কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ মার্চ ২০২৪

211
0
Current Affairs 17th March

আন্তর্জাতিক
  • ওয়েলসের ফার্স্ট মিনিস্টার হচ্ছেন  ভন  গেথিং। তিনি ৫১.৭ শতাংশ ভোট পেয়েছেন। এই প্রথম কোন কৃষ্ণাঙ্গ ব্যক্তি সেখানে ফার্স্ট মিনিস্টার হচ্ছেন।
  • পুনরায় রাশিয়ার রাষ্ট্রপতি নির্বাচিত হলেন ভ্লাদিমির পুতিন। তিনি ৮৭.৯৭ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। প্রসঙ্গত গত ২৫ বছর ধরে রাশিয়ার শাসন চালিয়ে আসছেন তিনি। ১৯৯৯ সালে থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি ছিলেন রাশিয়ার প্রধানমন্ত্রী। এরপর ২০০৮ সাল পর্যন্ত তিনি ছিলেন রাশিয়ার রাষ্ট্রপতি । ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি ছিলেন পুনরায় রাশিয়ার প্রধানমন্ত্রী। তারপর ২০১২ থেকে তিনি রয়েছেন রাশিয়ার রাষ্ট্রপতি পদে। ইতিমধ্যে সংবিধান সংশোধন করেছেন তিনি। জোসেফ স্টালিনের পর তিনি সব থেকে দীর্ঘ সময় রাশিয়ার শাসক পদে রয়েছেন।
  • দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে একটি অনাড়ম্বর অনুষ্ঠানে নিজের দীর্ঘদিনের সঙ্গী সোফি অ্যালোয়াসকে বিয়ে করলেন অস্ট্রেলিয়ার বিদেশ মন্ত্রী পেনি ইয়ং। এই প্রথম অস্ট্রেলিয়ার কোন সাংসদ সম্মলিঙ্গ বিবাহ করলেন। অস্ট্রেলিয়ায় ২০১৭ সালে সম লিঙ্গ বিবাহ আইনি স্বীকৃতি পেয়েছে। পেনি অবশ্য দীর্ঘদিন ধরেই এই সম্পর্কে রয়েছেন।
জাতীয়
  • সোমেলিয়ার জলদস্যুদের পর্যদুস্ত করে একটি বাণিজ্যিক জাহাজ মুক্ত করল ভারতীয় নৌ বাহিনী। এম ভি রুয়েন নামের ওই জাহাজে ১৭ জন নাবিক ছিলেন। প্রায় ১০ লক্ষ ডলারের পণ্য নিয়ে আরব সাগর দিয়ে যাওয়ার সময় সোমালিয়া থেকে ২৬০ নটিক্যাল মাইল দূরে থাকা অবস্থায় জাহাজটি কব্জা করে নিয়েছিল জলদস্যুরা। এটা গত ১৪ ডিসেম্বরের ঘটনা। এরপর ২৬০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে সেখানে পৌঁছয় ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ আইএনএস কলকাতা। ভারতীয় নৌসেনার কমান্ডো বাহিনী রীতিমত লড়াই চালিয়ে জাহাজটিকে জলদস্যুদের কবল থেকে মুক্ত করেছে। গ্রেপ্তার করা হয়েছে ৩৫ জন জলদস্যুকে।
  • শিল্পপতি সজ্জন জিন্দলের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল তা ভিত্তিহীন। বোম্বে হাইকোর্টে এই তথ্য জানালো মুম্বই পুলিশ। প্রসঙ্গত, জনৈক মহিলা জিন্দলের বিরুদ্ধে গুরুতর যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন।
  • গুজরাট বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে একদল মুসলিম ছাত্র নমাজ পড়ার সময় বহিরাগত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনায় কয়েকজন বিদেশী ছাত্রও জখম হয়েছেন বলে জানা গেছে।
  • মার্কিং যুক্তরাষ্ট্রে বস্টন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং পড়ুয়া এক ভারতীয় ছাত্রের মৃত্যু হল রহস্যজনক ভাবে। পারুছুরি অভিজিৎ নামে বছর কুড়ির ওই ছাত্রের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হয়েছে। চলতি বছরে এর মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে ন’জন ভারতীয় নাগরিকের অস্বাভাবিক মৃত্যু হল।
খেলা
  • দ্বিতীয় ডাব্লিউ পি এল এ জিতলো রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে তারা ৮ উইকেটে হারিয়ে দিল দিল্লি ক্যাপিটালসকে। স্মৃতি মন্ধনার নেতৃত্বে বেঙ্গালুরুর দলে ছিলেন বাংলার মেয়ে রিচা ঘোষও। ফাইনাল ম্যাচে বাউন্ডারি মেরে তিনি দলকে জেতান। এই প্রথমবার ডব্লিউ পি এল ট্রফি জিতল বেঙ্গালুরু। প্রসঙ্গত, পুরুষদের পেশাদার কুড়ি ওভারের ক্রিকেট লিগ আইপিএল শুরু হয়েছে ১৬ বছর, কিন্তু তার মধ্যে একবারও ট্রফি জিততে পারেনি বেঙ্গালুরু।
  • ১০০টি টেস্ট খেলা এবং টেস্টে ৫০০ উইকেট সংগ্রহের জন্য রবিচন্দ্রন অশ্বিনকে সংবর্ধনা জানালো তামিলনাড়ু ক্রিকেট সংস্থা।
বিবিধ
  • প্রেস ইনফরমেশন ব্যুরো-এর পরবর্তী প্রিন্সিপাল ডিরেক্টর হবেন শেফালি বি সরণ। বর্তমানে এই পদে থাকা মনীষ দেশাই ৩১ মার্চ অবসর নেওয়ার পর শেফালি বি সরণ দায়িত্ব নেবেন। অল ইন্ডিয়া রেডিও এর ডিরেক্টর জেনারেল (নিউজ) পদে বসছেন মৌসুমী চক্রবর্তী। এই দু’জনই ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস-এর অফিসার।
  • নাম চাণক্য। বয়স ১২৫ বছর। হায়দারাবাদ নেহরু জুলজিক্যাল গার্ডেনের এই বিপুলায়তন কচ্ছপটি প্রাণ হারিয়েছে। দীর্ঘদিন ধরেই দর্শকদের আকর্ষণের কেন্দ্রে ছিল চাণক্য।