আন্তর্জাতিক
- বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের ১০০ দিন হল। তারই প্রেক্ষিতে দেশের প্রতি এক ভাষণে সরকারের প্রধান ডক্টর মহম্মদ ইউনূস বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচার করা হবে। তিনি বলেছেন, ‘শুধু জুলাই-আগস্ট হত্যাকাণ্ডই নয়, ১৫ বছরের সব অপকর্মের বিচার করব।‘
- পশ্চিম এশিয়ায় উত্তপ্ত পরিস্থিতিতে ফের ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা নিয়াহুর বাড়িতে বোমা ছোড়া হল। যদিও সেই বাড়িতে কেউ ছিলেন না।এই ঘটনায় ইজরায়েলের ইঙ্গিত ইরানের দিকে।এর আগে ড্রোন হামলা হয়েছিল।
দেশ
- সতেরো বছর পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে নাইজিরিয়া সফরে গেলেন নরেন্দ্র মোদী।। ১৬-২১ নভেম্বর পর্যন্ত এই সফরে নাইজিরিয়ার পাশাপাশি ব্রাজিল ও গায়ানায়ও যাবেন প্রধানমন্ত্রী। ব্রাজিলের রিও ডি জেনেইরো জি-২০ লিডার্স সামিটে অংশ নেবেন প্রধানমন্ত্রী। নাইেজিরয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবুর সঙ্গে প্রতিরক্ষা, বাণিজ্য এবং জ্বালানি সহেযাগিতা বাড়ানোর বিষয় নিয়ে চুক্তি হয়। ডিজিটাল প্রযুক্তি, কৃষিক্ষেত্র, ওষুধপত্র প্রভৃতি বিষয়ে আলোচনায় অগ্রাধিকার দেওয়া হয়েছে। নাইজেরিয়ায় বিশেষ সম্মান ‘দ্য গ্র্যান্ড কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য নাইজার’(জিকন) সম্মানে সম্মানিত করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
- মণিপুর ফের অগ্নিগর্ভ। কুকি-জো জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত মার জাতির সঙ্গে মেইতেই গোষ্ঠীর সংঘর্ষ অব্যহত। মেইতেই পরিবারের শিশু ও মহিলা-সহ ছয় জনের হত্যার প্রতিবাদে গণ বিক্ষোভ ভয়ঙ্কর আকার নেয়। দুই পক্ষেরই বেশ কিছু মানুষ আহত হয়েছেন। অনেককে অপহরণ করা হয়েছে। বিক্ষুব্ধ জনতা মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের বাসভবন আক্রমণ করে। কার্ফু জারি করা হয়েছে। এমনকী দিল্লির যন্তরমন্তরে মেইতেই গোষ্ঠীর কিছু মানুষ বিক্ষোভে সামিল হয়। বীরেন সিংহ সরকারেরউপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে ন্যাশনাল পিপলস পার্টি।
- দূষণে দূষিত দিল্লি-সহ আশপাশের অঞ্চল। পরিসংখ্যান বলছে এই মরসুমের দূষিততম দিন । যেখানে বায়ুর গুণগতমান (এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই) রয়েছে ৪৮৫। কদিন ধরেই ধোঁয়াশায় ভরে যাচ্ছে। মানুষের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ট্রেন বিমান চালানোতে বহু বিঘ্ন্ ঘটছে। এর হাত থেকে পরিত্রাণ পেতেই দিল্লিতে আট দফা বিধিনিষেধ জারি করেছে দিল্লি প্রশাসন। চালু হয়েছে ‘গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান’। স্কুলগুলিতে দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণি ছাড়া অন্য শ্রেণির পঠপাঠন অনলাইনে করার ব্যবস্থা চালু হয়েছে। মুম্বই কলকাতাতেও ক্রমশ কুয়াশার আধিক্য বাড়ছে। কুয়াশার সতর্কতা জারি হয়েছে জেলায় জেলায়।
খেলা
- আসন্ন পারথ টেস্টে রোহিত শর্মার পরিবর্ত হিসেবে যশপ্রীত বুমরাই নেতৃত্ব দেবেন বলে এখনও পর্যন্ত ঠিক হয়ে আছে।
বিবিধ
- জাতীয় শিক্ষানীতি অনুসারে বর্তমানে তিন বছরের বদলে চার বছরের অনার্স চালু করা হয়েছে। সম্প্রতি ইউজিসি সেই নিয়েমও কিছু পরিবর্তন আনছে। পড়ুয়ারা চাইলে চার বছরের কোর্স তিন বছরেও শেষ করে ডিগ্রি নিতে পারবে। অন্য দিকে আবার যারা তিন বছরের স্নাতক ডিগ্রির জন্য পাঠ নিচ্ছেন, তাঁরা আড়াই বছরে শেষ করে ডিগ্রি নিতে পারবেন। এই পরিকল্পনাকে বলা হচ্ছে ফাস্ট ট্র্যাক। ইউজিসির এই সিদ্ধান্তে রাজ্যের শিক্ষামহলে শুরু হয়েছে বিতর্ক।
- গ্রাহকদের নিজের মোডেম ও সংযোগ ব্যবহার করে নেট পরিষেবা দেওযার সুবিধা আনল বিএসএলএল। মোবাইল সংযোগ বাড়ানোর দৌড়ে অনেক এগিয়ে গেল এই সংস্থা।
- শব্দের চেয়েও দ্রুতগামী দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল ডিআরডিও। যা অনায়াসে পেরিয়ে যেতে পারবে দেড় হাজার কিলোমিটার দূরত্ব। শব্দের চেয়ে পাঁচগুণের বেশি গতিতে ছুটতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। এখনও পর্যন্ত আমেরিকা, রাশিয়া এবং চীনের মতো উন্নত দেশগুলিই কেবল এই ধরনের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহারে পারদর্শী।