কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ জুলাই ২০২৩

schedule
2023-07-18 | 07:48h
update
2023-07-18 | 10:58h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর ইরানে নীতি পুলিশের হেনস্তায় মৃত্যু হয়েছিল ২২ বছরের কুর্দ তরুণী মহসা আমিনীর। অভিযোগ, তিনি ঠিকমতো উপায়ে হিজাব পড়েননি। তারপরে তীব্র আন্দোলনে ফুসে উঠেছিল ইরানের সাধারণ নারী পুরুষ। নীতি পুলিশের খবরদারি স্তিমিত হয়েছিল। কিন্তু ঘটনার দশ মাস পর পুনরায় হিজাব নিয়ে কড়াকড়ি শুরু হলো ইরানে। তেহেরান থেকে জানানো হয়েছে, হিজাব পড়ার নীতি নতুন করে বলবত করা হচ্ছে। শুরু হয়েছে নীতি পুলিশ তথা গশত-ই-ইরশাদ বাহিনীর টহলদারি। একটি হিসেবে বলছে, ২০০৫ সালে এই বাহিনী কাজ শুরুর পরের ১০ বছরে ইরানে এই নীতি পুলিশ হিজাব পড়া নিয়ে ৩০ লক্ষাধিক মহিলাকে হেনস্তা করেছে।
  • বিমস্টেক মঞ্চের সদস্য দেশগুলির বিদেশ মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হলো ব্যাংককে। এই প্রথম এই গোষ্ঠীর বিদেশ মন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হলো। প্রসঙ্গত, ১৯৯৭ সালে এই মঞ্চ তৈরি হয়েছিল। বর্তমানে সাতটি দেশ এই গোষ্ঠীতে রয়েছে। তারা হলো ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, থাইল্যান্ড, মায়ানমার, ভুটান ও নেপাল। বিশ্বের ২২ শতাংশ জনসংখ্যা এই সাত দেশে রয়েছে।
Advertisement

জাতীয়
  • সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে পুলিশ ১৫৯৯ পাতার চার্জশিট আগেই পেশ করেছে। সেখানে মোট ২১ জন সাক্ষী দিয়েছেন বলে জানা গেছে। এবং ছ’জন ভারতীয় দণ্ডবিধির ১৬৪ ধারা অনুযায়ী গোপন জবানবন্দি দিয়েছেন।
খেলা
  • ইন্টার মায়ামি দলে ১০ নম্বর জার্সিতেই খেলবেন লিওনেল মেসি। এদিন ইংল্যান্ড দলের প্রাক্তন অধিনায়ক ডেভিড বেকহ্যাম মেসির হাতে নতুন জার্সি তুলে দিলেন। বার্সেলোনা, পিএসজি-এর পর মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মেজর লিগ সকার ক্লাব মায়ামিতে যোগ দিলেন মেসি।
  • মনিপুরে শান্তি প্রতিষ্ঠা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি লিখলেন মীরাবাঈ চানু। অলিম্পিকে পদকজয়ী মীরাবাঈ মনিপুর রাজ্যের বাসিন্দা। সাম্প্রতিক হিংসায় অচলাবস্থা চলছে মনিপুরে। প্রাণ গেছে দেড় শতাধিক ব্যক্তির।
বিবিধ
  • সমুদ্র অভিযানে গিয়ে যান্ত্রিক বিভ্রাটে সভ্য সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন অস্ট্রেলিয় নাবিক টিম শ্যাডক। ২০২২ সালের এপ্রিল মাসে মেক্সিকোর লা পাজ বন্দর থেকে একটি পালতোলা নৌকা নিয়ে ছয় হাজার কিলোমিটার যাত্রা করার জন্য রওনা দিয়েছিলেন তিনি। লক্ষ্য ছিল ফ্রেঞ্চ পলিনেসিয়ায় পৌঁছনো। কিন্তু মাঝপথে ক্ষতিগ্রস্ত হয়ে যায় বৈদ্যুতিন যন্ত্রপাতি।তাঁর সঙ্গী ছিল কেবল একটি কুকুর, নাম বেলা। এরপর বৃষ্টির জল পান করে আর কাঁচা মাছ খেয়ে জীবন রক্ষা করেছেন দুজনে। অবশেষে একটি মাছ ধরা নৌকা তাদের উদ্ধার করল।
  • বসবাসের পক্ষে সবথেকে অযোগ্য কোন শহর? ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট সংস্থার সমীক্ষায় তা প্রকাশ করা হয়েছে। এই তালিকা অনুযায়ী, বিশ্বের সবথেকে খারাপ বসবাসযোগ্য শহর পাঁচটি হলো লাগোস, আলজিয়ার্স, ত্রিপোলি, দামাস্কাস ও করাচি।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
29.04.2024 - 19:24:43
Privacy-Data & cookie usage: