কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ মে ২০২৪

225
0
Current Affairs 1st July

আন্তর্জাতিক
  • মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে ফ্রান্সিস স্কট কি সেতুতে ধাক্কা মারার ঘটনায় পণ্যবাহি জাহাজ এমভি দালি গত ৫০ দিন ধরে আটকে রয়েছে ঠিক সেই জায়গাতেই। মার্কিন গোয়েন্দা সংস্থা এফ বি আই এর তদন্তের নির্দেশে ওই জাহাজের ২১ জন নাবিককে সেখানে আটকে রাখা হয়েছে। কেড়ে নেওয়া হয়েছে তাদের মোবাইল ফোন। এই নাবিক দের মধ্যে কুড়ি জনই ভারতীয়।
  • ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের সেমেরু আগ্নেয়গিরিতে এক দিনে পাঁচ বার অগ্নুৎপাতের ঘটনা ঘটলো। সেন্টার ফর ভলক্যানওলজি এন্ড জিওলজিক্যাল হ্যাজার্ড মিটিগেশন জানিয়েছে অগ্নুৎপাতের শৃঙ্গ থেকে ৯০০ মিটার পর্যন্ত অগ্নুৎপাত হয়েছে।
  • গাজায় হামলা চালানো কোন বিরতি দিচ্ছে না ইজরায়েল গত ৬ মাসে তাদের হামলায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫ হাজার ৩০০ জন। গত কয়েকদিনে জাবালিয়া শহর থেকে 93 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে।
জাতীয়
  • নয়া দিল্লির রাইস অ্যাভিনিউ আদালতে দিল্লি আবগারি নীতি মামলায় অতিরিক্ত চার্জশিট পেশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেখানে অভিযোগ করা হয়েছে যে, মদ ব্যবসায়ীদের একটি প্রভাবশালী গোষ্ঠীকে অন্যায্য সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। এতে দিল্লির সরকারের ২৮৭৩ কোটি টাকা ক্ষতি হয়েছে কিন্তু শাসক দল আপ এর ১০০ কোটি টাকা লাভ হয়েছে। এই অতিরিক্ত চার্জসিটে অভিযুক্ত হিসেবে আম আদমি পার্টিকেও যুক্ত করল ই ডি। স্বাধীন ভারতে এই প্রথম কোন মামলায় কোন রাজনৈতিক দলকে অন্যতম অভিযুক্ত করা হলো। এই মামলায় এই নিয়ে মোট ১৮টি চার্জশিট দাখিল করল ই ডি।
খেলা
  • ২০২৭ সালে ফিফা মহিলা বিশ্বকাপ ফুটবল আয়োজনের দায়িত্ব পেল ব্রাজিল। এ ব্যাপারে তারা ভোটে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোকে হারিয়ে দিয়েছে। ১৯৯১ সালে শেষ বার লাতিন আমেরিকায় মহিলাদের বিশ্বকাপ ফুটবল আয়োজিত হয়েছিল।
  • ২০০০ সালের ১৪ ডিসেম্বর বার্সেলোনায় একটি রেস্তোরার পেপার ন্যাপকিন এ চুক্তি হয়েছিল যে লিওনেল মেসি খেলবেন বার্সেলোনায়। সেই কাগজটি এবার নিলামে উঠলো। মোট ৯ লক্ষ ৬৫ হাজার মার্কিন ডলার দাম উঠল তার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮ কোটি টাকা।
  • ফ্রান্সের জাতীয় ফুটবল দলে প্রত্যাবর্তন হলো এনগেলো কানতের। দীর্ঘ দুবছর তিনি জাতীয় দলের বাইরে ছিলেন।
বিবিধ
  • কোভিড এর টিকা কোভ্যাক্সিন- এর যথেষ্ট ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্রের গবেষণা থেকে এই আশঙ্কার কথা জানা গেছে। ৯২৬ জনের ওপর এই সমীক্ষা চালানো হয়েছিল। এর আগে কোভিডের টিকা কোভিশিল্ড -এর পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে গুরুতর অভিযোগ উঠেছিল। ব্রিটিশ – সুইডিশ প্রস্তুতকারী সংস্থা  অ্যাস্ট্রোজেনেকা ওই টিকা প্রত্যাহার করার ঘোষণা করেছে আগেই।
  • ৩০ বছরের মধ্যে মঙ্গল গ্রহে শহর বানাবে পৃথিবীর মানুষ। এই মন্তব্য করলেন স্পেস এক্স মহাকাশ সংস্থার প্রধান ইলন মাস্ক।