  ভারতের সঙ্গে চিনের নতুন করে সুসম্পর্ক গ়ড়ে ওঠায় দিল্লির সঙ্গে কাজ করতে তৈরি বেজিং। বেজিংয়ে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সীমান্ত সংক্রান্ত বৈঠক হওয়ার কথা। চিন ভারতের সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত।

খেলা
  • টেস্ট ক্রিকেটের সর্বাধিক উইকেট শিকারের তালিকায় তিনি ৭ নম্বরে রয়েছেন। ভারতীয় বোলারদের মধ্যে অনিল কুম্বলের (৬১৯০ পর দ্বিতীয় স্থানে রয়েছেন অশ্বিন। অশ্বিন ১০৬ টেস্ট ম্যাচে ৫৩৭ উইকেট শিকার করেছেন। একটি ম্যাচে ৫৯ রানে ৭ উইকেট সংগ্রহ তাঁর সেরা বোলিং পিগার। এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন ৩৭ বার। পাশাপাশি ৩৪৭৪ রানও করেছেন।রয়েছে ৬টি শতরান ও ১৪টি অর্ধ শতরান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নসিপেও সর্াধিক উইকেট তাঁর দখলে। শেষ টি টোয়েন্টি খেলেন ২০২২ সালে। শেষ ওয়ান ডে গত বিশ্বকাপ।
  •  কোনো রকমে ফলো-অন বাঁচালেন ভারতীয় দল। অস্ট্রেলিয়া –ভারত তৃতীয় টেস্টে।
  • ফিফার বর্ষসেরার সম্মান পেলেন ব্রাজিলীয় স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়র।
  • নবী মুম্বইয়ে মঙ্গলবার মহিলাদের টি-টোয়েন্টিতে ভারত ৯ উইকেটে হারল ওয়েস্ট ইন্ডিজের কাছে। যে জয়ে হেইলি ম্যাথিউজরা তিন ম্যাচের সিরিজে ১-১ করে ফেললেন। টানা ৯ ম্যাচ হারের পর প্রথম বিশ্ব রাঙ্কিংয়ে তিন নম্বরে থাকা ভারতের মেয়েদের বিরুদ্ধে জিতল ওয়েস্ট ইন্ডিজ।
  •  ঝুলন গোস্বামীর নামে সিএবিতে স্ট্যান্ড করা হবে। বি ব্লকের গ্যালারির একটি অংশে তাঁর নামে করা হবে।

বিবিধ
  • আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশ মোজাম্বিকে শক্তিশালী ঘূর্ণিঝড় চিডোর তাণ্ডবে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। ঝড়ে হাজার হাজার পরিবার তাদের বাড়ি-ঘর হারিয়েছে এবং স্কুল ও স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত বহু অবকাঠামোও ধ্বংস হয়ে গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চিডোর আঘাতে ৩৪ হাজারেরও বেশি মোজাম্বিক পরিবার তাদের বাড়িঘর হারিয়েছে। ঘণ্টায় প্রায় ২৬০ কিলোমিটার (১৬০ মাইল) বেগে আছড়ে পড়েছিল শক্তিশালী এই ঝড়টি।
  • এক ধাক্কায় ১০৬৪.১২ পয়েন্ট পড়ে (১.৩০%) মঙ্গলবার তা আবার নামল ৮০,৬৮৪.৪৫ অঙ্কে। লগ্নিকারীরা হারালেন ৪.৯২ লক্ষ কোটি টাকার শেয়ার সম্পদ।