কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ ফেব্রুয়ারি ২০২৪

326
0
Current Affairs 17th February

আন্তর্জাতিক
  • নিউইয়র্কের একটি আদালত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে ৩৫ কোটি ডলার জরিমানা করল। তিনি নির্মাণ ব্যবসায় ব্যাংক থেকে ঋণ নেওয়ার জন্য অনৈতিক পথ গ্রহণ করেছিলেন বলে দোষী সাব্যস্ত হয়েছেন। ট্রাম্প এবং তাঁর দুই ছেলে ডোনাল্ড জুনিয়র এবং এরিকো একই কারণে দোষী সাব্যস্ত হয়েছেন। তবে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি একে রাজনৈতিক ষড়যন্ত্র বলেছেন। যে বিচারপতি এই রায় দিয়েছেন সেই বিচারপতি আর্থার এনগোরণকে তিনি ‘কুটিল’ বলে সম্বোধন করেছেন।
  • পাকিস্তানি সদ্য সমাপ্ত সাধারণ নির্বাচনে রিগিং হয়েছে, ভোট কারচুপি হয়েছে। শুধু তাই নয়, সেখানে জয়ী প্রার্থীর নাম বদলে পরাজিত প্রার্থীকে জয়ী বলে ঘোষণা করা হয়েছে। এই অভিযোগ সামনে এনে পদত্যাগ করলেন পাকিস্তানের রাওয়ালপিন্ডির নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা সচিব পর্যায়ের কর্মী লিয়াকত আলি চাট্টা। তিনি এই ব্যাপক কারচুপির জন্য পাকিস্তান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং পাকিস্তান নির্বাচন কমিশনের প্রধান কমিশনারকেও অভিযুক্ত করেছেন।
জাতীয়
  • অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াদায় দুর্নীতিবিরোধী আদালতে সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে অন্ধপ্রদেশ ফাইবার নেট কেলেঙ্কারি মামলায় চার্জশিট পেশ করল অন্ধ্রপ্রদেশ রাজ্য পুলিশ। এন চন্দ্রবাবু নাইডু মুখ্যমন্ত্রী থাকার সময় ৩৩০ কোটি টাকা মূল্যের ওই কেলেঙ্কারি হয়েছিল।
  • অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ইনসাট থ্রিডিএস কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করল ইসরো। জিএসএলভি-এফ ১৪ রকেটের সাহায্যে এই উৎক্ষেপণ সফল হয়েছে বলে জানা গেছে। নতুন কৃত্রিম উপগ্রহটি আবহাওয়ার নিখুঁত পূর্বাভাস দেবে বলে জানানো হয়েছে।
 খেলা
  • রাজকোট টেস্টে প্রথম ইনিংসে ৩১৯ রান তুলে অলআউট হয়ে গেল ইংল্যান্ড। ভারত প্রথম ইনিংসে ৪৪৫ রানের পর দ্বিতীয় ইনিংসে দু উইকেট হারিয়ে তুলল ১৯৬ রান। শতরান করলেন ভারতের যশস্বী জয়সাওয়াল।
  • দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার মাইক প্রোক্টর (৭৭) প্রয়াত হলেন। তিনি যখন চূড়ান্ত সাফল্যের সঙ্গে ক্রিকেট খেলছেন তখন বর্ণবিদ্বেষের কারণে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৪০১ ম্যাচে ৪৮ টি শতরান সহ  ২১৯৩৬ রান এবং ১৪১৭টি উইকেট আছে তাঁর।
  • আইএসএলে জয় পেল কলকাতার দুই প্রধান। মোহনবাগান এদিন ৪-২ গোলে হারিয়ে দিল নর্থইস্ট ইউনাইটেডকে। অন্যদিকে ছ’ম্যাচ পর জয় পেল ইস্টবেঙ্গল। তারা ১-০ গোলে হারালো হায়দরাবাদ এফসি’কে।
বিবিধ
  • ৫৮ তম জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন উর্দু সাহিত্যিক গুলজার এবং সংস্কৃত সাহিত্যিক জগৎ গুরু রাম ভদ্রাচার্য। গুলজার উর্দু ভাষার কবি , কাহিনিকার, চলচ্চিত্র পরিচালক এবং সংগীত রচয়িতা। তাঁর আসল নাম সম্পূরণ সিংহ কালরা। তিনি এর আগে অস্কার, গ্র্যামি ছাড়াও পেয়েছেন পাঁচটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পেয়েছেন দাদা সাহেব ফালকে পুরস্কার। তাছাড়াও সাহিত্য একাডেমি এবং পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়েছেন। এবার তিনি পেলেন ২০২৩ সালের জ্ঞানপীঠ পুরস্কার। ২০২৩ সালে অপর জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক জগৎগুরু রাম ভদ্রাচার্য হলেন বিশিষ্ট শিক্ষক। তিনি সংস্কৃত, হিন্দি, অবধি, মৈথিলি ভাষার সাহিত্যিক। বাইশটি ভাষায় পারদর্শিতা রয়েছে তাঁর। তিনি চিত্রকুটে তুলসীপীঠের প্রতিষ্ঠা করেছেন।
  • প্রয়াত হলেন অভিনেত্রী অঞ্জনা ভৌমিক। ৭৯ বছর বয়স হয়েছিল তাঁর। তাঁর আসল নাম আরতি। চলচ্চিত্রে অভিনয়ের জন্য নাম বদলে নেন। প্রথম ছবি ‘অনুষ্টুপ ছন্দ’। এরপর বহু বাংলা ছবিতে তিনি অভিনয় করেছেন। এর মধ্যে কয়েকটি হল ‘কখনও মেঘ’, ‘নায়িকা সংবাদ’, ‘চৌরঙ্গী’, ‘রাজদ্রোহী’, ‘থানা থেকে আসছি’ প্রভৃতি। অভিনেত্রী নীলাঞ্জনা ও চন্দনা তাঁরই কন্যা।
  • অভিনেত্রী সুহানি ভাটনগর প্রয়াত হলেন। মাত্র উনিশ বছর বয়স হয়েছিল তাঁর। ‘দঙ্গল’ চলচ্চিত্রে অভিনয় করে তিনি খ্যাতি পেয়েছিলেন।