গাজার জামালিয়া শরণার্থী শিবিরে ইজরায়েলের বিমানবাহিনীর হামলায় প্রাণ হারালেন ১৮ জন। এছাড়া খান ইউনিসে একটি বাড়িতে ইজরায়েলের বিমানবাহিনীর বোমায় মৃত্যু হল চারজনের। এবার দক্ষিণ গাজার জেতুন এলাকার আলাপালা স্কুলে বোমা ফেলল ইজরায়েল। সেখানেও মৃত্যু হল অসংখ্য মানুষের। সেখানে ওই স্কুলে আশ্রয় নিয়েছিলেন অসংখ্য শরণার্থী মানুষ। এদিকে ইউরোপীয় ইউনিয়ন এর বিদেশ নীতির প্রধান যোসেফ বোরেল সীমান্তবর্তী এলাকা ঘুরে দেখে বললেন, গাজায় হামাসের বিরুদ্ধে যে যুদ্ধ চলছে তা সারা পৃথিবীর রাজনৈতিক ব্যর্থতা। তিনি অবিলম্বে গাজায় যুদ্ধ বিরতির দাবি জানিয়েছেন। এদিকে ইজরায়েল দাবি করেছে গাজার আল শিফা হাসপাতাল থেকে হামাসের হাতে পণবন্দি একজন তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
‘ভয়েজ অব গ্লোবাল সাউথ সামিট’ এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত আয়োজিত এই শীর্ষ সম্মেলনের উদ্বোধন করে তিনি তিনি পাঁচটি ‘সি’ এর ওপর গুরুত্ব দিতে চেয়েছেন। সেগুলি হল কন্সাল্টেসন (আলোচনা), কো -অপারেশন (পারস্পরিক সহযোগিতা), কমিউনিকেশন (পারস্পরিক যোগাযোগ), ক্রিয়েটিভিটি (সৃষ্টিশীলতা), এবং ক্যাপাসিটি বিল্ডিং (দক্ষতা নির্মাণ)।
জাতীয়
উত্তরাখণ্ডের উত্তরকাশিতে ১২০ ঘন্টারও বেশি সময় ধরে আটকে রয়েছেন ৪০ জন শ্রমিক। পাহাড় থেকে ধস নেমে সুড়ঙ্গের মুখ বন্ধ হয়ে যাওয়ায় বিপত্তি। ২৪ টন ওজনের উন্নত অগার ড্রিলিং মেশিন দিয়ে প্রতি ঘন্টায় পাঁচ মিটার পাথর খনন করে তাঁদের উদ্ধারের জন্য চেষ্টা চালানো হচ্ছে।
ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচনের সময় বিন্দ্রানাওয়াগড় এলাকায় মাওবাদীদের পাতা বোমা বিস্ফোরণে মৃত্যু হল আইটিবিপি-এর একজন জওয়ানের। এর আগে ছত্তিশগড়ে প্রথম দফার ভোটগ্রহণের সময়ও মাওবাদীদের বোমায় জখম হয়েছিলেন পাঁচজন নিরাপত্তা কর্মী। এদিন ৭০ টি আসনের নির্বাচনে ছত্রিশগড়ে ভোট পড়েছে ৬৮.১৫ শতাংশ মধ্যপ্রদেশে ভোট পড়েছে ৭৩.৭২ শতাংশ।
রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে সংস্কারের দাবিতে ফের সরব হল ভারত। রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ বলেছেন, বারবার এই দাবি জানালেও তা দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছে।
বেসরকারি সংস্থাগুলিতে মাসে ত্রিশ হাজার টাকা মাইনের চাকরির মোট শূন্য পদের ৭৫ শতাংশ হরিয়ানার নাগরিকদের জন্য সংরক্ষিত রাখতে হবে বলে যে আইন পাস করেছিল হরিয়ানা সরকার তাকে অসাংবিধানিক বলে খারিজ করে দিল পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট।
খেলা
১৪ ম্যাচ পরে পরাজয়ের স্বাদ পেল আর্জেন্টিনা। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে তারা ২-০ গোলে নিজেদের দেশের মাঠে হেরে গেল উরুগুয়ের কাছে। ২০২২ সালে কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে সৌদি আরবের কাছে পরাজয়ের পর আর তারা কোন ম্যাচ হারেনি। এদিন সেই রেকর্ডটি ভেঙে গেল। বিশ্বকাপের যোগ্যতা অর্জনের পর্বে ব্রাজিল পরপর দুই ম্যাচে পরাজয়ের স্বাদ পেল। এদিন কলম্বিয়া ২-১ গোলে তাদের হারিয়ে দিল।
ইউরোর বাছাই পর্বের ম্যাচে পর্তুগাল ২-০ গোলে হারিয়ে দিল লিচেনস্টেইনকে। এদিন দেশের হয়ে একটি গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো । এই নিয়ে দেশের হয়ে ১৩৮ টি গোল করলেন তিনি।
বিবিধ
কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামীকে ৬৮ হাজার ৫২৬ টাকা জরিমানা করল ব্যাঙ্গালোর ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড। বেঙ্গালুরু জে পি নগরে দীপাবলীর সময় মুখ্যমন্ত্রীর বাড়িতে বেআইনিভাবে বিদ্যুৎ সংগ্রহ করে আলো জ্বালানো হয়েছিল বলে অভিযোগ এই সংস্থার।
বেলুড়ে পূর্ব ভারতের প্রথম যোগ ও ন্যাচারোপ্যাথি মেডিকেল কলেজের উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের অর্থ ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।