কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ সেপ্টেম্বর ২০২৪

127
0
Current Affairs 17th September

আন্তর্জাতিক
  •  বাংলাদেশে গ্রেপ্তার করা হল বাংলাদেশ ঘাতক দালাল কমিটির সভাপতি, তথ্যচিত্র নির্মাতা লেখক শাহরিয়ার কবীরকে। তাঁকে খুনের মামলার অভিযোগ দিয়ে সাত দিনের পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এর আগে ১৫০ জন সাংবাদিক ও বিভিন্ন সংস্কৃতি কর্মীকেও নানা মামলায় জড়িয়ে গ্রেপ্তার করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
দেশ
  • দিল্লির মুখ্যমন্ত্রীর পদ ছাড়লেন অরবিন্দ কেজরিওয়াল তিনি আবগারি মামলায় গ্রেপ্তার হয়ে বন্দি ছিলেন দীর্ঘদিন। জামিনে মুক্তি পেয়ে মুখ্যমন্ত্রীত্বের ভার তুলে দিলেন সতীর্থ অতিশী মারলেনা সিংহের হাতে। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে অতিশী-ই বর্তমান সময়ে দেশের দ্বিতীয় মুখ্যমন্ত্রী হতে চলেছেন।
  • তৃতীয় মোদী সরকারের প্রথম একশো দিন পূর্ণ হল। প্রকাশ করা হয়েছে এই একশো দিনের কাজের রিপোর্ট।
  •  কলকাতার  নতুন পুলিশ কমিশনার হলেন মনোজ ভার্মা। বিনীত গোয়েলের পরিবর্তে তাঁকে এই পদে আনা হল।
  • সুপ্রিম কোর্টে আর জি কর-এ তরুণী চিকিৎসক কাণ্ডে সিবিআই জানিয়েছে এখনও গণধর্ষণের কোনো প্রমাণ মেলেনি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ এক পর্যবেক্ষণে বলেছেন, ওই হত্যাকাণ্ড নিয়ে সিবিআইয়ের দেওয়া প্রতিবেদন উদ্বেগজনক। সুপ্রিম কোর্টে প্রথম পর্বের শুনানি হয় গত ২২ আগস্ট।
খেলা
  • মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বিরটা অংকের অর্থমূল্য ঘোষণা করল আইসিসি। চ্যাম্পিয়ন দল পাবে ১৯ কোটি ৬০ লক্ষ টাকা। তার পর বিভিন্ন স্তরে বিবিন্ন অর্থমূল্য প্রদান করা হবে।
  •  চিনকে হারিয়ে এশীয় চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ভারতীয় হকি দলের। এই নিয়ে পাঁচ বার জয় পেল ভারত।
  • চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রিয়াল মাদ্রিদ ৩-১ গোলে হারা স্টুটগার্টকে।
বিবিধ
  • রাজ্যের বহু ইঞ্জিনিয়ারিং কলেজ ও বিশ্ববিদ্যায়গুলিতে প্রায় ১৫ হাজার আসন ফাঁকা পড়ে রয়েছে। গত বছর ৩৬ হজার আসনের মধ্যে ২০ হাজার আসন ফাঁকা ছিল।
  • আর জি কর কাণ্ডের পর যে গণ আন্দোলন তাকে ইতিহাসবিদ রজতকান্ত রায় বার্লিন প্রাচীরের পতন, বাংলাদেশের সাম্প্রতিক গণঅভ্যুত্থানের সঙ্গে্ এক করে দেখছেন।