কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ জুন ২০২৩

454
0
Current Affairs 17th June

আন্তর্জাতিক
  • উগান্ডার ইতিহাসে সবথেকে বড় সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটলো। রাতের অন্ধকারে উগান্ডার একটি স্কুলের হোস্টেলে ভয়াবহ তাণ্ডব চালালো জঙ্গিরা। কাসেস জেলার এম্পন্দে এলাকার ওই হোস্টেলে তারা বাইরে থেকে আগুন লাগিয়ে দেয়। এতে জীবন্ত দগ্ধ হয়ে অন্তত ৪০ জন নিহত হয়েছে বলে জানা গেছে। আরো কয়েকজন পড়ুয়াকে তারা অপহরণ করে নিয়ে গেছে। এই ঘটনাটি আইএস মদতপুষ্ঠ জঙ্গি সংগঠন ডেমোক্রেটিক ফোর্সেস করেছে বলে সন্দেহ করা হচ্ছে।
  • অর্থনৈতিকভাবে সঙ্কটগ্রস্থ পাকিস্তানকে ১০০ কোটি ডলার অর্থ সাহায্য করলো চিন। সম্প্রতি পাকিস্তান ঋণ বাবদ চিনকে ১০০ কোটি ডলার শোধ করেছিল। সেই অর্থই তাদের পুনরায় ঋণ হিসেবে দিল চিন।
  • দীর্ঘদিন লন্ডনে প্রবাস জীবন যাপন করছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশে ভবিষ্যতে আর কোন নির্বাচনে তিনি অংশগ্রহণ করতে পারবেন না কিন্তু এদিন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, সামনের সাধারণ নির্বাচনে অংশ নেবেন নওয়াজ। এবং তিনি পাকিস্তানে পুনরায় প্রধানমন্ত্রী পদে বসবেন। প্রসঙ্গত এর আগে তিনবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছিলেন নওয়াজ শরিফ।
জাতীয়
  • আন্তর্জাতিক মহলের উদ্বেগকে পাত্তা না দিয়ে এক ভারতীয় মাতা পিতার সন্তানকে পালক পিতা-মাতার কাছেই রেখে দেওয়ার কঠোর সিদ্ধান্ত নিল জার্মানির আদালত। ভারতের ভবেশ শাহ ও ধারা শাহের ক্ষুদে কন্যা অরিহাকে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে নিজেদের হাতে নিয়ে নেয় জার্মানির শিশু সুরক্ষা ও উন্নয়ন সমিতি। তারা পালক পিতা-মাতার কাছে তাকে রাখার ব্যবস্থা করে। এরপরে মামলা গড়ায় আদালতে সেই মামলার রায় প্রকাশিত হলে দেখা যাচ্ছে শিশুটিকে শাহ দম্পতির হাতে তুলে দেওয়ার আবেদন খারিজ হয়ে গেছে।
  • আগামী চার বছরের মধ্যে ভারত থেকে থাইল্যান্ড হয়ে মায়ানমার পর্যন্ত আন্তর্দেশীয় সড়ক নির্মাণের কাজ সম্পূর্ণ হবে। এর মোট দৈর্ঘ্য হবে ২৮০০ কিলোমিটার। কলকাতায় বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রতিনিধি সম্মেলনে এই বিষয়টি জানানো হয়েছে।
খেলা
  • বার্মিংহামের এজবাস্টন স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে পাঁচ উইকেট হারিয়ে তুলল ৩১১ রান। এই ম্যাচে শতরান করলেন ওসমান খোয়াজা (১২৬)। এটি তাঁর ১৫ তম টেস্ট শতরান। ইংল্যান্ড প্রথম ইনিংসে আট উইকেটে ৩৯৩ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করেছিল।
  • ইন্দোনেশিয়া ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতার সেমিফাইনালে ভারতের সাত্ত্বিক সাইরাজ রানকি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি হারিয়ে দিল কোরিয়ার মিন হুক কান এবং সিউন যা সিও জুটিকে। এই প্রথমবার ভারতের এই জুটি কোন সুপার ১০০০ ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনালে উঠলো। ছেলেদের সিঙ্গেলসে সেমিফাইনালে হেরে গেলেন ভারতের এইচ এস প্রণয়।
  • ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে ইন্টারকন্টিনেন্টাল কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে লেবাননের মুখোমুখি হচ্ছে ভারত। ফিফা বিশ্ব রাঙ্কিংয়ে ভারত ও লেবাননের ক্রম যথাক্রমে ১০১ এবং ৯৯। ভারত ২০১৮ সালে প্রথম ইন্টারকন্টিনেন্টাল কাপে চ্যাম্পিয়ন হয়েছিল। আট ম্যাচ অপরাজিত থেকে ভারত ফাইনাল খেলতে নামছে। গ্রুপ পর্বে ভারত ভান্তুয়াতু ও মঙ্গোলিয়াকে হারিয়ে দিয়েছিল। তখন লেবাননের সঙ্গে ভারতের ম্যাচ গোলশূন্যভাবে শেষ হয়েছিল।
বিবিধ
  • ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের প্রকৃত জন্মদিন ১৪ নভেম্বর। কিন্তু রাজ পরিবারের প্রথা মেনে এদিন তাঁর জন্মদিন পালন করা হলো রাজকীয় সাড়ম্বরে। এদিন ১১৭১ জনকে সম্মান জানানো হলো ব্রিটিশ সরকারের মাধ্যমে। তাঁদের মধ্যে ৪০ জন ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক, শিল্পপতি, সমাজকর্মীও রয়েছেন ।